PDA

View Full Version : বিশ্বের সর্বাধিক বিক্রীত গাড়ি নির্মাতা টয়োটা!



DhakaFX
2021-08-02, 05:20 PM
http://forex-bangla.com/customavatars/1274136733.jpg
চলতি বছরের প্রথমার্ধে ৫৪ লাখ ৭০ হাজার ইউনিট গাড়ি বিক্রির রেকর্ড করেছে টয়োটা। এর মাধ্যমে সংস্থাটি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি করা গাড়ি নির্মাতা হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। সম্প্রতি জাপানি গাড়ি নির্মাতা সংস্থাটি এ তথ্য জানিয়েছে। কিয়োদো নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বছরের মতো প্রথমার্ধে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতার মুকুট ধরে রেখেছে টয়োটা। এ ফলাফল কভিড-১৯ মহামারীজনিত পতন ও বৈশ্বিক চিপ সংকট সত্ত্বেও গাড়ি নির্মাতা সংস্থাটির তীব্র পুনরুদ্ধারের ইংগিত দেয়। এর আগে ২০১৯ সালের প্রথমার্ধে টয়োটা বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ প্রায় ৫৩ লাখ ১০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছিল। সংস্থাটির মূল বাজার যুক্তরাষ্ট্র ও চীনে শক্তিশালী বিক্রির বিষয়টি এ রেকর্ড তৈরিতে অবদান রেখেছে। সংস্থাটির এক কর্মকর্তা জানান, টয়োটা বিশ্বজুড়ে চিপ ঘাটতির প্রভাব সীমিত করতে সক্ষম হয়েছে। জানুয়ারি-জুন সময়কালে টয়োটা বিশ্বব্যাপী ৫৪ লাখ ৬৭ হাজার ২১৮ ইউনিট গাড়ি বিক্রি করেছে। এ সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৩ শতাংশ বেশি। এ পরিসংখ্যানে সংস্থাটির সাব-ব্র্যান্ড মিনিকার নির্মাতা দাইহাটসু মোটর ও ট্রাক নির্মাতা হিনো মোটরসের গাড়িও অন্তর্ভুক্ত রয়েছে।
এ সময়ে আরেক গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ৪৯ লাখ ৭৮ হাজার ২০০ ইউনিট গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৯ শতাংশ বেশি। জুন পর্যন্ত ছয় মাসে উত্তর আমেরিকা ও চীনে টয়োটার গাড়ি বিক্রি ৩৬ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪৩ লাখ ইউনিটে পৌঁছেছে। বাজারগুলোতে নতুন মডেলের প্রবল চাহিদা বিদেশের গাড়ি বিক্রিতে অবদান রেখেছে। এ সময়ে হ্যারিয়ার এসইউভি ও ইয়ারিস কমপ্যাক্ট গাড়ির প্রস্তুতকারক জাপানে ১১ লাখ ৭০ হাজার যানবাহন বিক্রি করেছে। এ সংখ্যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৫ শতাংশ বেশি। এ পরিসংখ্যানের মধ্যে ৬৬০ সিসি পর্যন্ত ইঞ্জিনের মিনিকারও রয়েছে। গাড়ি নির্মাতা নিশান ও মিত্সুবিশি এখনো তাদের গাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে তাদের সংখ্যাটি টয়োটার থেকে অনেক পিছিয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে।