View Full Version : কখনো নিজের সম্পূর্ণ অর্থ দিয়ে ঝুঁকি নেবেন না
EmonFX
2021-08-14, 02:53 PM
রিস্ক কীভাবে ম্যানেজ করতে হবে তা জানুন। আপনার ডিপোজিট হচ্ছে আপনার চালিকাশক্তি, আর আপনি যদি তা হারান, তাহলে আপনি ব্যাবসা থেকে বের হয়ে যাবেন। এজন্য পরিস্থিতি যাই হোক না কেন আপনার কখনো নিজের ডিপোজিটের ৫% এরবেশী ঝুঁকি নেয়া উচিত নয়। প্রত্যেক ট্রেড নেয়ার আগে নিজের মানি ম্যানেজমেন্ট রেশিও অথবা রিস্ক/রিওয়ার্ড রেশিওর কথা সবসময় মনে রাখবেন। কোন ট্রেডে যদি ১০০ পিপ মুভের সম্ভাবনা থাকে আর আপনি যদি তাতে ৩০ পিপ স্টপ দিয়ে প্রারম্ভ করে থাকেন, তাহলে মানি ম্যানেজমেন্ট রেশিও হচ্ছে ১০০/৩০ অথবা ৩.৩ থেকে ১ পজিটিভ। মানি ম্যানেজমেন্ট রেশিও যতোবেশী হবে আপনি ততোভালো করবেন। সবাই লাসের সম্মুখীন হয়, এটা হবেই। এমনকি ৫০% সফলতার হার দিয়ে এবং সঠিক মানি ম্যানেজমেন্ট রেশিওর মাধ্যমে আপনার অ্যাকাউন্টকে বাড়াতে
পারে।
Starship
2021-08-14, 08:33 PM
একদম ঠিক বলেছেন আমরা ভুল সেই সময় করি যখন নিজের সম্পূর্ণ ব্যালেন্স দিয়ে ঝুঁকি নিয়ে ট্রেড করি। আর এ ঝুঁকি তখনই নেয় আমরা যখন আমাদের লোভকে নিয়ন্ত্রণ করতে না পারি, অতিরিক্ত লোভ বাসা বাঁধে তখনই এই ভুলটা করে বসি। তাই ভুলেও নিজের সম্পূর্ণ ব্যালেন্স দিয়ে ঝুঁকি নিতে যাবেন না। প্রফিট করুন সময় নিয়ে অল্প অল্প করে, একবারে বেশি প্রফিট করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের ব্যালেন্স টিকিয়ে রাখা যায় না। এমন ভুল আমি তো পূর্বে নিজেও করেছি। তাই এই ভুল সংশোধন করতে না পারলে ফরেক্স টিকে থাকা যাবে না।
Sakib42
2021-08-14, 10:26 PM
আমরা সঠিকভাবে আমাদের কৌশল কে কাজে লাগিয়ে কাজ করি না, শুধু মনে করি যে হয়তো বেশি ডিপোজিট করলে বেশি অর্থ উপার্জন করতে পারব কিন্তু কখনই এমনটা হবে না প্রফিট করার জন্য অবশ্যই আপনার ভালো ব্যালেন্স প্রয়োজন কিন্তু তাই বলে যদি আপনি একদম সবকিছু ডিপোজিট করে দেন তখন আপনার ভবিষ্যৎ টা অনেকটা অনিশ্চয়তায় কেটে যেতে পারে। কেননা আপনি সঠিকভাবে জানলেন না বা 100% নিশ্চিত নন যে আপনি আপনার সকল ডিপোজিট দিয়ে প্রফিট করতে পারবেন। আপনি যত বড়ই ট্রেডার হয়ে থাকেন না কেন আপনার উচিত অল্প ডিপোজিট করে তা দিয়ে কিছু প্রফিট অর্জন করা বা এমন প্রফিট অর্জন করা যেতে থেকে লস হলেও তেমন কোনো সমস্যার সৃষ্টি হবে না আপনার জীবনে। সব সময় চেষ্টা করবেন কিছু সঞ্চয় করে সঠিক কৌশল অবলম্বন করে ট্রেড করার জন্য।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.