View Full Version : ডোমো একাউন্ট এ না রিয়েল সেন্ট একাউন্টে নিজেকে প্রস্তুত করুন।
md mehedi hasan
2021-08-18, 12:03 PM
আমি জানি আমার এই থ্রেডটি আপনারা নেগেটিভ ভাবে নিবেন।কারন আমি ডেমো একাউন্টে প্রাক্টিস করতে বারন করছি।ভাই আমি আপনাদের বলছি।আপনার একবার ভেবে দেখুন তো আপনারা কতদিন ডেমো প্রাক্টিস করেছেন।আর ডেমোতে যা শিখেছেন রিয়েলে তার চেয়ে শতগুণ বেশি শিখেছেন কিনা।আমরা ডেমোতে এক বছরে যা শিখি রিয়েল একাউন্ট এ এক মাসে তা শিখি।এ জন্যই আমি বলবো আপনারা রিয়েল সেন্ট একাউন্ট করে সর্বনিম্ন ভলিয়ম দিয়ে ট্রেড করুন।তাহলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।
Sakib42
2021-08-19, 12:49 AM
এমন কোন জায়গায় উল্লেখ করা নাই যে আপনি একসাথে রিয়েল প্লাস ডেমো একাউন্ট চালিয়ে যেতে পারবেন না। ফরেক্স সম্পর্কে যাবতীয় জ্ঞান আহরণ করার জন্য ডেমো অ্যাকাউন্ট বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে আপনি যদি রিয়েল ট্রেডিং এ আসতে চান এর জন্য অবশ্যই আপনাকে ডেমো একাউন্ট এর প্র্যাকটিস করতে হবে। আপনি কখনোই চাইবেন না আপনার ডিপোজিট কৃত অর্থ শুধু শুধু হারিয়ে যায় তাহলে কেন অর্থ দিয়ে রিয়েল ট্রেডিং আসবেন। রিয়েল ট্রেডিং কোন শেখার জায়গা না শেখার জায়গা হচ্ছে ডেমো ট্রেডিং আপনি নিজেকে ডেমো ট্রেডিং এ অভিজ্ঞ করে তুলবেন সেই শিক্ষা আপনাকে রিয়েল ট্রেডিং এর কাজে দিবে সুতরাং কেন শুধু শুধু রিস্ক নিয়ে রিয়াল ট্রেডিং এ নিজেকে যাচাই বাছাই করবেন। ডেমো অ্যাকাউন্ট আপনাকে প্রস্তুত করে দিবে রিয়াল ট্রেডিংএ ভালো কিছু করার জন্য।
samun
2021-12-13, 12:51 PM
আসলে সাধারনত নতুন ট্রেডার গান যদি রিয়েল ট্রেডিং এর চলে আসে তাহলে তারা খুব বেশিক্ষণ টিকে থাকতে পারবে না এ জন্যই মূলত কোম্পানী কর্তৃক একাউন্টের বিশেষ ব্যবস্থা করেছে যাতে করে ট্রেডিং এর ক্ষেত্রে নতুন ট্রেডার বিশেষ ভাবে ট্রেডিং দক্ষতাকে বৃদ্ধি করতে পারে তাই আমি মনে করি প্রত্যেকটা ট্রেডারের উচিত ফরেক্স মার্কেটে কমপক্ষে 6 মাস থেকে 1 বছরের ট্রেডিং করে তারপর রিয়েল ট্রেডিং আসা এবং রিয়েল ট্রেডিং এর পাশাপাশি সর্বদাই পরিচর্যা করা
kohit
2021-12-14, 01:32 PM
যদি আপনি কম ডিপোজিট নিয়ে ট্রেড করতে চান সেক্ষেত্রে আপনি ইন্সটাফরেক্সের সেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন এবং অনেক ট্রেড ওপেন করতে পারেন। আপনি যদি ডেমোতে অনুশীলনের পরে লাইভ ট্রেডিং এ আগ্রহী হন তখন আপনি সেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। কারন সেন্ট অ্যাকাউন্টে ০.০০০১ লটে ট্রেড করা যায়। আর নতুনদের বেশিরভাগ লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি যদি লসও করেন সেক্ষেত্রে লসের পরিমানও কম হবে। এতে নতুন ট্রেডাররা বাজারের সাথে পরিচিত হতে পারেন এবং অভিজ্ঞারা তাদের ট্রেডিং সিস্টেমটি সঠিকভাবে কাজ করে কিনা তা দেখতে পারেন।
আপনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে সেন্ট অ্যাকাউন্টের অর্ডার সেন্ট কার্যকর করা হয় এবং সকল ডিপোজিট সেন্টে দেখানো হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার অ্যাকাউন্টে ৫০ ডলার ডিপোজিট করেন করেন তবে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে ৫০x১০০ = ৫০০০ মার্কিন সেন্ট প্রদর্শিত হবে। আপনি মেটাট্রেডার (বা আপনার পছন্দের অন্য কোনও ট্রেডিং প্ল্যাটফর্মের সাথে কাজ করতে সক্ষম হবেন, তবে আমি ব্যক্তিগতভাবে ইন্সটাফরেক্সের সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করি তাই আমি এটির বিষয়ে কথা বলব) এবং এর শর্তগুলি একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের মতোই। মূল পার্থক্য হল ডিপোজিট এর যোগফল এখানে সেন্ট আকারে প্রদর্শিত হয়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.