View Full Version : গরীবরাও কী ফরেক্স করতে পারবে যদি তাদের অর্থের সামর্থ না থাকে?
Devdas
2021-08-11, 10:10 PM
আমাদের বাংলাদেশ একটি দরিদ্র দেশ। এই দেশে আগের তুলনায় অভাব থাকলেও অনেকটা কমে গিয়েছে। যারা গরিব কিন্তু মেধা অনেক ভাল। তারা ফরেক্স করতে পারবে। তাহলে যদি তাদের অর্থের সামর্থ্য না থাকে তাহলে তারা কী করে ফরেক্স মার্কেট এ করে আয় করতে পারবেন?
Sakib42
2021-08-11, 10:31 PM
যারা একদম নিম্নশ্রেণির তাদের পক্ষে ফরেক্স করা সম্ভব হয় না কেননা ফরেক্স করার মত যে অর্থের প্রয়োজন তা জোগাড় করা তাদের পক্ষে কষ্টকর হয়ে যায় এছাড়াও যারা গরীব তারা তেমন ফরেক্স সম্পর্কে জানে না যার কারণে ফরেক্স করতে তারা অনেকটা পিছিয়ে রয়েছে। কিন্তু যারা নিম্ন থেকে একটু উচ্চস্তরে আছে তাদের জন্য তেমন কোন সমস্যা হওয়ার কথা না যদি তারা সঠিকভাবে তাদের মেধাকে কাজে লাগিয়ে ফরেক্স করতে পারে। ফরেক্স এ কাজ করার জন্য সর্বপ্রথম মেধার প্রয়োজন হয় ততবেশি ডিপোজিট এর প্রয়োজন হয় না কেননা আমরা জানি যে কোন পরিমাণ 1 ডলার আমরা ডিপোজিট করতে পারব এছাড়াও 10 ডলার দিয়েও আয় করা সম্ভব যদি সঠিক মার্কেট এনালাইসিস নিউজ বুঝে শুনে কাজ করা যায়। যাদের একদমই সামর্থ্য নেই তারা যদি চায় তাহলে ফোরাম এর মাধ্যমে ফরেক্স করে অর্থ উপার্জন করতে পারে এতে করে তাদের বাড়তি কোন ডিপোজিট চিন্তা থাকে না বা ক্ষতি হয়ে গেলেও তেমন কোন হতাশা কাজ করে না।
Starship
2021-08-11, 11:36 PM
ফরেক্স কোন জাতি ভেদে বা ধনী গরীব অন্য কোন জাতিগত ভাবে করার কোন বাধ্যবাধকতা নেই এখানে যে কেউ ফরেক্স করতে পারেন। আমার মতে ফরেক্স ফোরাম এর মাধ্যমে ফরেক্স করার ফলে তুলনামূলক নিম্নবিত্ত যদি মনোযোগ সহকারে পরে সময় দিয়ে অভিজ্ঞ হতে পারেন তাহলে ফরেক্স থেকে তিনি পর্যাপ্ত লাভবান হয়ে আর্থিকভাবে সচ্ছল ও তা ফিরিয়ে আনতে পারেন। আমার মতে এই সুযোগ প্রত্যেকেরই কাজে লাগানো উচিত। এজন্য ইনস্টা ফরেক্স ব্রোকার কে কৃতজ্ঞতা জানাতে হয় যে আমাদের মত সাধারণ ট্রেডারদের ফরেক্সে ট্রেড করার সুযোগ প্রদানের জন্য।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.