PDA

View Full Version : ফরেক্স মার্কেটে থেকে যে দক্ষতা অর্জন করেছেন তা অন্যের সাথে শেয়ার করুন।



md mehedi hasan
2021-08-10, 06:02 AM
আমি প্রায়ই দেখি।ফরেক্স মার্কেটে একজন ট্রেডার অন্য আরেক জন ট্রেডার কে সহযোগিতা করতে চায়।তবে সবাই এক রকম না।তবে আমাদের উচিত আমরা ফরেক্স মার্কেটে থেকে যে দক্ষতা অর্জন করতে পেরেছি।তা নতুন হক পুরাতুন হক সকলের মাঝে শেয়ার করা।এতে করে একজনের কাছ থেকে অন্যজন সহজে শিখতে পারবে।আমরা যদি একটি ভালো ট্রেড এন্ট্রি নিই।আর সেটা যদি আমরা শেয়ার করি।তাহলে সবার একটি আইডিয়া চলে আসবে।কিন্তু আমরা তা করিনা।আমরা নিরবে লস খেতে পছন্দ করি।আপনাকে নিয়ে যতো সমালোচনা হবে আপনি ততো শিখতে পারবেন।আসুন আমরা লাইভ ট্রেডিং নিয়ে আলোচনা অংশে একটি পোষ্ট তৈরি করি যেখানে আমরা আমাদের লাইভ ট্রেড ও সাপ্তাহিক ট্রেড রেকর্ড ও এনালাইসিস করি।
আমি একটি পোস্ট এর নাম দিয়েছি।

লাইভ ট্রেড ও সাপ্তাহিক ট্রেড রেকর্ড এবং এনালাইসিস।
আপনারা চাইলে এখানে আপনাদের
লাইভ ট্রেড ও সাপ্তাহিক ট্রেড রেকর্ড এবং এনালাইসিস গুলো দিতে পারেন।
একটা কথা মাথায় রাখবেন যে মানুষ ভুল করতে শিক্ষা লাভ করে।

rakib.r
2021-08-10, 04:03 PM
কোন মানুষ ই একবারে কিছু শিখতে পারে না আবার কেও একবারে পার্ফেক্ট হতে পারে না। আমরা প্রতি দিন যা করছি সে সব গুলোই আসলে আমাদের মধ্যে অভিজ্ঞতা হিসেবে যোগ হচ্ছে। কেও লস করছে আবার কেও আবার লাভের দেখা পাইতেছে। দুই জনেই অভিজ্ঞতা অর্জন করতেছে। অভিজ্ঞতা কখনোই ফেলনা যায় না আর জ্ঞ্যান যত বিলানো হয় তত ই বৃদ্ধি পায়। তাই আমি মনে করি নিজের অভিজ্ঞতা ভুল এগুলো সবার সাথে শেয়ার করা দরকার তাহলে সেই ভুল/অভিজ্ঞতা থেকে আরো অনেকেই শিখতে পারবে সাবধান হতে পারবে

Starship
2021-08-10, 09:19 PM
আমি সবসময় চেষ্টা করি নিজে যা জ্ঞান অর্জন করে তা অপরের মাঝে শেয়ার করার জন্য। এতে করে যেমন আমার নিজের জ্ঞান চর্চা হচ্ছে তেমনি আমার দ্বারা অপরের সামান্য হলেও উপকার হচ্ছে। জ্ঞান শেয়ার করলে কখনো ঘাটতি হয় না বরং তা আরো বৃদ্ধি পায়। ফরেক্সে এই মন মানসিকতা প্রত্যেকের হওয়া উচিত বিশেষ করে যেসকল অভিজ্ঞতা সম্পন্ন করেছেন তাদের। এতে করে forex-forum যেমন অর্থবহ এবং মান সম্মত হবে তেমনি এখান থেকে সকলে জানতে পারবে। যে জ্ঞান অর্জন করার মাধ্যমে ট্রেড করে প্রফিট করা সম্ভব হবে।

Sakib42
2021-08-10, 11:52 PM
নিজের অভিজ্ঞতা বা নিজের মেধা অন্যদের সাথে শেয়ার করলে তা কখনো কমে যায় না বরং আরো চর্চা হয় এবং বিপরীতে একজন মানুষের কাছে সেটি শিক্ষণীয় হয়ে থাকে। আমরা অনেকেই ভাবি যে হয়তো আমাদের ট্রেডিং প্ল্যান বা অভিজ্ঞতা শেয়ার করলে হয়তো আমাদের জন্য তা ক্ষতি হয়ে যাবে কিন্তু আসলে তা নয় আমরা যদি আমাদের অভিজ্ঞতা ও আমাদের ট্রেডিং গল্প সকলের সাথে শেয়ার করি অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে এবং যদি তাদের কোন ভুল থাকে তাহলে শুধরে নেওয়ার সুযোগ তারা পাবে তেমনি ভাবে যদি আমাদেরও কোন ভুল থাকে সেই ভুল ধরিয়ে দিতে তারা অনেক বেশি অবদান রাখবে তাই আমাদের উচিত ফরেক্স সম্পর্কে আমরা যা জানি বা আমাদের সাথে যা ঘটে গিয়েছে তা যেন অন্যদের সাথে না ঘটে তার জন্য নিজেদের গল্পগুলো অন্যদের সাথে শেয়ার করা উচিত। সকলে যদি সকলের মত উপস্থাপন করি তাহলে অবশ্যই একজন হলেও এই বিষয় সর্ম্পকে শিখতে পারবে সুতরাং আমাদের উচিত সকলেই সকলের মতামত উপস্থাপন করা নতুনদের জন্য।

samun
2021-09-13, 10:45 AM
ফরেক্স ফোরামের সব থেকে বড় ভালো বিষয় হলো এখানে যত নতুন ট্রেডার আছে তার 99% ট্রেডার ফোরামের মাধ্যমে ফারেক্স সম্পর্কে জেনে থাকে। যার কারণে ফোরামের গুরুত্ব অত্যাধিক। এখানে সকল অভিজ্ঞ ট্রেডারগণ তাদের বাস্তব অভিজ্ঞতাকে তুলে ধরে থাকে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করে যার ফলে আমরা অনেক উপকৃত হই। তাই আমাদের সকল ট্রেডারের উচিৎ নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে সকলের মাঝে শেয়ার করা। এতে করে আমরা সকলেই ফরেক্স মার্কেটে অভিজ্ঞ হতে পারবো। এবং পাশাপাশি উল্লেখিত বিষয়ের উপর অনেকেই বিভিন্ন মতামত প্রকাশের ফলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপিত হবে।