PDA

View Full Version : চীনে গাড়ি বিক্রি কমেছে টেসলার



kohit
2021-08-12, 11:12 AM
চীনে গত মাসে গাড়ি বিক্রি কমেছে টেসলার। মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি আগের মাসের তুলনায় ৭০ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটি ঐতিহ্যগত ও বৈদ্যুতিক দুই খাতেই তাদের শীর্ষস্থান হারাচ্ছে। খবর সিএনএন বিজনেস।

দ্য চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে চীনে টেসলার গাড়ি বিক্রির পরিমাণ ৮ হাজার ৬২১ ইউনিটে নেমে এসেছে, জুনের তুলনায় যা ৭০ শতাংশ কম।

অন্যদিকে জুলাইয়ে চীনের সাংহাইয়ের টেসলা প্লান্টে উৎপাদিত গাড়ির সরবরাহ ২৪ হাজার ৩৪৭ ইউনিটে পৌঁছেছে, জুনে যার পরিমাণ ছিল ৫ হাজার ১৭ ইউনিট। এর অর্থ, চীনে উৎপাদিত টেসলার মোট বিক্রয় সামগ্রিকভাবে ১ শতাংশেরও কম হ্রাস পেয়েছে।

সমালোচকরা বলছেন, চীনা ভোক্তাদের কাছে গাড়ি বিক্রির এই হ্রাস দেশটিতে ক্রমবর্ধমান সমস্যাগুলোর আরেকটি প্রতিচ্ছবি। টেসলা চীনে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা পাশাপাশি সাংহাইয়ে নির্মিত সব গাড়ির প্রত্যাহারসহ খারাপ প্রচারের সঙ্গে লড়াই করছে।

চলতি বছর সাংহাইয়ের এক অটো শোতে নিম্নমানের কারণে ভোক্তাদের ক্ষোভের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এছাড়া বিভিন্ন বিষয়ে চীনাদের নিরাপত্তার খাতিরে চীনা নিয়ন্ত্রকদের বিভিন্ন বাধার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির অন্যতম সমালোচক ও গবেষক গর্ডন জনসন বলেন, জুলাইয়ে চীনে বিক্রি হওয়া মোট বৈদ্যুতিক গাড়ির মাত্র ৩ দশমিক ৯ শতাংশ ছিল টেসলার, যেখানে জুনে এর পরিমাণ ছিল ১২ দশমিক ৬ শতাংশ।

বণিক বার্তা