PDA

View Full Version : নতুন ট্রেডারদের ডিপোজিট এর পরিমান।



Asmin
2021-08-09, 01:25 AM
যে সকল বন্ধুরা ফরেক্স ট্রেডিং এর জগতে প্রবেশ করতে যাচ্ছেন সেই সকল নতুন ট্রেডারদের জন্য রইল শুভকামনা।
যারা একদমই নতুন এবং ট্রেড করবার জন্য অ্যাকাউন্ট ওপেন করেছেন তারা ডিপোজিট করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল করলে উপকৃত হতে পারেন।
ডিপোজিট করার পূর্বে ভালো করে তথ্য অনুসন্ধান করে নিতে হবে। কখনো কখনো ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ নতুন ট্রেডারদের ডিপোজিট করার ক্ষেত্রে বোনাস প্রদান করে থাকেন এজন্য নতুন একাউন্টে ডিপোজিট করার পূর্বে এধরনের কোন বোনাস প্রোগ্রাম এর আওতায় ডিপোজিট করলে উপকৃত হবেন।

md mehedi hasan
2021-08-09, 05:39 AM
ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের ডিপোজিট করাই উচিত না।কথা টা নতুন ট্রেডার দের যদি বলি।তাহলে তাদের শুনতে ভালো লাগবে না।এদের কান থাকতেও যেন এরা বধির।কমপক্ষে এক বছর ডেমোতে প্রক্টিস করুন।নিজেকে ফরেক্স মার্কেটে টিকে রাখার জন্য তৈরি করুন।আপনি যদি ফরেক্স মার্কেটে টিকে থাকার মত দক্ষতা অর্জন করতে পারেন তাহলে যদি বিশ ডলার ডিপোজিট করেন তা থেকে নিয়মিতভাবে প্রফিট করতে পারবেন।আর যদি ফরেক্স মার্কেটে আপনার কোন দক্ষতা না থাকে তাহলে একশ ডলার ডিপোজিট করে এর সাথে একশ ডলার বোনাস নিয়ে কোন লাভ নেই।দিন শেষে পরাজয় আপনার হবেই।

Starship
2021-08-09, 09:10 AM
ইন্সটাফরেক্সে যেকোনো পরিমানে ডিপোজিট করার মাধ্যমে আপনি ট্রেড করতে পারেন। সেট ১ ডলার থেকে শুরু করে ১০০০ ডলার কিংবা তার অধিক। তবে আমরা ডিপোজিট করলে যে প্রফিট করতে পারব এমনটা নয়। প্রফিট করার জন্য মূলত প্রয়োজন অভিজ্ঞতা এবং দক্ষতা। অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে আমরা যতই ডিপোজিট করি না কেন কোন লাভ হবে না বরং আমরা আর্থিক অবস্থার সম্মুখীন হব। তাই আমার মতে ডিপোজিট করার পূর্বে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কে নিশ্চিত হয়ে ডিপোজিট করুন তাহলেই আপনি একসময় সফল ট্রেডার হওয়া সম্ভব।

EmonFX
2021-08-09, 04:29 PM
নতুন ট্রেডারদের শুরুতে সর্বোচ্চ ১০০ ডলার ডিপোজিট নিয়ে ট্রেডিং শুরু করা উচিত। ফরেক্স মার্কেটে অবশ্যই ভাল অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপরে ডিপোজিট করা উচিত। ফরেক্স মার্কেটে শুরুতে ১০০ ডলার ডিপোজিট মানে পর্যাপ্ত ডিপোজিট। ১০০ ডলার ডলার দিয়ে ট্রেড করে পর্যাপ্ত উপার্জন করা সম্ভব যদি আপনি ফরেক্স ট্রেডিং সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করে এবং দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স ট্রেডিং করতে পারেন। আমি মনে করি আপনি ১০০ ডলার বিনিয়োগ করে দৈনিক ৫ ডলার আয় করার চিন্তা করেন তাহলে সেটা খুব কঠিন নয়।

আপনাকে কিছু অর্জন করতে হলে একটা লক্ষ্য নির্ধারন করে নেয় উচিৎ। তাহলে আপনার কর্মপন্থা সেটাকে ঘিরেই আবর্তিত হবে। তেমনি ফরেক্সেও আপনি কতো বিনিয়োগ করে কতো আয় করতে চান তা নির্ধারন করে নেয়া উচিৎ। আপনি যদি ১০০ ডলার বিনিয়োগ করেন তাহলে আমি মনে করি দৈনিক ৫ ডলার আয় করার লক্ষ্যমাত্রা সেট করে নিতে পারেন। আমি মনে করি দৈনিক ৫ ডলার ইনকাম করতে চাইলে খুব বেশি বেগ পেতে হবে না। কিন্ত যখন এর বেশি আয় করতে চাইবেন তখন আপনার ভিতর লোভ চলে আসবে। তবে প্রতিটা ট্রেড ওপেন করার আগে আপনাকে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এবং সঠিক মানি ম্যানেজমেন্ট করে ট্রেড নিতে হবে। তাহলেই আপনি ফরেক্স থেকে ভালো কিছু করতে পারবেন এবং পর্যাপ্ত উপার্জন করতে পারবেন।

Sakib42
2021-08-09, 07:57 PM
যেহেতু সে একজন নতুন শ্রেডার সুতরাং তার উচিত কিছুটা চিন্তা ভাবনা করে তারপরে ডিপোজিট করার। অভিজ্ঞ যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে বেশি ডিপোজিট করা মানায় কিন্তু আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার এমন ডিপোজিট করা উচিত যেটি ক্ষতির সম্মুখীন হলেও আপনি তা রিকভার করতে পারবেন বা আপনার টিকে থাকা নষ্ট হয়ে যাবে না। নতুন ট্রেডারদের উচিত প্রথমে তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত অনুশীলন করা তারপর মোটা অংকের ডিপোজিট করা। সর্বপ্রথম উচিত ডেমো অ্যাকাউন্ট এ প্র্যাকটিস করার পরে অল্প অল্প লটে রিয়াল ট্রেডিং করা।

Devdas
2021-08-16, 09:09 PM
নতুন ট্রেডারদের ডিপোজিট এর ক্ষেত্রে আমার মতে বিভিন্ন প্রকার বোনাস এর অফার করে থাকেন ইন্সটাফরেক্স এ। আপনি চাইলে নিজের অর্থ না দিয়ে ফরেক্স মার্কেট থেকে বোনাস গ্রহন করে নিজের একাউন্ট এ রিয়েল ইনভেস্ট করে আয় করুন। এছাড়া আপনার যদি এখানে লস ও হয় তাহলে আপনার তেমন কোন খারাপ লাবগে না। এতে আপনার অনেকটা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন হবে যখন আপনি আপনার পরিশ্রমের টাকা ইনভেস্ট করে যখন আয় করবেন তখন আপনি অনেকটা আনন্দিত হবেন আর যদি লস হয় তখন আপনার অনেকটা খারাপ লাগবে।