PDA

View Full Version : স্ক্যাল্পিং কি?



Sakib42
2021-08-21, 11:18 PM
কেউ কি আমাকে বলতে পারেন স্ক্যাল্পিং কি?
আমি স্ক্যাল্পিং সম্পর্কে জানতে চাই

Sakib42
2021-08-21, 11:21 PM
স্কালপিং মানে যখন আপনি একটি ট্রেড খুলেন এবং এটি বন্ধ করার পরে এটি আপনার পিপসের দিকে কয়েক পিপ নিয়ে যায় যা এক মিনিটের মধ্যে অর্জন করা যায় বা খুব অল্প সময়ের মধ্যেই আপনি আপনার ট্রেড বন্ধ করে দিতে পারেন অল্প কিছু প্রফিট নিয়ে।

Starship
2021-08-22, 09:17 PM
ফরেক্স মার্কেটে এমন অনেকেই রয়েছে যারা স্ক্যাল্পিং করে থাকেন আবার অনেকেই রয়েছে যারা লং টাইম ট্রেড করে থাকেন। খুব সহজভাবে যদি বলা যায় তাহলে স্ক্যাল্পিং হলো ছোট টাইমফ্রেম এর মাধ্যমে এক থেকে বিশ পিপস এর নিচে যে ট্রেডগুলো নেয়া হয় সেগুলো হলো স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং বলতে বিশ পিপস এর বেশি প্রফিট হলে সেটা সাধারণ ট্রেড হয়ে যায় সেটাকে তখন স্ক্যাল্পিং হিসেবে বিবেচিত করা হয় না। স্ক্যাল্পিং এর টাইমফ্রেম গুলো মিনিটের আকারে হয়ে থাকে। সেটা m5, m15, m30 ও h1 টাইমফ্রেমে করে থাকে।

md mehedi hasan
2021-08-23, 06:01 AM
ফরেক্স মার্কেটে বিভিন্ন পদ্ধতিতে ট্রেড করা যায়।এই ট্রেড করার সিস্টেম এর মধ্যে একটি হলো স্কালিপিং ট্রেড।আপনি ছোট ছোট টাইম ফ্রেমে ট্রেড ওপেন করে দশ বা বিশ পিপস লাভ হলে সাথে ক্লোজ করে দিতে হয়।এভাবেই অনেক গুলো ট্রেড করার পদ্ধতি হলো স্কালিপিং ট্রেড।যদিও স্কালিপিং করা একটি ঝুক্পূর্ণ।তারপর বর্তমানে স্কালিপিং অতি জনপ্রিয় হয়ে উঠেছে।