PDA

View Full Version : অ্যালগরিদমে ত্রুটি ধরতে পুরস্কার ঘোষণা টুইটারের



Tofazzal Mia
2021-08-03, 12:31 PM
প্রযুক্তিতে ব্যবহৃত অ্যালগরিদমে বাগ বা ত্রুটি ধরিয়ে দিতে ব্যতিক্রমী আয়োজন করল টুইটার। ছবি ক্রপিংয়ে তাদের অ্যালগরিদম পক্ষপাতমূলক আচরণ করে গত বছর এমন অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছিল তারা। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইটটি জানায়, অ্যালগরিদমের পক্ষপাত শনাক্তে কম্পিউটার গবেষক ও হ্যাকারদের জন্য প্রতিযোগিতার আয়োজন করছে তারা। খবর এনগ্যাজেট। শুক্রবার এক ঘোষণায় টুইটার জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যাতে নৈতিকতা মেনে চলে তা নিশ্চিত করার বড় প্রচেষ্টার অংশ হলো এ প্রতিযোগিতা। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, আমরা যা খুঁজে পেয়েছি, সেটি বাদেও এ অ্যালগরিদমের সম্ভাব্য ক্ষত শনাক্তের লক্ষ্যেই আয়োজিত হচ্ছে এ বাগ বাউন্টি। প্রতিযোগিতায় বিজয়ীরা ৫০০ ডলার থেকে সাড়ে ৩ হাজার ডলার পর্যন্ত নগদ অর্থ পুরস্কার পাবেন এবং আগস্টে ডেফ কনে টুইটারের আয়োজিত কর্মশালায় নিজেদের কাজ উপস্থাপনের সুযোগ পাবেন। উল্লেখ্য, হ্যাকারদের বৃহত্তম বার্ষিক সম্মেলনের মধ্যে ডেফ কন অন্যতম।
http://forex-bangla.com/customavatars/1277993318.jpg
গত বছর একদল গবেষক টুইটারের ছবি ক্রপিং অ্যালগরিদমে সমস্যা খুঁজে পান। তারা জানান, অ্যালগরিদমটি কৃষ্ণাঙ্গ নারী ও পুরুষকে ছবি থেকে বাদ দিয়ে দেয়। পরে গোটা বিষয়টি খতিয়ে দেখে মে মাসে টুইটার এক গবেষণায় জানায়, তাদের মেশিন লার্নিং গবেষকরা নারীদের সমতার পক্ষে ৮ শতাংশ ভিন্নতা খুঁজে পেয়েছেন এবং শ্বেতাঙ্গ ব্যক্তিদের বেলায় ৪ শতাংশ পক্ষপাত দেখেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, টুইটার ফিডে ছবি কীভাবে ক্রপ হবে, সে সিদ্ধান্ত নেয়া বিষয়ক যে কম্পিউটার কোডটি রয়েছে, তা সবার জন্য প্রকাশও করে দিয়েছে টুইটার। অ্যালগরিদমটি কীভাবে স্টেরিওটাইপিং বা কোনো গোষ্ঠীর প্রতি পক্ষপাত করে ক্ষতি করতে পারে, সেটি অংশগ্রহণকারীদের খুঁজে বের করার আহ্বানও জানিয়েছে সেবাটি।