View Full Version : স্টপ লস সেট করা ছাড়া ট্রেড করা মানে হলো ব্রেক ছাড়া গাড়ি ন্যায়
Starship
2021-08-19, 11:44 PM
আমরা যেমন ব্রেক ছাড়া গাড়ি পরিচালনা করতে নিরাপদ নয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। ঠিক তেমনি ফরেক্সে স্টপ লস ছাড়া ট্রেড করলেও বড় ধরনের আর্থিক লোকসানের সম্মুখীন হতে পারে। এ জন্য ভুলেও স্টপ লস সেট করা ছাড়া ট্রেড করা যাবে না। স্টপ লস সেট করার মাধ্যমে বড় ধরনের আর্থিক ব্যবস্থা হওয়া থেকে নিজের একাউন্ট ব্যালেন্স কে রক্ষা করা যায়। তাই বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে মেনে ট্রেড করতে হবে।
EmonFX
2021-08-20, 10:36 AM
একদমই রাইট, স্টপ লস এবং ব্রেক ছাড়া গাড়ি চালানোর মধ্যে কোন পার্থক্য নেই। দুটি সম্পূর্ণ একই বিষয় বলা যায়। আমি এখন পর্যন্ত যতবার ব্যালেন্স জিরো করেছি ততোবারই এর মূলে ছিল স্টপ লস ব্যবহার না করা। আপনার মতোই স্টপ লস ছাড়া ট্রেড ওপেন করার পরে দেখা যায় মার্কেট আমার বিপরীত দিকে যেতে থাকে। তখন অপেক্ষা করতে থাকি মার্কেট ব্যাক করার জন্য। কিন্তু মার্কেট তার নিজ গতিতে চলতে থাকে এবং এক সময় ব্যালেন্স জিরো হয়ে ট্রেড ক্লোজ হয়ে যায়। এরকমটা আমার সাথে একবার দুবার নয় কয়েকবার ঘটেছে। তবে আমি এর মাধ্যমে শিক্ষা পেয়েছি চরমভাবে যেটা আমাকে এরপর থেকে স্টপ লস ব্যবহার করতে উদ্বুদ্ধ করছে।
সেই থেকে আমি স্টপ লস দিয়ে ট্রেড করি। দেখা যায় লস হলেও সেটা খুব সামান্য পরিমাণে হয় যেটা পরবর্তীতে রিকভার করা সম্ভব। তাই আমি মনে করি আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটি ট্রেড ওপেন করার সময় স্টপ লস দিয়ে ট্রেড ওপেন করা উচিত। *তাতে করে আপনার কিছুটা লস হলেও ব্যালেন্স জিরো হওয়ার সুযোগ নেই। আর ব্যালেন্স সুরক্ষিত থাকলে আপনি পরবর্তীতে ট্রেড করে ছোটখাটো লস রিকভার করতে পারবেন। কিন্তু ব্যালেন্স জিরো করে ফেললে আর রিকভার করার সুযোগ হারাবেন।
md mehedi hasan
2021-08-20, 10:47 AM
স্টাপলস ছারা ট্রেড করা আসলো ফরেক্স মার্কেটে নিয়ম পরিপন্থী।একটি ফুটো কলসিতে যতই পানি রাখেন তাতে যোমন পানি ধরে রাখতে পারবেন না।তেমনি আপনি ফরেক্স মার্কেটে যতই ভালো করেন যদি স্টাপলস না ব্যবহার করেন একদিনের একটি অনাকাঙিক্ষত ঘটনা আপনাকে অনেক লসের সমূখীন হতে হুয়।তাই ফরেক্স মার্কেটে আপনি যখনি ট্রেড করবেন অবশ্যই স্টাপলস ব্যবহার করবেন।
Mas26
2021-08-20, 10:51 AM
হ্যাঁ এটা আসলেই সত্যি কথা কিন্তু আমরা ফরেক্স মার্কেটে এটা চিন্তা করি না। যে আসলে বড় লস করার চাইতে ছোট কিছু লস নিয়ে যদি আমাদের অ্যাকাউন্ট টা ধরে রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো। কিন্তু আমরা এই ছোট ছোট মূলধন লস করতে চাই না।যার কারণে অনেক সময় অনেক বড় ধরনের লস করে ফেলি এটা যদি আমরা স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে রাখি তাহলে হয়তো বা আমাদের এই রসের পরিমাণ টা কম হত।তাই আমি মনে করি আসলে প্রত্যেকটা ট্রেড এর ক্ষেত্রে আমাদের স্টপ লস ব্যবহার করা উচিত এতে আমাদের মূলধন সুরক্ষিত থাকবে।
samun
2021-08-21, 12:46 PM
বেশ কয়েক মাস আগের ঘটনা তখন আমার ব্যালেন্স ছিল প্রায় 310 ডলার এর মত পরবর্তীতে যেকোনো একটি কারণবশত আমি ট্রেড ওপেন করে ফরেক্স মার্কেটে ঢুকতে সময় পাইনি যার ফলে আমি বেশ বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হয়েছি এমনকি আমি ভুলবশত ট্রেডিং এর পরবর্তী সময়ে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতেও ভুলে গিয়েছিলাম হারিয়ে ফেলেছিলাম তারপর থেকে আমি অতি সতর্কতার সাথে ট্রেডিং পরবর্তী সময়ে সাথে সাথেই স্টপ লস এবং টেক প্রফিট উভয়ই ব্যবহার করে থাকি যাতে করে পুনরায় আবার আমার ব্যালেন্সের কোন প্রকার ক্ষতি না হয়
Devdas
2021-08-23, 10:01 PM
হ্যা ভাই আপনি ঠিক বলেছেন। ব্রেক ছাড়া গাড়ি চালানো যেমন রিক্স। ঠিক তেমনি ফরেক্স মার্কেটএ স্টপ লস সেট না করলে অনেকটা ঝুকি থাকে। ফরেক্স এ স্টপ লস ব্যবহার না করলে যে কোন সময়তে মার্কেট এর গতি মুভমেন্ট করলে এবং তা যদি উল্টো দিকে হিট করে তাহলে লস ও নিজের একাউন্ট এর মানি ম্যানেজমেন্ট করাটা অনেক কষ্ট হয়ে যাবে। তাই আমাদের উচিত যে কোন ট্রেড করার সময় স্টপ লস চালু রাখা উচিত। এতে ঝুকিটা অনেকটা কম থাকে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.