View Full Version : জুলাই-২০২১ মানের বোনাস পেয়েছেন আপনারা?
khadiza
2021-08-22, 01:26 PM
জুলাই মাসের বোনাস এখোনো পর্যন্ত পাইনি। আপনারা কি পেয়েছেন?
আগে দেখতাম ১০-১৩ তারিখের ভিতর ব্যালেন্স দিয়ে দিতো কিন্তু বর্তমান সময়ে বোনাস ঠিক মতো পাওয়া যাচ্ছে।কেউ কি কারন বলতে পারবেন?
আসলেই আমাদের যদি সঠিক সময়ে বোনাস প্রদান করতো তাহলে আমরা সকলেই খুব খুশি হতাম।
তাই এই বিষয়টি ফরেক্স বাংলা ফোরামের ম্যানেজমেন্ট এর দৃষ্টি আকর্ষণ করতেছি।
Starship
2021-08-22, 08:18 PM
জুলাই ২০২১ মাসের বোনাস এখন পর্যন্ত প্রদান করেনি। যদিও সেটা ১০ থেকে ২০ তারিখের মধ্যে দেওয়ার কথা কিন্তু কোভিড-১৯ এর কারণে বিগত কয়েক মাস থেকে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে সেই সময় অন্তত আমাদের ধৈর্যের সাথে থাকতে হবে অপেক্ষা করতে হবে। যদিও অপেক্ষার ফল মিষ্টি হয়। তাই আমাদের সকলের উচিত সহযোগিতা করা। আশা করি এ সপ্তাহের পেয়ে যাবেন।
Sakib42
2021-08-22, 11:43 PM
জুলাই 2021 সালের বোনাস এখনো প্রদান করা হয়নি। পূর্বে কোন মাসের 10 থেকে 15 তারিখ কিংবা 20 তারিখের মধ্যে বোনাস প্রদান করা হতো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘ কয়েক মাস ধরে ঠিক টাইমে বোনাস প্রদান করা হচ্ছে না। জুলাই মাসে আমরা এখনো বোনাস পাইনি কিন্তু আশা করছি যে জুলাই এবং আগস্ট মাসের বোনাস একসাথে সেপ্টেম্বর মাসে প্রদান করা হবে যেমনটি জুন ও মে মাসের বোনাস জুলাই মাসে একসাথে প্রদান করা হয়েছিল। সুতরাং চিন্তার কোন কারণ নেই আপনি বোনাস পেয়ে যাবেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.