View Full Version : টেক প্রফিট ও স্টপ লস যে কারণে আমরা ব্যবহার করে থাকি
Starship
2021-08-14, 11:40 PM
আমরা যখন ট্রেড ওপেন করি তখন নির্দিষ্ট টার্গেট নিয়ে ট্রেড ওপেন করে থাকি। আর উক্ত প্রাইসে মার্কেট হিট করলে অটোমেটিক ভাবে ট্রেড ক্লোজ হওয়ার প্রক্রিয়াই হইল টেক প্রফিট। অনুরূপভাবে নির্দিষ্ট পরিমাণ লস স্বীকার করে ট্রেড সেট করি এবং উক্ত প্রাইজে মার্কেট হিট করলে অটোমেটিক ভাবে ক্লোজ হওয়ার প্রক্রিয়া হল স্টপ লস।
EmonFX
2021-08-15, 08:37 AM
স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করার প্রথম প্রধান কারণ হলো মানি ম্যানেজমেন্ট তথা রিস্ক রেওয়ার্ড মেনটেন করে মূলধনকে রক্ষা করা এবং নিয়মিত মূলধন গ্রো করা। আমি এখন পর্যন্ত যতবার ব্যালেন্স জিরো করেছি ততোবারই এর মূলে ছিল স্টপ লস ব্যবহার না করা। আপনার মতোই স্টপ লস ছাড়া ট্রেড ওপেন করার পরে দেখা যায় মার্কেট আমার বিপরীত দিকে যেতে থাকে। তখন অপেক্ষা করতে থাকি মার্কেট ব্যাক করার জন্য। কিন্তু মার্কেট তার নিজ গতিতে চলতে থাকে এবং এক সময় ব্যালেন্স জিরো হয়ে ট্রেড ক্লোজ হয়ে যায়। এরকমটা আমার সাথে একবার দুবার নয় কয়েকবার ঘটেছে। তবে আমি এর মাধ্যমে শিক্ষা পেয়েছি চরমভাবে যেটা আমাকে এরপর থেকে স্টপ লস ব্যবহার করতে উদ্বুদ্ধ করছে। সেই থেকে আমি স্টপ লস দিয়ে ট্রেড করি। দেখা যায় লস হলেও সেটা খুব সামান্য পরিমাণে হয় যেটা পরবর্তীতে রিকভার করা সম্ভব। তাই আমি মনে করি আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটি ট্রেড ওপেন করার সময় স্টপ লস দিয়ে ট্রেড ওপেন করা উচিত। *তাতে করে আপনার কিছুটা লস হলেও ব্যালেন্স জিরো হওয়ার সুযোগ নেই। আর ব্যালেন্স সুরক্ষিত থাকলে আপনি পরবর্তীতে ট্রেড করে ছোটখাটো লস রিকভার করতে পারবেন। কিন্তু ব্যালেন্স জিরো করে ফেললে আর রিকভার করার সুযোগ হারাবেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.