PDA

View Full Version : সেকেন্ডারী শেয়ার ব্যবসা সহজ মনে হয় লাভ করা কঠিন...



Rassel Vuiya
2021-08-10, 04:48 PM
15021
সেকেন্ডনরী শেয়ার মার্কেট ব্যবসা মেধাহীন লোকের জন্য নয়, কারণ আপনাকে কোম্পানী কয়েক বছরের ইতিহাস জানতে হবে, ইপিএস, এনএভি, সারপ্লাস, কাদের নিকট কত শেয়ার, মাসিক পরিবর্তন হয় কাদের মাঝেহয়, এসবে উপড় দর বাড়া কমা নির্ভর করে, আপনি অভিজ্ঞ ও মেধাবী হলে কোম্পানীর পোর্টফোলিওতে গোগুল থেকে ডুকলেই বুঝে যাবেন !আবার পিই পার রেশিও জানা জরুরী, মার্কেট চলাকালীন কোনটা বাড়বে বুঝার জন্য ২০দেখবেন, ভলিয়াম দেখবেন, হয়ত আজ বাড়েনি, কয়েকদিন যাবৎ কি পরিমান লেন দেন হচ্ছে, আবার মার্কেট প্রাইজ দেখবেন মার্কেট চলাকালীন, বামে কি অবস্থা বায়ার কেমন আছে, সেলার ডানে কেমন আছে, কত থেকে কততে আঝ উঠা নামা করলো শেয়াটা ! আপনার কৌশল জানতে হবে ব্যবসা, আবার মার্কেটের অবস্থা দেখে ধারণা নিতে হবে এখন কোন সময় কোন শেয়ার বাড়বে, আবার ভলিয়াম বিষয়, অনেক ভলিয়াম হচ্ছে বাড়েনা, এক যায়গায় আছে, বুঝবেন যোকোনদিন টান দিয়ে বেড়ে যাবে, টাকার পরিমানও বিষয় কম মুল্যের শেয়ার, বেশি মু্ল্যের শেয়ারের টাকার লেন দেনে পার্থক্য বুঝবেন, ধরেন এখন পান্ডামেন্টাল বাড়বে বুঝাই যায় !
আপনি নিজে না বুঝলে কি কিনলেন, কততে বিক্রি দিবেন এই অন্ধকার কাটঁবেনা, আর আপনি যেহেতু ক্ষুদ্র ব্যবসায়ী কোন সময় অন্যের মুখে শুনে ব্যবসা করতে পারবেন না যদি অতি আপজননহয় ভিন্ন কথা, ক্ষুদ্র ব্যবসায়ীরা বাড়তে দেখলেই সেই আইটেমে পিছনে দৌঁড়ায়ে কিনে,তিন দিনের দিন পড়তে দেখলে আর বিক্রি করে দেয়, মনে করে কত জানি কমবে, আসলে এটা ক্ষুদ্র ব্যবসায়ীদের হাত থেকে শেয়ার নেওয়ার কৌশল বড় ব্যসায়ীদের, দু চারদিন ধরে রাখেন বাড়বে কনফার্ম ! অনেক সময় হঠ্যাৎ বড় ভলিয়াম হয়, প্রথম দিন কখনও ক্ষুদ্র ব্যবসায়ীরা কিনবেন না, কারণ শেয়ার হাত বদল হতে পারে কন্টাকে, তার পরেই দাম কমে যাবে, আপনি ধরা পরে আঁটকে যাবেন দুই এক মাসের জন্য, বড় ভলিয়াম হলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দুই তিন দিন অবজার্ব করার ব্যাপার আছে, ঐসব আইটেম কেনা সঠিক না,কারণ সেগুলি ধর্য্যশীল বড় ব্যবসায়ীরা কিনেছেন, সেই ফাঁকে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ডুকে পড়েছে, মু্ল্য কমায়ে তা বেড় করে নিবেন, আপনি ক্ষুদ্র ব্যবসায়ী ধর্য্য ধরতে পারবেন না !
পরিশেষে বলতে হয় কারো কথায় তার উপড় নির্ভর করে সেকেন্ডারী শেয়ার ব্যবসায় আইসেন না, কারণ এটা কঠিন ব্যবসা, মনে হয় সহজ কিন্তু অত্যন্ত কঠিন, পরিসংখ্যানে বলে ৯৩% ক্ষুদ্র ব্যবসায়ী পুঁজি হাঁড়ান এখানে, ব্যবসা বুঝে আসুন, আর নিজের টাকা নিজে বুঝে ক্রয় বিক্রয় করুন, শেয়ার মার্কেট ১০০% ঝুকিপূর্ণ, এখানে লাখ থেকে কোটিপতি হয়, আবার কোটিপতি ভিক্ষারী হয় ব্যবসা বুঝা না বুঝার কারণে, সবাই চতুর ও কৌশলী হয়ে ব্যবসা করেন, আর লাভ যতক্ষণ ঘরে না নিবেন সেটা আপনার লাভ নয়, বড় ব্যবসায়ী, কোম্পানীর পরিচালক, ইনষ্টিটিউটদের ব্যবসা মনে রাখবে !