PDA

View Full Version : আপনি যখন লস করেন তখন আপনি কি করেন?



Sakib42
2021-08-07, 10:27 PM
যখন আপনি হেরে যান, আপনি এই ক্ষতির কারণগুলি সম্পর্কে জানতে এবং গবেষণার জন্য নিজেকে সময় দেন।
আমাদের মধ্যে কেউই হারেনি যারা সফল হবার একটি কারণ খুঁজছে এবং সংশোধন করেছে নিজেকে কেনো লস হলো।

Sakib42
2021-08-07, 10:31 PM
সাধারণত যখন আমরা কোন লস করি তখন আমরা চিন্তা করি যে কেন লস করলাম এবং তারাই মূলত ভালো ট্রেডার যারা নোট করে রাখে এবং গবেষণা করে তাদের ভুল এন্ট্রিপয়েন্ট কোথায় ছিল। কোন ভুল চিন্তার কারণে তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তারা তা নিয়ে চিন্তা করে এবং গবেষণা করে নিজেকে প্রস্তুত করে তোলে পরবর্তী সময়ে একই রকম ভুল না করার জন্য মূলত তারাই একটি সময় যে সফলতা অর্জন করতে সক্ষম হয় এবং যে সকল কারণ খুঁজে বের করে নিজেকে সংশোধন করে সে কখনো হারেনি ট্রেডিং জীবনে।

Starship
2021-08-08, 09:03 AM
ফরেক্সে লাভ হবে আবার লস হবে এটাই স্বাভাবিক কিন্তু লাভ হলে আমরা যে মনটা খুশি হয়, তেমনি লস হলে তা মেনে নেওয়ার অভ্যাস গড়ে নিতে হবে। মন খারাপ পড়লে তার সমাধান হবে না। আমরা তো তখনই লস করে থাকি যখন আমরা নিয়মের বাইরে ট্রেড করে থাকি। আমি ট্রেড করে লস করলে সেটার কারণ খুঁজে বের করার চেষ্টা করি। কি কারনে লস হলো তা জানার চেষ্টা করি। নিজের কৌশল যদি সে ক্ষেত্রে যথাযথ কার্যকর না হয় সেক্ষেত্রে নতুন যাচাইকৃত কৌশল প্রয়োগ করতে হবে যেটি ইতিপূর্বে ডেমো একাউন্টে বাছাইকৃত। লস হলেও নিজের কৌশল সংশোধন করার মাধ্যমে আপনি তা রোধ করতে পারেন।

EmonFX
2021-08-08, 09:16 AM
ফরেক্স মার্কেটে প্রত্যেক ট্রেডারই নিজের ভুলের জন্য লস করে। মানুষ ভুল করবে এটা স্বাভাবিক কিন্ত এই ভুল থেকে শিক্ষা নিতে না পারা অস্বাভাবিক। ফরেক্স ট্রেডিং এর সময় আমারা কিছু ট্রেডে লস করবো এটাই স্বাভাবিক। ট্রেড করার সময় যে আমরা ১০০% সঠিক সিদ্ধান্ত নিতে পারবো এমন নয়। ইংরেজীতে একটি প্রবাদ আছে, “ফেইলুর ইজ দ্যা পিলার অব সাক্সেস”। যদি তাই হয়ে তাহলে আমাদের ব্যর্থতাকে নেতিবাচক দৃষ্টিাকোন থেকে দেখা মোটেই ঠিক না। প্রথমে খুজে বের করতে হবে কেনো আমি ভুল করলাম, কোথায় ভুল করলাম, কোথায় দুর্বলতা রয়েছে। সেটা আবিস্কার করার পরে সেই দুর্বলতার জায়গায় কাজ করে সমস্যা সমাধান খুজতে হবে।

আসলে এই মার্কেটে একটা কঠিন বাস্তব হলো আমরা খুব কম সংখ্যক মানুষই আছি যারা আমাদের ভুরগুলো খুজে বের করার চেস্টা করিনা এবং সেই অনুযায়ী সুধরানোর কাজ করিনা। ফলে অনেক পরিশ্রম করেও সফলতার দ্বারে পৌছাতে পারিন। ভাগ্যের দোহাই দিয়ে ক্ষান্ত হয়ে যাই। আর দুর্বলেরাই কেবল ভাগ্যের দোহাই দেয়। ভাগ্যের উপর নয় বরং নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করুন তাহলে নিশ্চিত ভাবেই আপনি একদিন সফল হবেন।

Mas26
2021-08-08, 10:42 AM
ফরেক্স মার্কেটে আমি যখন লস করি তখন আমার অনেক খারাপ লাগে। এবং আমি এটার কারণ খুঁজে বের করার চেষ্টা করি। আসোলে কী কারণে এটা করলাম পরবর্তীতে যাতে না করে সেই চেষ্টা সবসময় করি।

md mehedi hasan
2021-08-08, 03:07 PM
ফরেক্স মার্কেটে লস করলে কিছুই করার থাকেনা।যদি ফরেক্স মার্কেটে লস করে কিছু করলে আবার সেই লস ফিরে পাওয়া যে তো তাহলে কিছু করতাম।ফরেক্স মার্কেটের যে কোন ট্রেডার যদি লস করে তার কিছুই করার থাকেনা।ভালো ট্রেডার হলে ভালো একটি এন্ট্রি পয়েন্ট এর জন্য অপেক্ষা করে।আর যদি বিগেনার ট্রেডার হয় তাহলে তাৎক্ষনিক লস রিকভারির করার জন্য বড় লটে ট্রেড করে।এরপর যা হবে আমরা সবাই জানি।

rakib.r
2021-08-08, 04:02 PM
একটা কথা আমাদের সব সময় মনে রাখতে হবে যে লাভ লস দুটো মিলিয়েই ব্যাবসা হয়ে থাকে । যদি কেও শুধু লাভ করতে চায় তাহলে যেমন সে ব্যাবসা করতে পারবে না তেমনি কাো যদি শুধু লস ই হয় সে ও ব্যাবসা করতে পারবে না। লাভ হচ্চে মানে আরো লাভ দরকার এমন ভাবনা আসলে লোভে পড়ে গেছেন আর যদি লস লস আর লস হয় তাহলে আপনার আরো কিছু শিখার বাকি আছে। লাভ লস হতে হবে একটা সুন্দর গানিতিক নিয়মে। লাভ হলে লাভ কে ধরে রাখতে হবে আর লস হলে সেটার কারন খুজে সেটা সংশোধন করতে হবে আর সাম্নের দিকে আগায়া যাইতে হবে ।

Devdas
2021-08-10, 11:01 PM
ফরেক্স মার্কেট এ আমি যখন লস করি তখন আমি আর ফরেক্স এ বসি না। আমি একটু মাথা ঠান্ডা রাখার জন্য রেষ্ট নেই। আমি তখন কোন প্রকার ট্রেড করি না। তখন আমি ডেমো একাউন্ট এ গিয়ে যেখন থেকে লস হযেছে তখন আমি ভাল করে রিসার্চ করে দেখি যে কী করে লস হল এবং কেনই বা লস হল তা খুতিয়ে দেখে আমি দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করি যাতে এই ধরনের পরিস্তিতে পরলে সাফলতা অর্জন করা যায়।

samun
2021-10-30, 08:56 PM
সাধারণত একটি ট্রেডিং এর ক্ষেত্রে যদি আমি বড় ধরনের লস করি তাহলে আমি দীর্ঘ সময় অপেক্ষা করি কিন্তু তারপরে যদি লস এর পরিমাণ দীর্ঘ হয়ে যায় তাহলে আমি সেটা কেটে দি তারপরে নিজেকে সর্বপ্রথম রিলাক্সে রাখি যেন কোন প্রকার ভুল ডিসিশন না হয় আমার যে পরিমাণ লস হয় সেটা অল্প অল্প করে আবার রিকভার করার চেষ্টা করি কখনো নিজেকে আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে না সাধারণত এটি কমই হয়