View Full Version : ফরেক্স কে কি সারা জীবনের ব্যবসা হিসেবে চিন্তা করা যাবে?
Sakib42
2021-08-08, 11:38 PM
আমি এটাকে আমার পূর্ণকালীন ব্যবসা হিসেবে করছি এবং প্রত্যেককে এটিকে পূর্ণ সময় হিসেবে গ্রহণ করার সুপারিশ করছি। এটি ২৪ ঘণ্টার বাজার এবং যে কোন সময় এবং যে কোন স্থান থেকে করা যেতে পারে কিন্তু এর মূল্যের কারণে আমি পুরো সময় হিসেবে এই ব্যবসা করতে পছন্দ করি। এছাড়াও জীবিকা নির্বাহের জন্য ফরেক্স অনেক বেশি অবদান রেখে থাকে। তাই সারা জীবনের ব্যবসায়ী হিসেবে ফরেক্সকে চিন্তা করা যায়।
md mehedi hasan
2021-08-09, 06:18 AM
আপনি যদি ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল মানের ট্রেডার হয়ে উঠেন।আর নিয়মিতভাবে প্রফিট করতে থাকেন।তখন অবশ্যই ফরেক্স মার্কেট কে আপনি পেশা হিসাবে বেছে নিবেন।আপনি যদি ফরেক্স মার্কেটে একজন মূল্যবান ট্রেডার হন।তাহলে আপনাকে আর যাই হোক টাকার চিন্তা কখনো করতে হবে না।আর আপনি চাইলেও অন্য পেশাকে আপন করতে পারবেন না।
Starship
2021-08-09, 08:48 AM
আমি মনে করি ফরেক্স সারা জীবনের জন্য পেশা হিসেবে বেছে নেওয়া যেতে পারে। কেননা এখানে যে স্বাধীনভাবে এবং ইচ্ছামতো সময় দিয়ে ট্রেড করে প্রফিট করার একটি সুযোগ রয়েছে সে অনুযায়ী আপনি সারা জীবন এখানে সময় দেওয়ার মাধ্যমে প্রফিট করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। তবে তার পূর্বশর্ত নিশ্চয়ই জানেন যে অভিজ্ঞতা অর্জন করা অন্য বিকল্প পথ নেই। আর আপনি লাইভে যে অভিজ্ঞতা অর্জন করুন না কেন সেটা কখনো বিফলে যায়না। তাই অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আমি সিদ্ধান্ত নিয়েছি ফরেক্স সারা জীবন পেশা হিসেবে বেছে নেব।
EmonFX
2021-08-10, 11:23 AM
হ্যাঁ অবশ্যই ফরেক্স কে সারাজীবন বা পূর্ণকালীন অথবা প্রফেশন হিসেবে নেয়া যেতে পারে যদি ট্রেডিং সম্পর্কে দক্ষতা থাকে। পেশা হিসেবে ফরেক্স একটা গুরুত্বপূর্ন মাধ্যম। যে কেউই চাইলে এটাকে পেশা হিসেবে গ্রহন করতে পারে। ফরেক্স একটি স্বাধীন ব্যবসা, এখানে কারো উপর নির্ভর করতে হয় না, কারো কাছে জবাবদিহী করতে হয়না। অনলাইন জগতে ফরেক্স বর্তমানে জনপ্রিয় একটা ব্যবসা। ফরেক্সে এর পরিধী দিন দিন ব্যপকভাবে সম্প্রসারিত হচ্ছে। ফরেক্স অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক ব্যবাসা, বিধায় যে কেউই এখানে ব্যবসা করতে পারে। ব্যবসা, চাকুরি বা অন্য যে কোন পেশার লোক এখানে কাজ করতে পারে। আমিও ফরেক্সকে বর্তমানে পার্টটাইম হিসেবে করছি, যদি ভালো দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারি তাহলে ফরেক্সকে আমার প্রধান পেশা হিসেবে নিতে চাই। ফরে্ক্স পেশা হিসেবে নিলে অনেক ভালো করা সম্ভব, কেননা তাতে করে দিনের পুরোটা সময় এখানে দেয়া যায় এবং ফুল কনসেন্ট্রেশন দেয়া যায়।
rakib.r
2021-08-10, 04:30 PM
ফরেক্সকে পূর্ন সময়ের ব্যাবসা হিসেবে নেয়া যেতে পারে যদি কিনা আপনি একজন প্রফেশনাল হন । একজন প্রফেশনাল ট্রেডার তার নিজের অভিজ্ঞতা আর দক্ষতা দিয়ে যখন একটা ট্রেড নিবে তখন সেটার সফলতার চান্স টা অনেক পরিমানে বেড়ে যায় । কিন্তু একজন নতুন কিংবা সার্ভাইব করতে পারা ট্রেডার যদি ফরেক্সের উপর নির্ভর হয়ে থাকে তবে সে লস কাটিয়ে নাও উঠতে পারে। তাই আমি বলবো যে আমাদের উচিত সবার আগে আমাদের দক্ষ হতে হবে তারপর সব সময়ের জন্য ভাবতে হবে
samun
2021-10-30, 04:46 PM
ভাই সর্বপ্রথম যদি আমরা জানতে পারতাম যে ফরেক্স মার্কেট কতদিন স্থায়ী তবে এ বিষয়টি বলা যেত তার কারণ ফরেক্স মার্কেট কত দিন টিকে থাকবে এটা কেউই জানেনা অর্থাৎ ফরেক্স মার্কেট যতদিন থাকবে আমি অবশ্যই চেষ্টা করব আমি ফরেক্সের ঠিক ততদিন থাকার যখন ফরেক্স থাকবে না হয়তোবা তখন আমার আর কোন প্রয়োজন হবে না তখন ফরেক্স এর বিকল্প অন্য কিছু আমাকে খুঁজতে হবে তাই ভবিষ্যৎ সম্পর্কে সুনিশ্চিত স্বপ্নদেখা মোটেও ভালো নয়
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.