PDA

View Full Version : বেস কারেন্সি এবং কোট কারেন্সি মধ্যে যে পার্থক্য সেটি হল স্প্রেড



Starship
2021-08-10, 09:30 PM
ফরেক্স আমরা যখন ট্রেড করি তখন একটু খেয়াল করলে দেখতে পারবেন যে বেস কারেন্সি এবং কোট কারেন্সির মধ্যে দুটি পার্থক্য বিরাজমান হয় সেটিই হলো স্পেড। আমরা যখন কোন ট্রেড ওপেন করি সেই ট্রেডটি যে পার্থক্য থেকে সেই মাইনাস শুরু হয়। যেমন usd/jpy এর বেস কারেন্সি হলো ১১০.৫৬৪ কোট কারেন্সি হলো ১১০.৫৯৪. তারমানে এর পার্থক্য হল ১৯ পিপস। এই ১৯ পিপস হলো স্প্রেড।

EmonFX
2021-08-11, 08:44 AM
ফরেক্সে বেস কারেন্সি এবং কারেন্সি বলতে দুটি কারেন্সির একটি পেয়ার অর্থাৎ কারেন্সি পেয়ারের প্রথম অংশ বেস কারেন্সি এবং দ্বিতীয় অংশ কোট কারেন্সি। এখানে স্প্রেডের কোনো বিষয় নেই। ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন ধরনের কারেন্সি জোড বা পেয়ারে ট্রেড করে থাকি। কারেন্সি পেয়ারের বাম দিকে অর্থাৎ প্রথম যে কারেন্সি থাকে তাকে বেস কারেন্সি এবং ডানদিকে যে কারেন্সি থাকে তাকে কোট কারেন্সি বলে। ধরুন, gbpusd একটি কারেন্সি পেয়ার। তাহলে এখন gbp হলো বেস কারেন্সি এবং usd হলো কোট কারেন্সি। যখন আমরা কোন পেয়ারে বাই করে থাকি তার মানে হল আমরা একই সাথে বেস কারেন্সিটাকে বাই করছি এবং কোট কারেন্সিটাকে সেল করছি। আবার যখন কোন পেয়ারে সেল করে থাকি তখন একই সাথে বেস কারেন্সিটাকে সেল করি এবং কোট কারেন্সিটাকে বাই করে থাকি। ফরেক্সে সবধরনের কারেন্সি পেয়ারের টিপস ভেলু সমান নয়। বিভিন্ন কারেন্সি পেয়ারের ভিন্নতার কারণে একেক ধরনের পেয়ারের পিপস ভেলু একেক রকম হয়ে থাকে।