Log in

View Full Version : আপনি কত রেশিও অনুসারে রিস্ক রিওয়ার্ড সেট করে ট্রেড করেন?



Starship
2021-08-08, 03:14 PM
বেশির ভাগ ট্রেডার স্টপ লস ও টেক প্রফিট সেট করে ট্রেড করে থাকেন। সেই অনুযায়ী রিস্ক রিওয়ার্ড সেট করা জানতে হবে। প্রতিটি ট্রেডারের রিস্ক রিওয়ার্ড রেশিও সেট করে ট্রেড করে থাকেন। আমি সাধারণত ১ঃ২ রিস্ক রেশিও সেট করে ট্রেড করে থাকি। আপনি কত পারসেন্ট রিস্ক রিওয়ার্ড রেশিও সেট করে ট্রেড করে থাকেন? যা থেকে আমরাও জ্ঞান লাভ করতে চায়।

EmonFX
2021-08-08, 03:30 PM
আমি সাধারণত ১:২/৩ রিস্ক রিওয়ার্ড নিয়ে ট্রেডিং করে থাকি। তবে অনেক সময় মার্কেটের মুভমেন্ট বুঝে ১:১% প্রফিট গেইন হলেও ট্রেড ক্লোজ করে দেই। ফরেক্স মার্কেটে আমাদের সঠিক রিস্ক রেওয়ার্ড মেনটেন করা অত্যন্ত জরুরি। একজন ট্রেডার যদি প্রতিটি ট্রেডিংয়ে একটা নির্দিষ্ট রিস্ক রিওয়ার্ড মেনটেন করে ট্রেডিং করে তাহলে কখনই ব্যালেন্স হারানোর সম্ভাবনা থাকেনা। আমাদের ব্যালেন্স হারানোর মূল কারণ হলো আমরা একেক সময় একেক রকম রিস্ক রেওয়ার্ড অনুপাত নিয়ে ট্রেডিং করে থাকি। এই মার্কেটে যে যতো বেশি স্ট্রিক্ট এবং ফিক্সড রিস্ক রেওয়ার্ড ফলো করতে পারবে সে ততোটাই বেশি সফল হবে।

rakib.r
2021-08-08, 03:57 PM
রিস্ক আর রিওয়ার্ড রেশিও টা আসলে ফরেক্স ট্রেডীং এ বেশ বড় একটা ভুমিকা রাখে। এর জন্য সবার আগে এনালাইজ করা জানতে হবে, নিজেকে লোভ থেকে মুক্ত রাখতে হবে। অনেক ট্রেডার আছেন যারা স্টপ লস টেক প্রফিট সেট করে ট্রেড করেন আবার অনেকে আছে শুধু টেক প্রফিট সেট করেন আবার অনেক ট্রেডার এমন আছেন যারা কোন কিছুই সেট করেন না। সব চাইতে সুবিধা জনক হলো দুটোই সেট করে নেয়া। এতে করে যেমন লসের হাত থেকে বাচা যাত তেমনি লাভ টাও এচিভ করা যায়। আমি সাধারনত ১ঃ২-১ঃ৩ রেশিও তে একটা ট্রেড ওপেন করে থাকি