PDA

View Full Version : বিশ্ব স্বাস্থ্য অর্থায়নে জাপানকে নেতৃত্ব দেয়ার আহ্বান



kohit
2021-08-20, 01:12 PM
বিশ্বজুড়ে বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনে কভিড-১৯ মহামারী। এক বছরেরও বেশি সময় ধরে লকডাউনে থাকে বেশির ভাগ দেশ। সংকোচনের মুখে পড়ে ছোট-বড় সব অর্থনীতি। এমন পরিস্থিতিতে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সহায়তায় এগিয়ে আসে উন্নত বিশ্ব। স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটে শিল্পোন্নত জি৭ভুক্ত দেশগুলোর মধ্যে জাপান ছিল সবচেয়ে বেশি সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) দানকারী। তবে চলতি বছরে এ সহায়তার ক্ষেত্রে জাপানের পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে সরকারকে ওডিএ বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির একজন বিশেষজ্ঞ।

কিয়োদো নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মহামারীর প্রতিক্রিয়ায় জাপান গত বছর ৫১০ কোটি ডলার নতুন সরকারি উন্নয়ন সহায়তা তহবিলের প্রতিশ্রুতি দিয়েছিল। যেখানে জি৭ভুক্ত অন্য দেশগুলোর মধ্যে জার্মানি ৪৪০ কোটি, ফ্রান্স ১৯০ কোটি ও কানাডা ১০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। এছাড়া গত বছর জি৭ভুক্ত ব্রিটেন ৯৯ কোটি, যুক্তরাষ্ট্র ১০ কোটি ৩০ লাখ ও ইতালি ৫ কোটি ডলার কভিড সম্পর্কিত ওডিএর প্রতিশ্রুতি দিয়েছিল। একটি সমীক্ষা প্রতিবেদনে ব্রিটিশ থিংক ট্যাংক ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ওডিআই) এ তথ্য জানিয়েছে।

সাবেক জাপানি অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংকের কর্মকর্তা কিয়োশ কোদেরা এ সমীক্ষা পরিচালনা করেন। বর্তমানে ওডিআইয়ের সিনিয়র গবেষণা সহযোগী হিসেবে কাজ করা কোদেরা বলেন, জি৭ভুক্ত দেশগুলোর মধ্যে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি, জাপান কভিড-১৯ সংকটের সময়ও প্রধান দাতা হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

তিনি আরো বলেন, ৫১০ কোটি ডলার সরকারি উন্নয়ন সহায়তার বেশির ভাগই এশিয়ার উন্নয়নশীল দেশ ও বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হয়েছে। কভিড-১৯ মহামারী মোকাবেলা এবং অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতেই এ অর্থ অনুদান দিয়েছে জাপান। যদিও ২০২০ সালে দেশটির মোট দেশজ উৎপাদন ৪ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছিল। এটি জাপানের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংকোচন।

বণিক বার্তা