PDA

View Full Version : এই মাসে আপনি কয়টি পেয়ার এ ট্রেড করেছেন?



Devdas
2021-08-16, 06:42 PM
এই মাসে আমি মোট ৪টি পেয়ার এ ৬টি ট্রেড করেছি। আমি এই মাসে euro/usd, aud/usd, gbp/usd, jpy/usd পেয়ার এ ০.৫ লটে ট্রেড করেছি। এতে এই মাসে আমার মোট ৫টি পেয়ার এ প্রফিট করেছি মোট ৯ ডলার এর মত। বর্তমানে চলতি আছে ৩টি পেয়ার। আপনারা কয়টি পেয়ার এ ট্রেড করেছেন এবং প্রফিট কেমন হয়েছে শেয়ার করুন।

Sakib42
2021-08-16, 09:02 PM
এই মাসে আমি একটি পেয়ারেও ট্রেডিং করি নাই। বলতে গেলে আমি কোন মাসে কোন কারেন্সি পেয়ার এ ট্রেডিং করি না। কেননা আমি সঠিকভাবে কারেন্সি পেয়ারের উপর এনালাইসিস করতে পারিনা। আর ব্যক্তিগতভাবে কোন কারেন্সি পেয়ার এ আমার ট্রেডিং করতে ইচ্ছা করে না। আমি সবচেয়ে ভালো এনালাইসিস করতে পারি গোল্ড এর উপর এবং সিলভার এর উপর তার জন্য সব সময় আমি এই দুইটি মেটাল এর উপর ট্রেডিং করে থাকি। আমার ফরেক্স থেকে যে অর্থ উপার্জন হয় তার সকল অর্থই আসে গোল্ডে ট্রেডিং করে অথবা সিলভারের ট্রেডিং করে।

EmonFX
2021-08-17, 11:36 AM
আমি সাধারণত মেজর কারেন্সি পেয়ার গুলোতে ট্রেড করে থাকি। সব সময়ের মতো এ মাসেও আমি eurusd, gbpusd, gbpjpy, usdjpy, audusd, gbpaud, gbpnzd ইত্যাদি কারেন্সি পেয়ারে ট্রেড করেছি। আমরা অনেকে শুরুতেই বেশি প্রফিট করার আশায় মেজর কারেন্সি বাদ দিয়ে বিভিন্ন ধরনের মেটাল, যেমন- গোল্ড, সিলভার অথবা অয়েলে ট্রেড নিয়ে বসি। আর এটাই অতি দ্রুত ব্যালেন্স হারানোর এবং মার্কেট থেকে ছিটকে পড়ার মূল কারণ। বিশেষ করে নভিস ট্রেডাররা এই কাজগুলো করে থাকেন। ফরেক্স ট্রেডিং এর শুরুতে মেজর কারেন্সি, যেমন- eurusd, usdeur, gpbusd, usdjpy ইত্যাদি কারেন্সিতে ট্রেড করা উচিত। এসব কারেন্সিতে ট্রেড করলে আপনি প্রফিট কম করলেও বড় ধরনের লস করার সম্ভাবনা খুবই কম থাকে। হাই ভলাটাইল কারেন্সিতে ট্রেড করার জন্য অনেক অভিজ্ঞতা এবং মূলধনের দরকার রয়েছে। কমপক্ষে 2/3 বছরের ট্রেডিং অভিজ্ঞতা ছাড়া এসব হাই ভোলাটাইল পেয়ারে ট্রেড করা উচিত নয়।

md mehedi hasan
2021-08-17, 12:48 PM
আমি কয়েক মাস ধরে ইউরোইউএসডি ও জিবিপি ইউএসডি পিয়ারে লং ও শর্ট ট্রেড করি।আর অস্ট্রেলিয়াইউএসড ও ইউএসডি কেনাডা ও জাপানিইউএসডি পিয়ারে লং ট্রেড করি।তবে ভাবছি যে সামনের মাসে আমি দুটি পিয়ারে ট্রেড করবো।বেশি পিয়ারে ট্রেড করলে তেমন প্রফিট করা যায় না।

samun
2021-08-17, 03:46 PM
এই মাসে আমি তিনটি পেয়ারে ট্রেড করেছি আমি সব সময় নির্বাচিত তিনটি পেয়ারে ট্রেড করে থাকি এবং এই তিনটি পেয়ার আমি খুব বেশি পছন্দ করি এমনকি এই তিনটি প্লেয়ার থেকে ফরেক্সে আমি ইনকাম করেছি পেয়ার তিনটি হলো জিবিপিইউএসডি ইউরো ইউএসডি ইউরও জেপিওয়াই এই তিনটি পেয়ারে আমি ট্রেড করে স্বাচ্ছন্দ্যবোধ করি এবং এখানে খুব সহজে সুন্দর ভাবে এনালাইসিস করে ট্রেড করে আয় করা যায় বলে আমি মনে করি চলতি মাসে আমি জিবিপিইউএসডি তে 30 সেন্ড এ ট্রেড করেছি

Starship
2021-08-17, 10:41 PM
এই মাসে আমি পাঁচটি পেয়ারে ট্রেড করেছি। এগুলো হলো eur/usd, gbp/usd, গোল্ড, সিলভার ও ক্রুড অয়েল। আমরা সবাই জানি যে গোল্ড এবং ক্রুড অয়েল তুলনামূলকভাবে বেশি মুভমেন্ট করে থাকে এখানে অল্প ব্যালেন্স দিয়ে ট্রেড করাটা অনেকটা রিস্ক। আমি সেই রিক্স নিতে গিয়ে নিজের ব্যালেন্স জিরো করে ফেলেছি। তবে আমার মতে বেশি রিস্ক না নিয়ে ট্রেড করাটাই বুদ্ধিমানের কাজ। আমরা বিভিন্ন কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করলেই যথেষ্ট প্রফিট করতে পারব। তাই পেয়ার সিলেকশন সঠিক থাকতে হবে।

Mas26
2021-08-17, 11:22 PM
আমি ফরেক্স মার্কেটে সাধারণত অনেকগুলো পেয়ারা ট্রেড করি কিন্তু আমি এই মাসে তিন থেকে চারটি পেয়ারে ট্রেড করেছি। তার ভিতরে একটি হচ্ছে eur usd, gold, gbp usd, bitcoin oil ইত্যাদি।