PDA

View Full Version : ফরেক্স মার্কেটের স্মার্ট মানি ও স্ট্রিট মানি



SumonIslam
2021-08-12, 02:43 PM
ফরেক্স মার্কেটে মূলত দুই ধরনের ট্রেডাররা ট্রেড করছেন, বিনিয়োগ করছেন, আয়-রোজগার করছেন। সেই ট্রেডারাদের দুটো দরন হলো ০১: স্মার্ট মানি ট্রেডার ও ০২: স্ট্রিট মানি ট্রেডার
স্মার্ট মানি হচ্ছে বিশ্বের বড় বড় ঐসব সুপার ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক..... ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলো, যারা এই মার্কেটে মূল বিনিয়োগকারী,তারা এই মার্কেটের পরিচালক, নিয়ন্ত্রক এবং প্রফিটেবল। এজন্য স্মার্ট মানিকে বিগ প্লেয়ার বলা হয়, যারা সারা বছরই বিনিয়োগ করছেন এবং নিয়মিত প্রফিটেবল হচ্ছেন।
অপরদিকে স্ট্রীট মানি হচ্ছে আমাদের মত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অতি সামান্য মাত্র কয়েক ডলার নিয়ে যারা এই মার্কেটে ব্যবসা করছেন, যাদের অধিকাংশই মাস শেষে লুজার, বছর শেষে লুজার, অবশেষে ৯৫% লুজার লিস্টেই থাকেন স্ট্রীট মানির ট্রেডার, আমার মত ক্ষুদ্রাতিক্ষুদ্ , অদক্ষ, অযোগ্য ট্রেডার, তাদের ট্রেডে বারবার ভুল এন্ট্রি করেন, লস করেন, একাউন্টের ব্যালেন্স ০০ করে ফেলেন.... আর সেই সব লসগুলোই বড় বড় স্মার্ট মানি বা বিগ প্লেয়ার প্রফিট হিসাবে পকেটে ভরে নিচ্ছেন এই ভাবে ফরেক্স মার্কেটে একদিকে স্মার্ট মানি বা বিগ প্লেয়ার ৫% নিয়মিত প্রফিটেবল ট্রেড করছেন আর অন্যদিকে আমরা স্ট্রীট মানি বা রিটেইল ট্রেডার সারা বছরই নিয়মিত ৯৫% লস ট্রেড করছি এটাই হলো ফরেক্স ব্যবসার আসল চেহারা
15042

BDFOREX TRADER
2021-09-05, 04:43 PM
ফরেক্স হল foreign Exchange। যার জন্য বৈদেশিক বিনিময় হার (Rate of foreign Exchange) নিধারন করতে হয়। সাধারনত এক দেশের মূদ্রা অন্য দেশে ব্যবহার করা যায়না। আবার এক দেশের মূদ্রার মানের সাথে অন্য দেশের মূদ্রার মান সমান হয়না। তাই ব্যবসায়িক প্রয়োজনে এক দেশের মূদ্রাকে অন্য দেশের মূদ্রায় রূপান্তর করতে হয়। বিনিময় হার হলো এক দেশের মূদ্রা দ্বারা অন্য দেশের যে পরিমান মূদ্রা ক্রয় করা যায়। যেমন ১ মার্কিন ডলার সমান হচ্ছে ৮৫ টাকা। অর্থাৎ যে পণ্যটি ডলারে ক্রয় করতে ১ ডলার খরচ হবে, সেই পণ্যটি টাকার বিনিময়ে ক্রয় করতে ৮৫ টাকা লাগবে।
একটি মূদ্রার মান নির্ভর করে আন্তর্জাতিক বাজারে ঐ মূদ্রার চাহিদা ও যোগানের উপর।
যদি, আমাদের দেশের আমদানি বৃদ্ধি পায় তবে আমাদের এলসি করতে হয়, এলসি করার জন্য আমাদের ডলার ক্রয় করতে হয় বা ডলারের চাহিদা বৃদ্ধি পায়। এতে করে টাকার বিপরীতে ডলারে মূল্য বৃদ্ধি পায়।আবার যদি আমরা আমদানির চেয়ে রপ্তানি বেশি করি তাহলে আমাদের কাছে ডলারের মুজুদ বেশি থাকবে, এতে করে আমাদের টাকার বিপরীতে ডলারের মূল্য হ্রাস পাবে।
15262

EmonFX
2021-09-05, 07:20 PM
ফরেক্স মার্কেটে স্মার্ট মানি ট্রেডার এবং স্ট্রীট মানি বা রিটেইল ট্রেডারদের টেকনিক, দক্ষতা, অভিজ্ঞতা এবং ক্যাপিটাল এর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আসলে আপনার আমার মত রিটেইল ট্রেডারদের সেন্টিমেন্ট নিয়ে খেলাই স্মার্ট মানিদের কাজ। আপনি যতই ট্যাকনিকাল আর ফান্ডামেন্টাল নিয়ে পারদর্শী হোন না কেনো, দিনশেষে মাথায় রাখতে হবে এই মার্কেটে আপনার পরিচয় আপনি একজন Retail ট্রেডার। আর তারা স্মার্ট মানি ট্রেডার।

রিটেইলদের সমস্ত সিস্টেমই তারা প্রতিনিয়ত আপডেট রাখে। সেটা যেই সিস্টেমই হোক না কেন। কেউ ২ টা মুভিং এভারেজ ক্রস সিস্টেম নিয়ে ১০ বছর+ প্রফিট করে যাচ্ছে। আবার কেউ সরাসরি ব্যাংক সিগনাল বা সিস্টেম নিয়েও লুজার। আর আরেকটি বাস্তব সত্য হলো তারা কখনোই তাদের পজিশন বা ট্যাকনিক ফ্লাশ করবে না। সুতরাং একথা বুঝে নেয়ার সুযোগ নেই যে,আমরা স্মার্ট মানিদের সব সিক্রেট জেনে বা বুঝে গেছি।

এজন্য আমাদের রিটেইলদের এই মার্কেটে টিকে থাকার সবচেয়ে বড় ফোকাসের বিষয় হলো-
১। ট্রেডিং ডিসিপ্লিন
২। রিস্ক রেশিও
এর বাইরে বাদ বাকি সব বিষয় জেনে রাখা ট্রেডিং এর ক্ষেত্রে সহায়ক। কিন্তু লং টাইম এই মার্কেটে আপনাকে থাকতে হলে ঐ ২টার বিকল্প নেই। আর স্মার্ট মানি জানে আপনি যতই সবজান্তা হোন না কেন! কোন একটা টাইমে এই ২টা ব্রেক করে বিগ লস আপনি করবেনই। একটা ব্রোকারও সেম জিনিস গুলো চিন্তা করে ট্রেডারদের বিশাল বিশাল লেভারেজ নেয়ার ব্যাবস্থা করে দেয়। অল্প পুজিতে ট্রেডিং করার সুবিধা করে দেয়।তারাও জানে অধিক লেভারেজ আর অল্প ব্যালেন্স এর ফলে ট্রেডাররা এই ২টা জায়গায় মিসিং করবেই।এবং তারা পকেট পুড়ে নিবে।

সুতরাং প্রত্যাকেই নিজের সিস্টেম বা স্ট্র*্যাটেজী ফিল্টারিং করার চেয়ে নিজের মাইন্ড সেটাপ এবং রিস্ক রেশিও ফিল্টারিং এর ব্যপারে বেশি গুরুত্ব দেয়া উচিত- যেটা হতে পারে আমাদের মত রিটেইলারদের এই মার্কেটে টিকে থাকার জন্য অনেক বড় প্রতিরোধক।

md mehedi hasan
2022-03-06, 06:32 PM
ফরেক্স মার্কেটে স্মার্ট মানি ট্রেডাররা বিশাল বিশাল এমাউন্ট ফরেক্স মার্কেটে ইনভেস্ট করে মার্কেটের গতির কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে নেয়।এই নিয়ন্ত্রণ এর মাঝে হাজার হাজার রিটেইলার ট্রেডার এর এন্ট্রি ক্লজ করে দেয় এবং সমুদয় অর্থ নিজের পকেটে তুলে নেয়।স্মার্ট মানি ট্রেডারদের কাছে থেকে বাচার জন্য আমাদের দক্ষতা অর্জন করতে হবে এবং মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করতে হবে।