PDA

View Full Version : আপনি কতদিন ডেমো প্রাকটিস করে তারপর রিয়েল একাউন্ট খোলে ট্রেড করে প্রফিট করছেন?



Devdas
2021-08-16, 09:41 PM
অনেক ট্রেডার এর কাছ থেকে শুনেছি যে কেউ ৬ মাস প্রাকটিস করে রিয়েল একাউন্ট এ ট্রেড করে প্রফিট করেছেন। আবার কেউবা ১ বছর বা ২ বছর ডেমো প্রাকটিস করে রিয়েল একাউন্ট খোলে তারপর ট্রেড করে প্রফিট করেছেন। আমি মোট দেড় বছর ডেমো প্রাকটিস করে তারপর রিয়েল একাউন্ট খোলে প্রথম অবস্থায় লস করে তারপর প্রফিট করেছি। আপনার অবস্থা কেমন ছিল শেয়ার করুন।:)

Starship
2021-08-16, 09:54 PM
এটা নির্ভর করে একেকজনের মেধা এবং ট্রেড শেখার আগ্রহ ও ইচ্ছা শক্তির উপর। আপনার যদি ট্রেড শেখার মাধ্যমে প্রফিট করার একান্ত ইচ্ছা থাকে তাহলে আপনি মনোযোগ সহকারে ডেমো অ্যাকাউন্ট অনুসরণ করার মাধ্যমে প্রফিট করতে পারেন। আমি চার মাস অনুশীলন করার পর রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করে প্রফিট করতে পেরেছি। তবে সেই সময় যথেষ্ট নয় প্রতিনিয়ত আমি ডেমো একাউন্টে অনুশীলন করার মাধ্যমে নতুন নতুন কৌশল অনুশীলন করছি। আমি জানি যত বেশি আমি ডেমো একাউন্টে অনুশীলন করবে তত বেশি ট্রেড করে সফলতা পাব।

Sakib42
2021-08-16, 10:25 PM
ফরেক্স সম্পর্কে শিখতে আমার প্রায় মোটামুটি তিন মাস সময় অতিবাহিত হয়ে গিয়েছে। প্রথমত আমি ফরেক্সে যখন নতুন আসি তখন সবকিছু সম্পর্কে আমার অজানা ছিল এরপর আমি ফোরামের সাথে যুক্ত হয় এবং বিস্তারিত জানতে পারি আস্তে আস্তে। এরপর সকল তথ্য আয়ত্তে এনে আমি প্রায় দুইমাস ডেমো একাউন্টে আমার প্র্যাকটিস চালিয়ে চাই এবং এর পরেই আমি রিয়াল চ্যাটিং করতে শুরু করে দেই। দেখতে দেখতে প্রায় আড়াই বছর সময় চলে গিয়েছে ফরেক্স এবং ফোরামের সাথে কাজ করতে করতে। আমি আমার অ্যাকাউন্ট খোলার প্রায় চার থেকে পাঁচ মাস পর যেয়ে প্রথম প্রফিট করতে সক্ষম হই।

Mas26
2021-08-16, 11:36 PM
আপনার যদি ট্রেড শেখার মাধ্যমে প্রফিট করার একান্ত ইচ্ছা থাকে তাহলে আপনি মনোযোগ সহকারে ডেমো অ্যাকাউন্ট অনুসরণ করার মাধ্যমে প্রফিট করতে পারেন।
কিন্তু আমি ডেমো না করার কারণে আজকে বুঝতে পারছি যে আসলে এর ভয়াবহতা কতটুকু। যদি আমি ডেমোতে প্র্যাটটিস করতাম তাহলে হয়তো বা আমার এসমস্যা হতো না।

EmonFX
2021-08-17, 11:24 AM
আমি ফরেক্স ট্রেডিং এর শুরুতে 6 মাস ডেমো প্লাটফর্মে অনুশীলন করেছি এবং বর্তমানেও রিয়েল ট্রেডিং এর পাশাপাশি ডেমো ট্রেডিং কন্টিনিউ করে যাচ্ছি। ফরেক্সে সফল হতে হলে প্রচুর ডেমো প্রাকটিস করতে হবে। ডেমো অনুশীলন ছাড়া আপনি কখনোই দক্ষ ট্রেডার হবে পারবেন না এবং লাভ করতে পারবেন না। যতো বেশি ডেমো প্রাকটিস করবেন আপনি ততো দক্ষ হবেন এবং সফল হবেন। একজন নতুন ট্রেডারকে অবশ্যই কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করা উচিৎ, তারপরে রিয়েল ট্রেডে আসা উচিৎ। ডেমোতে আপনি যতাটা দক্ষ হবেন রিয়েলে ততো ভালো করবেন।

রিয়েল ট্রেডিংয়ে পদার্পনের পূর্বে ডেমো অনুশীলনের মাধ্যমে আপনি মার্কেটের ক্যারেক্টার সম্পর্কে একটা ক্লিয়ার ধারনা পাবেন। কখন মার্কেট আপ হতে পারে আবার ডাউন হতে পারে, কতো লটে ট্রেড করা ভালো, কোন পেয়ারের মার্কেট কখেন খোলা থাকে, কখন ট্রেড করা লাভজনক এসবের সবকিছুই আপনি ডেমো ট্রেডের মাধ্যমে জানতে পারবেন। তাই বলা যায় রিয়েল ট্রেডে যাওয়ার আগে ডেমো ট্রেডের বিকল্প নেই। ফরেক্স সফলতার জন্য অবশ্যই প্রচুর ডেমো ট্রেডিং করতে হবে।

samun
2021-08-17, 11:31 AM
ফরেক্স মার্কেটে ডেমো ট্রেডিং এর প্রায় 6 মাস থেকে 1 বছর এর মত আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করি কারন আমি পূর্বেই জেনেছি ফরেক্স মার্কেট খুব একটা সহজ কাজ নয় এখানে কাজ করতে হলে অবশ্যই দক্ষতা এবং অভিজ্ঞতার দ্বারা কাজ করতে হবে না হলে এখানে টিকে থাকা সম্ভব নয় পরে আমি টিকে থাকার জন্যই প্রায় এক বছরের মতো ডেমো ট্রেডিং এ সময় দিয়েছে এতে করে বর্তমানে আমার ট্রেডিং ক্ষমতা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে এবং খুব সুন্দর ভাবে আমি ফরেক্সকে মেইনটেনেন্স করার চেষ্টা করি এবং তাতে কিছুটা সফলতা অর্জন করতে পেরেছে তাই আমি মনে করি প্রতিটা নতুন ট্রেডারের অবশ্যই প্রাথমিকপর্যায়ে 6 মাস থেকে 1 বছর প্রচুর পরিমাণে ডেমো ট্রেডিং করা উচিত

md mehedi hasan
2021-08-17, 12:54 PM
আমি ফরেক্স মার্কেটে এক মাসের কিছু বেশি ডেমো প্রাক্টিস করেছি।এরপর অতি লোভে অতি উৎসাহে রিয়েল একাউন্ট খুলে ৫০ ডলার ডিপোজিট করে ট্রেড করি।দুই সপ্তাহ ফরেক্স মার্কেটে টিকে ছিলাম।এরপর কিছুদিন যাওয়ার পর ফোরাম থেকে বোনাস নিয়ে ট্রেড করি।আর প্রথম মাসে ৫০ ডলার উত্তোলন করি।এর পরের গল্প আপনাদের মত।প্রতি মাসে বোনাস নিচ্ছে আর একাউন্ট্ লস করছি।