PDA

View Full Version : টেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করার নিয়ম কি?



Asmin
2021-08-08, 09:27 AM
একটি নতুন ট্রেড ওপেন করার সময় টেক প্রফিট এবং স্টপ লস সেট করার প্রয়োজনীয়তা কতটুকু। যদি টেক প্রফিট এবং স্টপ লস সেট করে দেয়াটা জরুরী হয়ে থাকে তবে সেটা কিভাবে সেট করতে হয় এবং টেক প্রফিট এবং স্টপ লস এর পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে কি কি বিষয় মনে রাখতে হবে?

souravkumarhazra6763
2022-03-22, 05:30 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আপনি সব সময় আপনার ট্রেড এর সামনে ২৪ ঘন্টা বসে থাকতে পারবেন না মার্কেট এর মুভমেন্ট যে কনো সময় আপনার ট্রেড এর বিপরীতে এবং আপনার ট্রেড দিক যেতেই পারে তাই আপনি যদি স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে চিন্তা মুক্ত ভাবে থাকতে পারেন,এক এক জন এক এক ভাবে এই টা নির্ধারন করে থাকে,আমি সাধারনত ১ঃ৩ অনুপাতে এই গুলা ব্যবহার করে থাকি।

Hridoy6763
2022-07-05, 09:48 AM
ফরেক্স মার্কেট এর ট্রেডিং প্ল্যাট ফর্ম এর সব থেকে গুরুত্বপূর্ণ টুলস হিসেবে আমি মনে করি স্টপ লস এবং টেক প্রফিট,ফরেক্স মার্কেট আপনি ট্রেডিং করতে চাইলে আপনাকে অব্যশই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতে হবে,ফরেক্স মার্কেট এর বড় বড় মুভমেন্ট যে কনো সময় হতে পারে,তাই আপনি যদি আপনার এন্ট্রি তে স্টপ লস ব্যবহার না করেন তাহলে আপনার ব্যালেন্স জিরো হতে সময় লাগবেনা,আমি টেক প্রফিট ব্যবহার না করলেও স্টপ লস সব সময় আমার এন্ট্রি তে ব্যবহার করে থাকি।

jasminbd
2022-07-05, 01:23 PM
স্টপ লস আপনার ওপেন কোন ট্রেড সর্বচ্চো কত লস হলে ট্রেডটি স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে তা নির্দেশ করা। ধরুন আপনি EUD/USD পেয়ারে বাই ট্রেড ওপেন করলেন ১.২৪০০ তে এখন আপনি স্থির করলেন যে ৪০ পিপ্স লস হলে যাতে আপনার ট্রেড বন্ধ হয়ে যাই তখন আপনি আপনার প্লাটফর্মে Stop Loss সেট করবেন ১.২৩৬০ তে। প্রাইস যখন কমে ১.২৩৬০ এ নেমে আসবে আপনার ট্রেডটি স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে।

আর টেক প্রফিট এর অর্থ হল আপনি কত পিপ্স লাভ করার পর আপনার ট্রেডটি বন্ধ করতে চান সেটি। আমরা যখন ট্রেড করি আমাদের পক্ষে সারাদিন ট্রেড ওপেন করে কম্পিউটার বা মোবাইল হাতে নিয়ে বস থাকা সম্ভব নয় কিন্তু আমরা চাই যে ট্রেডটি একটি নিদিষ্ট পিপ্স লাভ করার পর স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে ঠিক এই কাজটি করার জন্য আমরা টেক প্রফিট(Take ProfiT) ব্যবহার করে থাকি।