PDA

View Full Version : আপনার রিয়েল একাউন্ট এর প্রথম ট্রেড এর অভিজ্ঞতা শেয়ার করুন।



Devdas
2021-08-20, 06:36 PM
আমি যখন ফরেক্স মার্কেট এ রিয়েল একাউন্ট এ নতুন জয়েন করে প্রথম ট্রেড করেছিলাম তথন আমি ০.০২ লটে এ ট্রেড করে আমি এই ট্রেড এ ৬ ডলার এর মত প্রফিট করে ছিলাম। তখন আমি প্রফিট করেই কোন প্রকার আর ঝুকি নিয়ে বেশী সময় রাভি নি এই ট্রেডটি। তাই আমি প্রফিট করে ক্লোজ করে দিই। অনেক আনন্দ পেয়েছিলাম ফরেক্স মার্কেট এ লাইফ এ প্রথম সাফলতা। আপনার প্রথম ট্রেড এর অবস্থা কেমন ছিল শেয়ার করুন।

Sakib42
2021-08-20, 10:40 PM
আমি দুঃখিত কারণ আমার কোন নিজস্ব রিয়েল ট্রেডিং অ্যাকাউন্ট নেই। আমার একটি মাত্র ইন্সটাফরেক্স অ্যাকাউন্ট রয়েছে জেটি বাংলা ফোরাম এর সাথে সংযুক্ত আছে এ ছাড়া আমার কোন রিয়াল অ্যাকাউন্ট নেই এবং আজ পর্যন্ত আমি কোন ডিপোজিট করিনি। বর্তমানে আমি একজন ছাত্র যার কারণে এখনও তেমন স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি কিন্তু ইচ্ছা আছে যে ভবিষ্যতে রিয়েল অ্যাকাউন্ট করব ফোরাম একাউন্ট এর পাশাপাশি। দেখি কতটুকু ডিপোজিট দিয়ে শুরু করতে পারি নিজের প্রথম রিয়েল ট্রেডিং একাউন্ট।

samun
2021-08-21, 10:08 AM
ফরেক্স মার্কেটে আমি খুব অল্প সময়ে এসেছি ফরেক্স মার্কেটে নিতান্তই আমি একজন নতুন ট্রেডার হিসেবে গণ্য আমি 2019 সাল থেকে ফরেক্স মার্কেটে এসেছি প্রথম এক বছর আমি শুধুমাত্র ডেমো ট্রেডিং করে দক্ষতা অর্জন করার চেষ্টা করেছিলাম বর্তমানে আমি রিয়েল ট্রেডিং ওয়েট করছি এতে করে আমার খুব বেশি জ্ঞান এবং অভিজ্ঞতা এখনও প্রসারিত হয়নি তবে এখানে এসে একটি জিনিস বুঝতে পেরেছি আর সেটি হল এখানে লোভ করলে একটা মুহূর্তের জন্য টিকে থাকা সম্ভব নয় এবং পাশাপাশি ফরেক্স মার্কেট এ কাজ করার জন্য অধিক হারে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন এছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব নয়

md mehedi hasan
2021-08-21, 10:57 AM
আমি ফরেক্স মার্কেটে মাত্র কয়েক মাস ডেমো প্রাক্টিস করি।এরপর লোভে পরে একটা রিয়েল একাউন্ট করি।আমি যে দিন ডিপোজিট করি সেই দিন একটি ট্রেড ওপেন করি।ট্রেডটি ওপেন করেছিলাম এগারোটার দিকে।সন্ধ্যায় দেখি ট্রড অনেক প্রফিটে আছে।আমি অনেক খুশি হয়েছিলাম।রাতে যখন ট্রেড টি চেক করি।তখন দেখি ট্রেডটি লাভ কমে দশ ডলারে এসেছে।আমি তারাতারি করে ট্রেড টি ক্লোজ করে দিই।

Starship
2021-08-21, 10:22 PM
দীর্ঘসময়ের ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করার পর দীর্ঘ প্রতীক্ষার পর আমি রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করি। আমার জীবনের প্রথম রিয়েল অ্যাকাউন্ট একটি ছিলো খুবই আমার কাছে আকর্ষণীয়। ফোরামে পোষ্ট করার বিনিময়ে আমি 65 ডলার বোনাস পেয়েছিলাম সেই বোনাস দিয়ে আমি প্রথমে আমি ইউএসডি পেয়ারে বাই দিয়ে ট্রেড করেছিলাম। সেই ট্রেড থেকে আমি পাঁচ ডলার প্রফিট করতে সক্ষম হয়। যেটা আমার কাছে খুবই মূল্যবান ছিল ও ফরেক্স থেকে প্রথম আয়।

Smd
2021-08-22, 08:33 AM
আমি প্রফিট করেই কোন প্রকার আর ঝুকি নিয়ে বেশী সময় রাভি নি এই ট্রেডটি। তাই আমি প্রফিট করে ক্লোজ করে দিই। অনেক আনন্দ পেয়েছিলাম ফরেক্স মার্কেট এ লাইফ এ প্রথম সাফলতা। আমার একটি মাত্র ইন্সটাফরেক্স অ্যাকাউন্ট রয়েছে জেটি বাংলা ফোরাম এর সাথে সংযুক্ত আছে এ ছাড়া আমার কোন রিয়াল অ্যাকাউন্ট নেই এবং আজ পর্যন্ত আমি কোন ডিপোজিট করিনি। বর্তমানে আমি একজন ছাত্র যার কারণে এখনও তেমন স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি কিন্তু ইচ্ছা আছে যে ভবিষ্যতে রিয়েল অ্যাকাউন্ট করব ফোরাম একাউন্ট এর পাশাপাশি।