View Full Version : আগে নিজে এনালাইসিস করুন।পরে দক্ষ ট্রেডারের এনালাইসিস এর সাথে কম্পেয়ার করুন।
md mehedi hasan
2021-08-09, 05:34 AM
ফরেক্স মার্কেটে আপনি নিয়মিতভাবে সাপ্তাহিক এনালাইসিস করুন।যদিও আপনি তেমন ভালো এনালাইসিস না পারেন তারপর ও এনালাইসিস করতে থাকুন।ফরেক্স মার্কেটে অনেক দক্ষতা সম্পন্ন ট্রেডার আছে যারা নিয়মিতভাবে সাপ্তাহিক এনালাইসিস করে সেগুলোর সাথে আপনার করা এনালাইসিস গুলো মিলিয়ে নিন।আপনার এনালাইসিস এ কোথায় ভুল হচ্ছে সেগুলো ঠিক করে নিন।আর সেই অনুযায়ী ট্রেড করুন সফলতা পাবেন খুব তারাতারি ।ইনশাল্লাহ ।।
Sakib42
2021-08-09, 11:40 PM
নিজের কতটুকু দক্ষতা রয়েছে সেই বিষয়ে জানার জন্য অবশ্যই এটি একটি ভালো পন্থা আর আপনাকে ধন্যবাদ এমন একটি বিষয়বস্তুকে আমাদের মাঝে তুলে দেওয়ার জন্য। আমরা অনেকেই ভালো মার্কেট এনালাইসিস করতে পারে কিন্তু আমরা কখনো তা অভিজ্ঞদের সাথে বা বড় বড় ট্রেডার এর সাথে মিলিয়ে দেখি নাই যে আসলে তাদের সাথে আমাদের কতটুকু মিল রয়েছে যদিও মিলিয়ে দেখা যেত এবং সঠিক হতো আমাদের সাথে তাদের মার্কেট এনালাইসিস তখন আমরা নিশ্চিন্তে এন্ট্রি নিতে পারতাম এবং আমাদের মধ্যে অনেকটা বেশি আত্মবিশ্বাস থাকতো যে হয়তো এই থেকে আমরা প্রফিট করতে পারব। আমাদের কখনোই আরেকজনের উপর নির্ভরশীল হয়ে এন্ট্রি করা উচিত না তাই নিজেকে সেই ভাবে প্রস্তুত করা উচিত নিজের মার্কেট এনালাইসিস নিজের করে অভিজ্ঞদের সাথে মিলিয়ে নিলে দেখা যাবে যে আসলে আপনি কতটুকু শিখতে পেরেছেন আবার অনেক সময় এমন হয় আপনার শিক্ষা আপনার মেধা অভিজ্ঞ তাদের থেকে বেশি ভালো ফলাফল বয়ে আনতে পারে তাই নিজেকে পরীক্ষা করার জন্য অবশ্যই ভালো দের সাথে কিছুটা তুলনা করুন এবং দেখুন আপনি কতটুকু জানেন কিংবা তারা কতটুকু জানে।
EmonFX
2021-08-10, 05:42 AM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে কখনোই অন্যের এনালাইসিস এর উপরে ভিত্তি করে ট্রেনিং করা ঠিক না। তবে যদি নিজের এনালাইসিস এবং অন্য কোনো ট্রেডারের এনালাইসিস মার্কেট সম্পর্কে একই ধারণা প্রকাশ করে তাহলেই কেবল সেটাকে গুরুত্ব দেয়া যেতে পারে। অনেকেই মুখিয়ে থাকেন অন্য কারো সিগন্যাল বা এনালাইসিস এর আশায়, সেটা দিয়ে ট্রেড করে প্রফিট অর্জন করার চেষ্টা করে। আমি মনে করি সেটা নিজের প্রতিভাকে ধ্বংস করারই নামান্তর। আর তাছাড়া ফরেক্স মার্কেটে এমন কোন এনালিস্ট নেই যে শতভাগ নিশ্চিত করে বলতে পারে ভবিষ্যৎ মার্কেট কেমন হতে পারে। ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে হয়তো কিছুটা ধারণা দিতে পারে।
অন্যের এনালাইসিস বা সিগন্যালের উপরে নির্ভর না করে নিজেই নিজের প্রতিভাকে বিকশিত করুন এবং নিজের ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করার চেষ্টা করুন তাতে করে দেখা যাবে আপনি নিজেই একসময় ভালো ট্রেডিং সিগনাল তৈরি তৈরি করতে পারছেন যেটা দিয়ে আপনি ট্রেডিং করে খুব ভালো উপার্জন করতে পারছেন। এবং আপনি নিজেই একদিন একজন ভালো দক্ষ ট্রেডারে পরিণত পারবেন।
Starship
2021-08-10, 10:06 AM
নিজের কৌশল তৈরি করার জন্য নিজের মেধা দিয়ে যাচাই করার জন্য তা অপরের বা দক্ষ ট্রেডারের কৌশলের সাথে তুলনা বা কন্পেয়ার করলে তা যাচাই করা যায়৷ কি পরিমাণ নিখুত কৌশল আপনি করতে পারেন তা থেকে আপনি যাচাই করার একটি মাধ্যমে হিসেবে বেছে নিতে পারেন। বিশেষ করে আমি যে কৌশল অনুসরণ করি সেটা হল নিউ রিলিজ হওয়ার পর ওপেন দেখে ট্রেড করি। নিউজের উপর মার্কেট মুভমেন্ট পর্যাপ্ত নির্ভর করে। অভিজ্ঞতা ট্রেডারগণ এই বিষয়টা মাথায় রেখে ট্রেড করে থাকেন। আমাদের প্রত্যেকের উচিত যত ভালো মার্কেট এনালাইসিস করতে পারবো ততই আমাদের ট্রেড থেকে প্রফিট অর্জিত হবে।
samun
2021-10-30, 04:48 PM
আসলে ভাই আপনি ঠিকই বলেছেন আমাদের প্রতিটা ট্রেডারের উচিত একে অপরের সাথে কম্পেয়ার না করে বরং নিজে আরো কিভাবে বেশি বেশি দক্ষতা অর্জন করা যায় জ্ঞান অর্জন করা যায় সে বিষয়ে লক্ষ্য রাখা আসলে দক্ষতার কোন শেষ নেই এজন্য ফরেক্স মার্কেটে সর্বদাই অন্যের সাথে কম্পেয়ার না করে নিজেকে কত দ্রুত আপডেট করা যায় সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.