PDA

View Full Version : কিভাবে ডেমো অ্যাকাউন্ট কে রিয়েল অ্যাকাউন্টের মতো গড়ে তুলতে পারি?



EmonFX
2021-08-18, 11:54 AM
√ বড় এমাউন্টের ডেমো একাউন্ট না খুলে যথাসম্ভব ছোট একাউন্ট খুলি। সে ক্ষেত্রে সবথেকে ভালো হয় ১০০ ডলার দিয়ে ডেমো একাউন্ট খোলা।
√ প্রতিদিন নিজের একাউন্ট পর্যালোচনা করি।
√ নিজের ভালো কাজের জন্য নিজেকে পুরস্কৃত করি।
√ খারাপ ট্রেড করার জন্য নিজেকে শাস্তি দেই।
√ সম্পূর্ণভাবে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি।
√ অভিজ্ঞ ট্রেডারদের সাথে আপনার একাউন্টে পারফরম্যান্স শেয়ার করতে পারেন।
√ সব সময় মনের মধ্যে এই ভাবনাটা গেঁথে নিতে হবে যে এটা আমার ডেমো অ্যাকাউন্ট নয় বরং রিয়েল অ্যাকাউন্ট।

md mehedi hasan
2021-08-18, 12:08 PM
ফরেক্স মার্কেটে ডেমো একাউন্টে এর গুরুত্ব অনেক।কিন্তু আমরা ডেমো একাউন্ট এর সুবিধা লোভের কারনে আমরা নিতে পারি না।কারন ডেমো একাউন্টে একটু লাভ হলে রিয়েল একাউন্ট খুলে ট্রেড করি আর লস করি।তবে আপনি একটি ডেমো একাউন্টে পাচশত ডলার নিয়ে একটি নির্দিষ্ট স্ট্রেজি ও সঠিক ভাবে মানিমেনেজমেন্ট করে এক বছর ট্রেড করবেন।যদি আপনি নিয়মিতভাবে প্রফিট করেন।তাহলে রিয়েল এ যাওয়ার চিন্তা করবেন।আর যদি লস করেন তাহলে বুঝবেন আপনাকে আরো ডেমো একাউন্টে প্রাক্টিস করতে হবে।

Starship
2021-08-18, 03:27 PM
ডেমো অ্যাকাউন্টকে আমি রিয়েল অ্যাকাউন্ট এর মত গড়ে তুলতে আমি অনুশীলন করি। আমার ব্যালেন্স যে অনুপাতে থাকে সেই অনুযায়ী ডেমো অ্যাকাউন্ট ব্যালেন্স নিয়ে থাকি এমাউন্টটা হলো ১০০ ডলারের মত। এতে করে রিয়েল অ্যাকাউন্ট এর মতো মানি ম্যানেজমেন্ট ফলো করার মাধ্যমে সঠিকভাবে ট্রেড অনুশীলন করা যায়। অপরপক্ষে আমি যদি ১০০০ ডলার নিয়ে ডেমো একাউন্টে অনুশীলন করি তাহলে এতে সঠিকভাবে অনুশীলন হবে না। নিজের কৌশল গুলো উক্ত কৌশল অনুসারে যাচাই করার একটা সুযোগ থাকে। তাই আমি বলবো ডেমো একাউন্টে গুরুত্বের সাথে ও রিয়েল একাউন্টের সাথে মিল রেখে অনুশীলন করুন।

samun
2021-08-18, 03:59 PM
সত্যি কথা বলতে আমি প্রতিবার একই ভুল করে থাকি কারণ আমি যখন ট্রিট করি তখন আমার মাথায় পূর্ববর্তী সকল ভুলগুলো যেন কোন কাজই করেনা শুধুমাত্র একটি টার্গেট থাকে কিভাবে আয় করব আসলে আমার এই মনোভাবের কারনেই আজ হয়তো আমার এই করুণ পরিণতি তাই আমি মনে করি সর্বপ্রথম আমার নিজের মনকে চেঞ্জ করে তারপরে ফরেক্স মার্কেটে কাজ করতে আসা ফরেক্স মার্কেটে আমি যতবারই লস করেছি তা অধিকাংশই লোভের ফাঁদে পা দিয়ে আমি লস করেছি তাই আমি এখনও প্রচুর পরিমাণে ডেমো ট্রেডিং করি এবং উল্টাপাল্টা ট্রেডিংয়ের থেকে বিরত থাকার চেষ্টা করছি