PDA

View Full Version : সফল ট্রেডার আর বিফল ট্রেডার এর পার্থক্যঃ



BDFOREX TRADER
2021-08-11, 04:28 PM
15033
ফরেক্স প্রতিদিনই কিছু না কিছু শিখার থাকে। তাই বলে Mt4 এ না। নিচে আমি একজন সফল ট্রেডার এবং একজন লোজার ট্রেডার এর পার্থক্য আলোচনা করলাম।
সফল ট্রেডার এবং লোজার ট্রেডারের পার্থক্যঃ
১) একজন সফল ট্রেডার চায় সব সময় ডিরেক্ট মার্কেট এ ট্রেড করতে খুব কম ই মার্কেট মেকার ব্রোকারে ট্রেড করে। এবং ব্রোকারের রেগুলেশন টা ভালভাবে দেখে। আর একজন খারাপ ট্রেডার বেশির ভাগই মার্কেট মেকার ব্রোকারে ট্রেড করে। কারন এখানে ডিপোজিট এং উইথড্র তে চার্জ কাটেনা। ইত্যাদি ইত্যাদি। বিঃদ্রঃ অনেক সফল ট্রেডারগণ অনেক সময় মার্কেট মেকার ব্রোকারেও ট্রেড করে থাকে। বেশির ভাগ সময় পাম বা মাম গুলিতে।
২) একজন সফল ট্রেডার ট্রেডার ১০০% স্ট্রং মানি মেনেজম্যান্ট মেনে ট্রেড করে। আর একজন লোজার ট্রেডার সব সময় রিস্ক মানি মেনেজম্যান্ট এ ট্রেড করে।
৩) একজন সফল ট্রেডার টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এর সমন্বয়ে এন্টি নেয়। আর একজন লোজার ও টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এই ট্রেড করে কিন্তু সর্ট ট্রেড করে রিস্ক মানি মেনেজম্যান্ট এ।
৪) একজন সফল ট্রেডার রিস্ক রেশিও ও মানি মেনেজম্যান্ট মেনে লং ট্রেড বা মিডল ট্রেড করে। আর একজন লোজার স্কালপিং বা মারটিএ্যাংগেল এ ট্রেড করেন।
৫) একজন সফল ট্রেডার মাসে ফিক্সড ট্রেড নেন একাউন্ট এ আর একজন লোজার ট্রেডার ট্রেড নেন সাড়াদিন বা অসংখ্য।
৬) একজন সফল ট্রেডার এর mt4 মাসে ৩০ ঘন্টা থাকার প্রয়োজন পরে সর্বোচ্চ একজন লোজার সাড়াদিন রাত ই থাকে বলা যায়।
৭) একজন সফল ট্রেডার একটা ট্রেড ওপেন করে রিলাক্স এ থাকে আর একজন লোজার ট্রেড ওপন করে মুসলিম হে ইয়া নফসি ইয়া নফসি করে আর হিন্দু হলে ভগবান ভগবান করে।
৮) একজন সফল ট্রেডার যদি ১:২ রেশিও তে ট্রেড ওপেন করে এবং মাসে ১০ টা ট্রেড করে তাহলে তার মাসে এ এনালাইসিস করার এবং বুঝার জন্য একটা ট্রেড এর জন্য তিন ঘন্টার বেশি সময় লাগেনা সে অনুপাতে তার ১০*৩=৩০ ঘন্টা টাইম লাগে মাসে এ। আর লোজার যারা তাদের মনে মনেই জানা।
বিঃদ্রঃ খুব কম ট্রেডার আছে যারা কোন নিয়ম না মেনে সফল
। তবে এক সময় ধরা খাবে।
এটা শুধু ট্রডারদের জন্য not Bank and Institute.