PDA

View Full Version : সরকার কর্তৃক অনুমোদিত!



Asmin
2021-08-09, 01:09 AM
ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশের নাগরিকদের জন্য অনুমোদনকৃত? অনেকের হতেই বলতে শোনা যায় যে বাংলাদেশ সরকার ফরেক্স ট্রেডিং কে অনুমোদন দেয়নি। এই তথ্যটি কতটুকু সত্যি?
বাংলাদেশ সরকার কি তার নাগরিকদের জন্য ফরেক্স ট্রেডিং কে অনুমোদন দিয়েছে?
যারা নিশ্চিতভাবে তথ্যটি জানেন তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য আশা করছি।

EmonFX
2021-09-05, 07:04 PM
বাংলাদেশ সরকার ফরেক্স ট্রেডিং কে আইনগত বৈধতা না দিলেও অনেকটা নীতিগত বৈধতা দিয়েছেন। সরকার এ ব্যাপারে নমনীয় কারণ এই সেক্টর থেকে সরকারের বিপুল রেমিট্যান্স পরিমাণ অর্জিত হয়ে থাকে। বাংলাদেশ সরকারের ফরেক্স বা বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করায় নিষেধাজ্ঞা নেই, তবে যত্রতত্র ট্রেডিং ও সরাসরি মুদ্রা ক্রয় বিক্রয় করার বিষয়ে নির্দিষ্ট নীতিমালা রয়েছে। বাংলাদেশ সরকারের নীতিমালা অনুসারে বৈদেশিক মুদ্রা সরাসরি বিনিময় করা অবৈধ্য, কেননা এর মাধ্যমে মুদ্রাপাচারের সম্ভাবনা থাকে। যেমন আপনি সরাসরি অন্য কোন দেশের মুদ্রা এয় করতে পারবেন না, বৈদেশিক মুদ্রা এর জন্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হয় এবং লেনদেন করার সময় কোন বাংলাদেশী ও বিদেশী নাগরীকদের জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট দেখিয়ে লেনদেন করতে হয়। যদিও ফরেক্স অনলাইনে বৈদেশিক মুদ্রা কেনা-বেচা করার ব্যবসা হলেও এটা আপনাকে অবশ্যই কোন বাংলাদেশ সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান বা ব্রোকার এর মাধ্যমে করতে হবে, যেমন বিভিন্ন মানি এক্সচেঞ্জ ও ব্যাংক। বাংলাদেশ প্রায় ৩ লক্ষ লোক এই ব্যাবসার সাথে সরাসরি জড়িত এবং বেশ ভাল পরিমান টাকা তার ফরেক্স থেকে আয় করছে। ফরেক্স ব্যবসায় শতভাগ বৈধ্যভাবে করার জন্য আপনার আপনার অ্যাকাউন্টে টাকা বিনিয়োগ ও উত্তোলন করার জন্য কোন সরকার অুনমোদিত বৈদেশিক মুদ্রা বিনিময়করী প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হবে। এই মার্কেটে কেউ স্টক এক্সচেঞ্জ এর মত গ্যাম্বেলিং করতে পারে না।বিশ্বের বড় বড় ব্যাংকগুলোর মাধ্যমে এটা পরিচালিত হয়। সুতরাং, এটাকে কেউ অবৈধ্য ব্যবসাও বলতে পারবে না বরং অনেকটা বৈধ ব্যবসা বলা যেতে পারে।

souravkumarhazra6763
2022-04-04, 07:46 PM
বাংলাদেশ সরকার এখনো ফরেক্স কে অনুমোদন দেই নি,কিন্তু আমি মনে করি বাংলাদেশ এর বেকার সমস্যা প্রকট, তাই বেকার সমস্যা নিরসনের জন্য ফরেক্স কে অনুমোদন দেওয়া উচিত,আর আমি মনে করি বাংলাদেশ এ ফরেক্স খুব তারা তারি অনুমোদন দিয়ে থাকবে,কিন্তু আপনি এখনো এই বিজিনেস করতে পারবেন সমস্যা ছাড়া।

habibi
2022-04-05, 01:17 PM
ফরেক্স বৈধ না অবৈধ তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। ফরেক্সকে আমরা একবারে বৈধ বলতে পারি না আবার অবৈধও বলতে পারিনা। কারন হল ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে সরকার এখনো কোন সুনির্দিষ্ট আইন প্রনয়ন করেনি। একটি এখনো সেই আগের আইন দিয়ে চলছে।
আরেকটি বিষয় সরকার মূলত ভয় পায় যে মানি লন্ডারিং নিয়ে, কারন ফরেক্সের মাধ্যমে লন্ডারিং হওয়ার কিছুটা সুযোগ রয়েছে। তবে আমরা যদি ফরেক্স ট্রেডাররা এই খাত থেকে বেশি আয় করতে পারতাম তাহলে অবশ্যই সরকার এর দিকে সু নজর দিত। ফ্রীলান্সিং এর মত এটাকে সহায়তা করত। তবে আশা করি এমন সুদিন আসবে।