PDA

View Full Version : রানিং ট্রেড নিয়ে টেনশনে থাকা।।



md mehedi hasan
2021-08-20, 03:10 PM
ফরেক্স মার্কেটে রানিং ট্রেড নিয়ে বেশি ভাগ বিগেনার ট্রেডারা টেনশনে থাকে।ফরেক্স মার্কেটে রানিং ট্রেড নিয়ে এক জন ট্রেডার এর টেনশনে থাকার বেশ কয়েকটি কারন আছে।এর মধ্যে অন্যতম তম হলো মানিমেনেজমেন্ট।এ জন ট্রেডার এর একাউন্টে একশত ডলার আছে।সে একটি ট্রেডে লোভে পরে ৫০ ডলার বা তার মোট এমাউন্ট এর উপর রিরিক্স নিয়ে ট্রেড করলে অনেক বেশি টেনশনে থাকবে।সে বারবার মার্কেটে চেক করবে যে লাভ হলো না লস হল।একারনে সে আরও বেশি টেনশনে থাকবে।

EmonFX
2021-08-20, 05:47 PM
রানিং ট্রেড নিয়ে টেনশনে থাকেননা এমন ট্রেডার ফরেক্স মার্কেটে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একবার কি ভেবে দেখেছেন এই টেনশন আমরা নিজেরাই তৈরি করেছি। আমরা যদি ট্রেডিং এর সকল রুলস মেনে সঠিক পন্থায় মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেডিং করে তাহলে টেনশন করার বিশেষ কোন কারণ দেখছি না। একজন ট্রেডারের সফল এবং ঝুঁকিহীন ট্রেডের জন্য মানি ম্যানেজমেন্ট অসম্ভব গুরুত্তপূর্ণ একটি বিষয়। আমাদের অনেকের ফরেক্স নিয়ে একটি স্বপ্ন থাকে যে আমি সারাজীবনে ফরেক্স থেকে ১ লক্ষ ডলার ইনকাম করব। যা আপনার পক্ষে এই জনমেও সম্ভব নয় আবার এটাও সত্যি যে কেউ কেউ এই জনমেই মিলিয়ন ডলার ফরেক্স থেকে নিয়ে নিচ্ছেন বেশ কয়েকবার; কিভাবে? এক লক্ষ ডলার কি একটু বেশি বলে ফেললাম ! না বস , আপনি জানেনতো এটা ফরেক্স ট্রেডারদের জন্য অচিন্তনীয় কিছু নয়। আর আপনার ১ লক্ষ ডলার ইনকাম এর ব্যাবস্থাপনা আপনি মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে করে নিতে পারেন অর্থাৎ মানি ম্যানেজমেন্ট জানলে আপনি ঠিক করে নিতে পারবেন আপনার ড্রিম মানি এচিভ এর জন্য আপনার মূলধন কত হতে হবে এবং আপনি তা কিভাবে ব্যাবহার করে কতদিনে আপনার স্বপ্ন সফল করতে পারবেন। আপনার ট্রেডের বিশাল সফলতা মানি ম্যানেজমেন্টের উপর নির্ভর করে।

Starship
2021-08-20, 07:27 PM
রানিং ট্রেড নিয়ে সকলেই কম বেশি টেনশনে থাকেন। তবে যখন বিগেনার লেভেলে বা শুরুর দিকে ট্রেড করেছিলাম তখন টেনশন একটু বেশি কাজ করেছিল। ট্রেড ওপেন রেখে ঘুমাতে গেলেও সে ট্রেডের কথা মনে হতো সঠিক ভাবে ঘুম হত না। তবে পরবর্তী সময়ে ট্রেডিং অনুশীলন করার মাধ্যমে সেই টেনশন হ্রাস পেয়েছে। অনুশীলনের মাধ্যমে আমরা ট্রেড করে কনফারেন্স অর্জন করতে পারি। আর আপনি যদি সঠিক স্থানে ট্রেড নিতে পারেন তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই চিন্তা মুক্ত থাকা যায়।

Mas26
2021-08-20, 07:42 PM
আসলে ফরেক্স মার্কেটে রানিং ট্রেড নিয়ে কমবেশি সবাই টেনশনে থাকেন। কারণ যাদের লাভ হয় তাদের টেনশন এর পরিমাণ একটু বেশি থাকে কিন্তু যারা লাভ থাকে তারাও কিছুটা হলেও টেনশন এ থাকেন। আর লাভ হবে নাকি লস হতে পারে এই টেনশনটা করেন। কিন্তু যারা লসে থাকে তারা অনেক টেনশনে থাকেন। কারণ চিন্তা করে একাউন্ট টা যেন জিরো না হয়। জিরো না হলে হয়তো বা মার্কেট পূল ব্যাক করতে পারে সে ক্ষেত্রে মূলধন ফিরে আসার সম্ভাবনা থাকে কিন্তু শূন্য হয়ে গেলে আর মূলধন ফিরে আসার সম্ভাবনা থাকে না। এজন্য অনেক টেনশন হয় রানিং ট্রেড নিয়ে।

samun
2021-08-21, 11:35 AM
এমন সমস্যা আমার জন্য বহুবার এসেছে কারণ আমি এমনই ট্রেডিং আছে যেগুলো প্রায় একমাস যাবত নিয়েছিলাম আর এর সব থেকে বড় ভুলের কারণ হলো আমি সঠিকভাবে অ্যানালাইসিস না করে ট্রেড করেছিলাম যার ফলে আমাকে এমন একটি দীর্ঘ সময় অসমীয়া ভাবে কাটাতে হয়েছে তাই আমি মনে করি প্রতিটি ট্রেডারের উচিত ট্রেডিং করার পূর্বে অবশ্যই খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করা এবং তার থেকেও সবথেকে বড় বিষয় হলো যদি নিউজ পরবর্তী সময়ে আমরা সুন্দরভাবে এনালাইসিস করে এন্ট্রি নিতে পারি তাহলে আমরা খুব সুন্দর এবং খুব দ্রুত একটি ফলাফল অর্জন করতে পারব বলে আশা করি