PDA

View Full Version : টেসলার ‘স্বচালিত’ গাড়ি নিয়ে তদন্তে নেমেছে মার্কিন কর্তৃপক্ষ



BDFOREX TRADER
2021-08-17, 05:44 PM
http://forex-bangla.com/customavatars/1369914635.jpg
টেসলার তৈরি স্বচালিত গাড়ির ‘অটোপাইলট সিস্টেম’ নিয়ে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনিস্ট্রেশ (এনএইচটিএসএ)’। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত টেসলার স্বচালিত গাড়ির ১১টি দুর্ঘটনার সূত্র ধরে এই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এই তদন্তের আওতায় পড়বে ২০১৪ সালের পর বাজারে আসা টেসলার প্রায় সাত লাখ ৬৫ হাজার গাড়ি । মডেল ওয়াই, মডেল এক্স, মডেল এস এবং মডেল ৩-সহ বাজারে থাকা টেসলার সবগুলো মডেলই তদন্তের আওতায় পড়বে বলে জানিয়েছে এনএইচটিএসএ। বিবিসি জানিয়েছে, একাধিক দুর্ঘটনার পর রাস্তায় থেমে থাকা যানবাহনের ক্ষেত্রে টেসলার অটোপাইলট সিস্টেমের প্রতিক্রিয়া ও কার্যক্ষমতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আর ওই বিষয় নিয়েই তদন্তে নেমেছে এনএইচটিএসএ। তদন্তের আওতাধীন ১১টি দুর্ঘটনার মধ্যে একাধিক ঘটনা রয়েছে যেখানে রাস্তার পাশে থেমে থাকা পুলিশের গাড়ি বা অন্য কোনো দুর্ঘটনায় সাড়া দিতে আসা ফায়ার সার্ভিসের গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিয়েছে টেসলার স্বচালিত গাড়ি।
এই প্রসঙ্গে এনএইচটিএসএ বলছে, অটোপাইলট ব্যবহারের সময় “যে প্রযুক্তি ব্যবহার করে চালকের সক্রিয়তা নিশ্চিত করা হয় এবং চালনা প্রক্রিয়ায় সহযোগিতা করা হয়”, সেটিই হবে প্রাথমিক তদন্তের বিষয়। যে ১১ দুর্ঘটনার সূত্র ধরে তদন্তের শুরু তার প্রতিটির ক্ষেত্রে দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে অটোপাইলট বা ‘ট্রাফিক অ্যাওয়ার ক্রুজ কন্ট্রোল সিস্টেম’ চালু ছিলো বলে জানিয়েছে সংস্থাটি।চালককে সহায়তা করার জন্য নির্মিত ওই প্রযুক্তি স্বক্রিয়ভাবে গাড়ি নিয়ন্ত্রণ, গতি বাড়ানো বা কমানো এবং প্রয়োজনে ব্রেক করতে সক্ষম। তবে ওই প্রযুক্তি নিয়েও বিতর্ক আছে। বিবিসি বলছে, চালকের অনুপস্থিতিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালনা করে না এই প্রযুক্তি। গাড়ির নিয়ন্ত্রণে চালকের মনোযোগ রাখতে হয় সবসময়।টেসলা ওই প্রযুক্তি বাজারজাত করেছে ‘অটোপাইলট’ হিসেবে এবং প্রতিশ্রুতি দিয়েছে ‘সম্পূর্ণ স্বচালিত’ গাড়ির। চালকদের অনেকে টেসলার ওই প্রযুক্তির অপব্যবহার করেছেন বলেও অভিযোগ আছে -- জানিয়েছে বিবিসি। চালকের আসনে বসে মোবাইল ফোনে মনোযোগ দেওয়া, চলমান গাড়ির চালকের আসন ছেড়ে অন্য আসনে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

DhakaFX
2021-08-22, 04:53 PM
15118
‘স্বচালিত’ গাড়ির চালকের সহায়ক অটোপাইলট সিস্টেম নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে টেসলা। টেসলার অটোপাইলট সিস্টেমের প্রতিক্রিয়া ও কার্যক্ষমতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। টেসলা ওই প্রযুক্তির গাড়ি বাজারজাত করেছে ‘সম্পূর্ণ স্বচালিত’ বলে। টেসলার দাবি ও বাস্তব ঘটনার মধ্যে সামঞ্জস্য না থাকায়, স্বচালিত গাড়ির ‘অটোপাইলট সিস্টেম’ নিয়ে সম্প্রতি তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনিস্ট্রেশ (এনএইচটিএসএ)। এআই ডে-তে স্বচালিত গাড়ির প্রযুক্তি নিয়ে সাম্প্রতিক সমালোচনার কোনো প্রতিক্রিয়া জানাননি মাস্ক। তবে, বর্তমানে যেভাবে গাড়িতে ক্যামেরা ও কম্পিউটার ব্যবহার করা হয়, তার থেকে টেসলার প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থাসহ ‘সম্পূর্ণ স্বচালিত’ গাড়ি নির্মাণ সম্ভব বলে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন তিনি। অগাস্টের তৃতীয় সপ্তাহে টেসলার অটোপাইলট সিস্টেম নিয়ে তদন্তে নামার ঘোষণা দেয় এনএইচটিএসএ। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত টেসলার স্বচালিত গাড়ির ১১টি দুর্ঘটনার সূত্র ধরে ওই তদন্ত শুরু করেছে সংস্থাটি।
এর মধ্যে টেসলার ‘সম্পূর্ণ স্বচালিত’ দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের ফেয়ার ট্রেড কমিশন (এফটিসি)-কে তদন্তে নামার আহ্বান জানান দুই মার্কিন সিনেটরও। অন্যদিকে, এআই ডে-তে নিজস্ব ‘ডোজো’ কম্পিউটারের জন্য নতুন চিপ উন্মোচন করেছে টেসলা। স্বনিয়ন্ত্রিত ড্রাইভিং সিস্টেম নির্মাণে সাহায্য করবে ডোজো। উচ্চ গতি সম্পন্ন কম্পিউটারটিও ২০২২ সাল নাগাদ চালু হবে বলে জানান মাস্ক। বছরখানেকের মধ্যে টেসলা ‘সাইবারট্রাক’-এর জন্য নতুন কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে আসবে বলে জানিয়েছেন মাস্ক। জুলাই মাসে সাইবারট্রাকের বাজারজাতকরণ পিছিয়ে দেয় টেসলা। কবে নাগাদ বহুল আলোচিত পিক-আপ ট্রাকটি বাজারে ছাড়া হবে, সেই বিষয়টি চেপে গেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

SumonIslam
2021-08-31, 01:10 PM
http://forex-bangla.com/customavatars/2011377509.jpg
ফের দুর্ঘটনায় টেসলা, আবারও পুলিশের গাড়িতে ধাক্কা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে বসেছে ২০১৯ সালের টেসলা মডেল ৩। চালকের দাবি, অটোপাইলটে চলছিলো গাড়িটি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওরল্যান্ডোতে ঘটেছে দুর্ঘটনাটি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, এ নিয়ে এখনও তদন্ত শেষ হয়নি। আদৌ টেসলা অটোপাইলটের কারণে ঘটনাটি ঘটেছে কি না তা-ও জানা যায়নি। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল (এফএইচপি) -এর এক বিবৃতি অনুসারে, দুর্ঘটনার সময় ওরল্যান্ডো ইন্টারস্টেট ৪ মহাসড়কের পাশে বিকল হয়ে পড়েছিলো একটি মার্সেইডিজ জিএলকে ৩৫০ গাড়ি। ওই গাড়ির চালককে সহযোগিতা করার জন্য বাইরে বের হয়েছিলেন এক হাইওয়ে ট্রুপার। ঠিক ওই সময়েই তার ‘২০১৮ ডজ চার্জার’ গাড়িতে ধাক্কা দিয়ে বসে টেসলা মডেল ৩। টেসলার সামনের ডান পাশের অংশটি আঘাত হানে পুলিশের গাড়ির ডান পাশের অংশে। ক্ষতিগ্রস্থ হয়েছে বিকল হয়ে যাওয়া মার্সেইডিজ এসইউভিটিও। পুলিশ দুর্ঘটনার ব্যাপারে টেসলা এবং যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক অ্যান্ড সেফটি অ্যাডমিনিস্ট্রেশ ’ –কে অবহিত করেছে বলে জানিয়েছে সিএনবিসি। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি টেসলা। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির ‘উন্নত চালনা সহায়তা প্রক্রিয়া’ নিয়ে ফেডারেল তদন্ত চলছে বর্তমানে। ঠিক এরকম একটি সময়ে এলো নতুন দুর্ঘটনার খবর।
‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক অ্যান্ড সেফটি অ্যাডমিনিস্ট্রেশ ’ কিছুদিন আগেই টেসলার অটোপাইলট ফিচার নিয়ে তদন্ত শুরু করেছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে টেসলার ‘স্বচালিত’ গাড়ির ধাক্কা দেওয়ার প্রথম ঘটনাও নয় এটি। বেশ কয়েকটি সংঘর্ষের সময় টেসলার ‘অটোপাইলট’ সিস্টেম ব্যবহৃত হচ্ছিল, এমনটা জানার পরই ওই তদন্তে হাত দিয়েছে সংস্থাটি। গত কয়েক বছরে টেসলা দুর্ঘটনায় আহত হয়েছেন ১৭ জন, মারা গেছেন একজন। অন্যদিকে, টেসলার অটোপাইলট ও পরিপূর্ণ স্ব-চালনা সক্ষমতার দাবি তদন্ত করে দেখতে ফেডারেল ট্রেড কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল এবং এড মার্কি । বর্তমানে নিজেদের নতুন মডেলের সব গাড়িতে ‘অটোপাইলট’ ফিচারটি দিচ্ছে টেসলা। এটি বাদেও ‘ফুল সেলফ-ড্রাইভিং’ (এফএসডি) নামে ‘প্রিমিয়াম ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম’ বিক্রি করছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে এফএসডি -এর এককালীন দাম পড়ে দশ হাজার ডলার, আবার চাইলে প্রতি মাসে ১৯৯ ডলারের বিনিময়েও এর সাবস্ক্রিপশন নেওয়ার সুযোগ রয়েছে। অটোপাইলট এবং এফএসডি – দুটোতেই চালককে হুইলের পেছনে সতর্ক থাকতে হয়। এর কোনোটিই এখনও টেসলা গাড়িকে প্রকৃত অর্থে স্বচালিত করে তোলেনি।

BDFOREX TRADER
2021-09-21, 05:54 PM
কথিত ‘ফুল সেলফ-ড্রাইভিং (এফএসডি)’ বা ‘সম্পূর্ণ স্বনির্ভর ড্রাইভিং’ প্রযুক্তির আরও বিস্তৃত বাজারজাতকরণের আগে টেসলাকে ওই প্রযুক্তির মৌলিক নিরাপত্তা জটিলতাগুলো সমাধান করতে বলেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড (এনটিএসবি)। ফএসডি সফটওয়্যারের নতুন একটি আপডেটের প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। সফটওয়্যারটি প্রাথমিকভাবে হাইওয়েতে ব্যবহারের জন্য নির্মাণ করা হলেও, বলা হচ্ছে, নতুন আপডেট শহরের মধ্যে অটোপাইলট প্রযুক্তি ব্যবহারের জন্য প্রস্তুত করবে টেসলার গাড়িগুলোকে। তবে টেসলার ব্যাপারে হোমেন্ডির মনোভাব ইতিবাচক নয় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ। বিশেষ করে “ফুল সেলফ-ড্রাইভিং” কথাটির ব্যবহার নিয়ে আপত্তি আছে তার। এর ব্যবহার “বিভ্রান্তিকর এবং দায়িত্বজ্ঞানশূন য” বলে মন্তব্য করেছেন হোমেন্ডি। “টেসলা পরিষ্কারভাবে অসংখ্য মানুষকে বিভ্রান্ত করে প্রযুক্তির ভুল ব্যবহারে উদ্বুদ্ধ করেছে”--মন্তব্য করেন তিনি। অন্যদিকে, এনটিএসবির হাতে তদন্তের ভিত্তিতে পরামর্শ দেওয়া বাদে কোনো বিচারিক ক্ষমতা না থাকায়, কেবল কড়া ভাষায় পরামর্শ দিয়েই ক্ষান্ত দিতে হচ্ছে মার্কিন সংস্থাটিকে।
http://forex-bangla.com/customavatars/193489212.jpg