PDA

View Full Version : প্রাকটিস মানুষকে পারফেক্ট করে।



EmonFX
2021-08-08, 09:07 AM
যেকোনো বিষয়ে দক্ষ হতে নিয়মিত অনুশীলন হলো সর্বোত্তম পন্থা। ভালোভাবে ফরেক্স ট্রেডিং শেখার জন্য অবশ্যই নিয়মিত প্রাকটিস বা অনুশীলন করতে হবে। ফরেক্স ট্রেডিং সম্পর্কে দক্ষ হাতে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। নিয়মিত অনুশীলন বা চর্চাই পারে একজন মানুষকে উপযুক্ত হিসেবে গড়ে তুলতে, হোক সেটা ফরেক্স কিংবা জীবনের অন্য কোথাও। ইংলিশ রাইটার ফ্রান্সিস বেকন বলেছেন, “practice makes a man perfect”. আপনি যতো ভালো ফরেক্স শিখেন না কেনো, যার কাছ থেকেই ফরেক্স শিখেন না কেনো নিয়মিত চর্চা না করলে কখনোই আপনি দক্ষ হয়ে উঠতে পারবেন না। আপনি যদি একটি ফরেক্স ট্রেডিং কোর্স করেই ট্রেডিং শুরু করে দেন তাহলে কখনই প্রফিট করা সম্ভব নয়, যদিনা অনুশীলন না করেন। আমরা ট্রেডিংয়ের সময় অনেক ছোট ছোট ভুল করি সেই ভুলগুলো বার বার প্র্যাকটিস বা অনুশীলন করার মাধ্যমে দূর করা সম্ভব। এর জন্য রিয়েল ট্রেডিং শুরু করার পূর্বে ডেমো অ্যাকাউন্টে বেশি বেশি চর্চা করে ফরেক্স ট্রেডিং দক্ষতা বৃদ্ধি করে তারপরে রিয়েল মার্কেটে ট্রেড করা উচিত। তাতে করে রিয়েল ট্রেডিং এ ভুল করার সম্ভাবনা কম থাকে এবং প্রফিট করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।

Mas26
2021-08-08, 10:49 AM
এটা আসলেই সত্যি কথা আপনি যতই প্র্যাকটিস করবেন ততই সেই কাজের প্রতি আপনার অভিজ্ঞতা বাড়বে। এবং আপনি তাতে সফলতা অজনে সক্ষম হবেন ।আমি মনে করি একজন মানুষ যে কোন কাজে যত বেশি প্র্যাকটিস্ করবে সে ততটাই সেই কাজে পারফেক্ট হবে। এবং আমাদের প্রত্যেকেরই উচিত আমরা ফরেক্স মার্কেটে কাজ করি এবং এটা সম্পর্কে বেশি বেশি প্রাকটিস করা উচিত।আপনি যেকোন কাজ যদি আপনি নিয়মিত পরিচর্যা করে যান তাহলে সেখানে আপনার অভিজ্ঞতা ভালো থাকবে কিন্তু আপনি একটি কাজ যতই ভালো পারেন না কেন সেই কাজের প্রতি আপনার অনীহা বা অনুশীলন না থাকলে আপনি সেখানে পারফেক্ট হতে পারবেন না।ফরেক্স ও আপনি যদি পারফেট ভাবে কাজ করতে চান তাহলে আপনি নিয়মিত অনুশীলন করে যান এতে আপনার সফলতা অর্জনে অনেকটা সহয়তা করবেন।

Starship
2021-08-08, 11:53 AM
প্রাকটিসের মাধ্যমেই মানুষ প্রতিটি ক্ষেত্রে এ পর্যন্ত সফল হওয়ার অবদান রেখেছে। মানুষ কোন বিষয়ে জ্ঞান অর্জন করে মাধ্যমে সফল হয়নি পাশাপাশি অনুশীলন করা বাধ্যতামূলক। পৃথিবীতে যখন মানুষ আসে তখন কিছু শিখে আসে না অনুশীলন এবং চর্চার মাধ্যমেই তা আয়ত্ত করতে পেরেছেন। ফরেক্স এর ক্ষেত্রে এর গুরুত্ব বেশি অনুশীলনের মাধ্যমে একজন সফল ট্রেডার হওয়া সম্ভব। আপনি যদি মনে করেন অনুশীলন ব্যতিত সফল হতে পাবেন তাহলে আপনার ধারণাটা ভুল। ইতি পূর্বে যে সকল ট্রেডারগণ সফল হয়েছেন তাদের সফলতার পেছনে মূল হল প্র্যাকটিস। প্র্যাকটিস এর মাধ্যমে মানুষ প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাদ নিতে পারেন।

md mehedi hasan
2021-08-08, 03:02 PM
অবশ্যই প্রক্টিস একজন মানুষকে পারফেক্ট করে তুলে।ফরেক্স মার্কেটে প্রক্টিস এর ভূমিকা অনস্বীকার্য।তবে দুঃখজনক হলেও সত্যি যে আমরা ফরেক্স মার্কেটে প্রথমিক অবস্থায় ডেমো একাউন্টে প্রাক্টিস না করে রিয়েল একাউন্ট এ প্রক্টিস করি।যেটা মোটেই কাম্য না।একারনেই আমরা ফরেক্স মার্কেটে প্রথমিক অবস্থায় অনেক অর্থ লস করি।তবে আমাদের উচিত ফরেক্স মার্কেটে ডেমো একাউন্টে প্রাক্টিস করে নিজেকে তৈরি করা।

rakib.r
2021-08-08, 03:45 PM
কথায় আছে প্র্যাকটিস মেইকস এ ম্যান পার্ফেক্ট । প্র্যাকটিস ছাড়া আসলে কোন কিছুই সম্ভব নয়। যে যত বেশি একটা জিনিসে অনুশীলন করবে সে সেই বিষয়ে তত বেশি কিছু শিখতে পারবে। ফরেক্স বেশ জটল একটা ব্যাপার। এখানে সফলতা আসলে একবারে হাতে ধরা দেয় না দেবে না। এখানে সফলতা পেতে গেলে আমাদের এটার সাথে লেগে থাকা দরকার। যত বেশি সময় দিবেন যত বেশি অনুশীলন করবেন তত বেশি কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন।