md mehedi hasan
2021-08-07, 08:26 AM
আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হন।আর এই স্ট্যাটাস দিয়ে ফেসবুক বা টুইটাওয়ার একাউন্ট খুলেন দেখবেন আপনার ফরেক্স বন্ধুর অভাব হবেনা।এদের বেশি ভাগ ট্রেডার আবার বিদেশি।এরা আপনাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাবে ওদের সিগন্যাল কেনার জন্য।ওদের ট্রেড হিস্টরি দেখাবে আরো অনেক কিছু দেখাবে।আসলে এগুলো সত্য না।আপনি যদি ফাদে পরে সিগন্যাল কেনেন তাহলে আপনি ঠকলেন।
EmonFX
2021-09-05, 07:31 PM
ফরেক্স মার্কেটে সিগন্যাল ট্রেড করা মানে একই সাথে নিজের প্রতিভাকে ধ্বংস করা এবং ব্যালেন্সকে ঝুঁকির মধ্যে ফেলা।
আপনি যদি ভাবেন এক্সপার্ট ট্রেডারদের কাছ থেকে সিগন্যাল দিয়ে, দামি রোবট কিনে, কিংবা প্রফেশনাল ট্রেডারদের সাথে টাকা ইনভেস্ট করে ফরেক্সে লাভ করবেন, তবে এখনই সাবধান হয়ে যান। কারণ বেশিরভাগ ফরেক্স সিগন্যালই ভুয়া, অধিকাংশ রোবট লং টার্মে গিয়ে আর কাজ করে না, আর যেসব ফান্ড ম্যানেজাররা টাকা নিয়ে ট্রেড করে, তারা বেশিরভাগ নিজেরাও লাভ করতে পারেনা, অন্যের টাকা নিয়ে জুয়া খেলে। ভালো ট্রেডাররা নিজের ট্রেডিং নিয়েই ব্যস্ত থাকে, অন্যের টাকার ভার নিয়ে ঝামেলায় পড়তে চায় না। তাই নিজে ফরেক্স ট্রেড করতে না পারলে, অন্যের ওপর নির্ভরশীলতা বাদ দিন। অন্যের ওপর নির্ভরশীল হয়ে ফরেক্সে জীবনেও লং টার্মের জন্য লাভবান হওয়া সম্ভব না, কেউ কখনো পারেনি। তাই এখন থেকেই সিগন্যাল প্রোভাইডার নামক স্কামারদের থেকে সাবধান হওয়া উচিত।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.