PDA

View Full Version : একজন নতুন ট্রেডারের ট্রেডিং একাউন্ট এ লিভারেজ এর পরিমাণ কেমন হওয়া উচিত?



Asmin
2021-08-08, 09:30 AM
আমরা যারা নতুন ট্রেডার তারা যখন ট্রেড করার জন্য একাউন্ট ওপেন করবো তখন লিভারেজ নির্ধারণের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হবে? নতুন ট্রেডারদের জন্য লিভারেজ কত হওয়া সবচাইতে উপযুক্ত?

souravkumarhazra6763
2022-03-20, 05:16 PM
এক জন নতুন বা পুরাতন সব ট্রেডার এর জন্য ১.৫০ লিভারেজ ব্যবহার করা উওম,বেশি লিভারেজ না নেওয়া উচিত,কারন বেশি লিভারেজ নিলে লাভ যেমন বেশি হয়ে থাকে আবার বেশি লিভারেজ এর জন্য একাউন্ট ও জিরো হয়ে যেতে পারে,তাই অল্ল লিভারেজ ব্যবহার করা উচিত,আর ফোরাম রিলেটেড একাউন্ট এ আপনি ১.৫০ এর উপরে লিভারেজ ব্যবহার ও করতে পারবেন না।

Hridoy6763
2022-07-09, 04:51 PM
লিভারেজ নির্ধারণ করা ফরেক্স ট্রেডিং করার জন্য অনেক জরুরী,লিভারেজ অল্প নিয়ে একাউন্ট করা ভালো আমার কাছে এই টা বেশি মনে হয়,এতে করে লস এর পরিমান অনেক কম হবে আমি মনে করি,এক জন নতুন ট্রেডার এর তার ট্রেডিং একাউন্ট এ লিভারেজ এর পরিমান হওয়া উচিত ১ঃ৫০,আর আপনি যদি ফরেক্স ফোরাম এর বোনাস নিয়ে ফরেক্স ট্রেডিং করেন তাহলে ১ঃ৫০ অনুপাতের বেশি দিয়ে একাউন্ট এ লিভারেজ দিতে পারবেন না,আর আমি মনে করি এই লিভারেজ টাই নতুন ফরেক্স ট্রেডার দের জন্য সেফ জোন।