Log in

View Full Version : টেক নিউজ



kohit
2021-08-22, 04:06 PM
বিশেষ পদক্ষেপ ফেসবুক টুইটার ও লিঙ্কডইনের


আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে অনলাইন-অফলাইন উভয় ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন আফগানরা। এমন পরিস্থিতিতে অন্তত নিজস্ব প্লাটফর্মে আফগানদের নিরাপত্তা বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে ফেসবুক, টুইটার ও লিঙ্কডইনের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। খবর রয়টার্স।

সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক বলছে, তালেবান রোষ থেকে অনলাইনে আফগানদের বাঁচাতে দেশটিতে অ্যাকাউন্টের বন্ধু তালিকা দেখা এবং সার্চ করার ফিচার বন্ধ করা হয়েছে।

ফেসবুকের নিরাপত্তা নীতিমালা বিষয়ক প্রধান নাথানিয়েল গ্লেইশার গত বৃহস্পতিবার জানান, আফগানিস্তানের ব্যবহারকারীরা যেন দ্রুত তাদের অ্যাকাউন্ট লক করে ফেলতে পারেন, সেজন্য ওয়ান-ক্লিক টুল চালু করেছি আমরা। প্রোফাইল যখন লক থাকবে, বন্ধু নন এমন কেউ ওই অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার ডাউনলোড বা শেয়ার করতে পারবে না এবং ওই অ্যাকাউন্টের টাইমলাইনের পোস্ট দেখতে পারবে না।

প্রায় একই রকমের পদক্ষেপ দিয়েছে পেশাজীবীদের নেটওয়ার্কিং সাইট লিঙ্কডইন। আফগানিস্তানের ব্যবহারকারীদের সব ‘কানেকশন’ লুকিয়ে ফেলেছে সাইটটি।

অন্যদিকে, মাইক্রোব্লগিং সাইট টুইটার বলছে, আফগানিস্তান পরিস্থিতির খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। সাহায্য-সহযোগিতা চাইতেও দেশটির মানুষদের টুইটার ব্যবহার করতে দেখছি আমরা।

বণিক বার্তা

habibi
2021-08-31, 01:26 PM
গ্রাহকদের পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ


সম্প্রতি মাইক্রোসফট করপোরেশনের আজুরে ক্লাউড প্লাটফর্মের প্রধান ডাটাবেজে একটি বড় ত্রুটির সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান উইজের গবেষকরা। এ ত্রুটির ফলে ঝুঁকিতে থাকা গ্রাহকদের দ্রুত পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তারা।

বার্তা সংস্থা রয়টার্স প্রথম এ ত্রুটির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, উইজ নামের একটি ক্লাউড সিকিউরিটি প্রতিষ্ঠানের গবেষকরা চলতি মাসে এ ত্রুটির সন্ধান পান। যেখানে তারা সহজেই কসমস ডিবি ডাটাবেজ সিস্টেমে থাকা ব্যবহারকারীদের প্রাথমিক ডিজিটাল কিগুলোতে প্রবেশের সুযোগ পাচ্ছিলেন। এর মাধ্যমে তারা লাখ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি ও পরিবর্তন করতে পারতেন।

উইজের কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর মাইক্রোসফট দ্রুত এ ত্রুটি সংশোধন করে। এ ত্রুটির ফলে যেকোনো কসমস ব্যবহারকারী অন্যদের সংরক্ষিত তথ্যভাণ্ডারে প্রবেশের সুযোগ পেতেন। এরপর মাইক্রোসফট তাদের ৩ হাজার ৩০০ ব্যবহারকারীকে ডিজিটাল কি পরিবর্তনের জন্য অবহিত করেন।

সম্প্রতি এক ব্লগপোস্টে মাইক্রোসফট জানায়, সপ্তাহব্যাপী গবেষণা পরিচালনার সময় যেসব ব্যবহারকারী কসমস ক্লাউড সার্ভারে প্রবেশ করেছেন, তাদের সতর্ক করে দেয়া হয়েছে। তবে গ্রাহকদের তথ্য চুরিতে প্রতিষ্ঠানটি হামলাকারীদের এ ত্রুটি ব্যবহার-সংক্রান্ত কোনো তথ্যপ্রমাণ পায়নি বলেও জানিয়েছে।

মাইক্রোসফট আরো জানায়, তদন্তের মাধ্যমে আমরা সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের গবেষক ব্যতীত অন্য কারোর অনুপ্রবেশের প্রমাণ পাইনি। পাশাপাশি গবেষণা কার্যক্রমের কারণে যেসব গ্রাহক ক্ষতিগ্রস্ত হতে পারেন তাদের সতর্ক করে দেয়া হয়েছে। ত্রুটি শনাক্তের বিষয়টি উইজের কৌশল হতে পারে বলেও জানায় মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট।

বণিক বার্তা

kohit
2021-09-15, 01:22 PM
ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি


যারা কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ ১০ ব্যবহার করেন তারা ডিফল্ট ব্রাউজার হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরার পান। ব্রাউজারটি পুরনো ও আউটডেটেড হওয়ায় তা ব্যবহার করলে ব্যবহারকারীর ডিভাইসটি নিয়ন্ত্রণে নিতে পারে হ্যাকাররা। এ পরিস্থিতি আমলে নিয়ে মাইক্রোসফট নিজেই জানাচ্ছে, ব্যবহারকারীরা যেন ইন্টারনেট এক্সপ্লোরার ডিলিট করে গুগল ক্রোম বা মাইক্রোসফট এজ ব্যবহার করে।

২৫ বছর সচল থাকার পর সম্প্রতি ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ ঘোষণা করে মাইক্রোসফট। সংস্থার নতুন ব্রাউজার ‘এজ’ এরই মধ্যে সে জায়গা নিয়ে নিয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহূত ওয়েব ব্রাউজারের মধ্যে অন্যতম ছিল এক্সপ্লোরার। তবে বেশ কয়েক বছর ধরেই ব্যবহারকারীর সংখ্যার বিচারে তলানিতে ছিল ব্রাউজারটি। মজা করে বলা হতো, ক্রোম-ফায়ারফক্স ডাউনলোড করা ছাড়া এক্সপ্লোরারের আর কোনো কাজ নেই। গুগল ক্রোম, ইউসি ব্রাউজার, ফায়ারফক্স, অপেরার মতো দ্রুত ব্রাউজারগুলোর সঙ্গে দৌড়ে পিছিয়ে পড়ে পুরনো এ ব্রাউজার।

বণিক বার্তা

kohit
2021-09-19, 04:35 PM
প্রিমিয়াম স্মার্টফোন বাজারে অবস্থান সংকুচিত হয়েছে স্যামসাংয়ের


চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রিমিয়াম স্মার্টফোনের বাজার সংকুচিত হয়েছে স্যামসাং ইলেকট্রনিকসের। বিপরীতে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। খবর ইয়োনহাপ নিউজ।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের প্রতিবেদনে দেখা গেছে, এপ্রিল-জুন প্রান্তিকে ৪০০ ডলারের অধিক দামের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের শেয়ার ১৭ শতাংশ। তার আগের বছর যেখানে স্যামসাংয়ের অংশগ্রহণ ছিল ২২ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে যদিও ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, তবু স্যামসাংয়ের বাজার শেয়ার কমেছে। ভিয়েতনামে করোনা সংক্রমণ বৃদ্ধিতে স্যামসাংয়ের উৎপাদন ব্যাহত হয়েছে। প্রথমার্ধে স্যামসাংয়ের শীর্ষস্থান হুমকিতে পড়লেও জি ফোল্ড৩ ও জি ফ্লিপ৩ মডেলের মাধ্যমে দ্বিতীয়ার্ধে অবস্থান পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে।

প্রিমিয়াম স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের অবস্থান যেখানে সংকুচিত হয়েছে, সেখানে ৫৭ শতাংশ বাজার শেয়ারের মাধ্যমে অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে অ্যাপল। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলের অংশগ্রহণ ছিল যেখানে ৪৮ শতাংশ। প্রিমিয়াম সেগমেন্টে অ্যাপলের বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ৭৪ শতাংশ। ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে আইফোন ১২ সিরিজ উন্মোচনের পর থেকেই প্রিমিয়াম সেগমেন্টে ৫০ শতাংশের অধিক শেয়ার নিজেদের করে রাখছে অ্যাপল। বৈশ্বিক উপকরণ স্বল্পতা সত্ত্বেও অ্যাপল তাদের সাপ্লাই চেইন সবল রাখতে সক্ষম হয়েছে। চীন ও ইউরোপের মতো বাজারে হুয়াওয়ের বাজার দুর্বল হওয়ার সুযোগটা গ্রহণ করেছে অ্যাপল।

বণিক বার্তা

kohit
2021-09-20, 06:03 PM
গুগলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

ভারতে গুগলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অপারেটিং সিস্টেমের দিক থেকে বাজারের শীর্ষে থাকা গুগল বিপুল অর্থ ব্যবহারের মাধ্যমে অন্য প্রতিদ্বন্দ্বীদে অবৈধভাবে আঘাত করেছে বলে তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে। দুই বছর ধরে এ তদন্ত চলে আসছিল। খবর রয়টার্স।

কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার (সিসিআই) তদন্ত বিভাগের জুনের প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিশ্বের অনেক স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েডের পুরনো ভার্সন ব্যবহার করে ফোন বিক্রি করত। কিন্তু গুগল প্রতিষ্ঠানগুলোকে এভাবে হ্যান্ডসেট বিক্রির সুযোগে বাধা দিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট জানায়, অ্যান্ড্রয়েড কীভাবে বাজার ব্যবস্থায় আরো প্রতিযোগিতা ও উদ্ভাবনের দ্বার উন্মোচন করেছে সে বিষয়ে তারা সিসিআইয়ের সঙ্গে একত্রে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে গুগল এখনো এ তদন্ত প্রতিবেদন হাতে পায়নি বলে এ বিষয়ে অবগত সূত্রে জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সিসিআই কোনো মন্তব্য দিতে রাজি হয়নি। এ বিষয়ে অবগত আরেকটি সূত্র জানায়, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে সিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুনরায় প্রতিবেদনটি পর্যালোচনা করবেন এবং আত্মপক্ষ সমর্থনে গুগলকে আরেকটি সুযোগ দেবেন। সবকিছু যাচাই-বাছাই শেষে গুগলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। তবে যেকোনো রায়ের বিপরীতে গুগল ভারতের আদালতে আপিল করতে পারবে বলেও জানা গেছে।

ভারত ছাড়াও ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশেও গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। চলতি সপ্তাহেই অ্যান্ড্রয়েডের কাস্টমাইজড ভার্সন বন্ধের অভিযোগে গুগলকে ১৮ কোটি ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়ার অ্যান্টিট্রাস্ট রেগুলেটর।

বণিক বার্তা

kohit
2021-09-26, 04:06 PM
উদীয়মান বাজারে ফাইভজি স্মার্টফোন বিক্রি বেড়েছে ৬.৫%


চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে উদীয়মান বাজারগুলোতে ফাইভজি স্মার্টফোন বিক্রি প্রথম প্রান্তিকের তুলনায় বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এপ্রিল-জুন প্রান্তিকে ফাইভজি স্মার্টফোন বিক্রি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে অ্যাপলের প্রথম ফাইভজি ফোন আইফোন ১২। এছাড়া অপো, ভিভো, শাওমি ও রিয়েলমির মতো কোম্পানির ফাইভজি ডিভাইস উন্মোচন ভূমিকা রেখেছে। উদীয়মান অর্থনীতি বিশেষত দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে ফাইভজি অবকাঠামো শক্তিশালী হওয়ায় সাশ্রয়ী ফাইভজি ফোনের চাহিদা বেড়েছে।

উদীয়মান বাজারে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো তাদের পোর্টফোলিওতে ফাইভজি পণ্যের ওপর জোর দিচ্ছে। উদাহরণস্বরূপ প্রথম প্রান্তিকে উদীয়মান বাজারগুলোতে রিয়েলমির বাজার শেয়ার ছিল ৮ দশমিক ৮ শতাংশ। কিন্তু দ্বিতীয় প্রান্তিকে তা দাঁড়িয়েছে ১৫ দশমিক ৯ শতাংশে। বছরওয়ারি ১৩৫ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে দ্বিতীয় প্রান্তিকে রিয়েলমির স্মার্টফোন বিক্রি হয়েছে দেড় কোটি ইউনিট। প্রথমবারের মতো চীনা এ কোম্পানিটি ষষ্ঠ স্থানে উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের মতো উন্নত বিশ্বে ফাইভজি যেখানে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে দাঁড়িয়েছে, উদীয়মান অর্থনীতিগুলোর জন্য তা পুরোপুরি সত্য নয়। কারণ বেশির ভাগ দেশেই এখনো ফোরজি রয়েছে। তবে এ কারণেই আবার এ বাজারগুলোতে প্রবৃদ্ধির সম্ভাবনা বেশি। সেজন্য উদীয়মান অর্থনীতিগুলোকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোর মধ্যে ফাইভজি নিয়ে প্রতিযোগিতা জোরদার হয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য উদাহরণ ভারত, যেখানে দ্বিতীয় প্রান্তিকে ফাইভজি স্মার্টফোন বিক্রি প্রথম প্রান্তিকের চেয়ে বেড়েছে ৭৫ দশমিক ৫ শতাংশ। চলতি বছরের বাকি প্রান্তিকগুলোতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করছে কাউন্টারপয়েন্ট রিসার্চ। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশগুলোতেও ফাইভজি সম্প্রসারণ বহাল থাকবে। বাণিজ্যিকভাবে ফাইভজি চালু হওয়ার কারণে ২০২২ সালে ফাইভজির জন্য গুরুত্বপূর্ণ বছর হিসেবে দেখা দেবে বলে আশা করছেন বিশ্লেষকরা। সাশ্রয়ী ফাইভজি স্মার্টফোন আনার মাধ্যমে বাজার শেয়ার বাড়ানোর চেষ্টা চালাচ্ছে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো। কোনো কোম্পানিই এ দৌড়ে পিছিয়ে থাকতে আগ্রহী হবে না। শুধু ফোরজি ফোনের বাজারই ধীরে ধীরে সংকুচিত হবে।

বণিক বার্তা

kohit
2021-10-04, 06:29 PM
আগামী বছর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে থ্রিজি নেটওয়ার্ক

এটিঅ্যান্ডটি, ভেরাইজন থেকে শুরু করে টি-মোবাইল, যুক্তরাষ্ট্রের প্রধান সেলফোন কোম্পানিগুলো তাদের থ্রিজি নেটওয়ার্ক বন্ধ করতে যাচ্ছে। ২০২২ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে কাজ করবে না তাদের থ্রিজি ফোন। আগামী বছর থেকে পুরনো থ্রিজি ফোন থেকে টেক্সট মেসেজ পাঠানো, কল করা এমনকি ৯১১ নম্বরেও জরুরি কল দেয়া যাবে না। খবর ওয়াশিংটন পোস্ট।

পুরনো ফোন বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে পারেন বয়স্ক আমেরিকানরা, যারা একই ফোন দীর্ঘ সময় ব্যবহার করে থাকেন। এমনই একজন হচ্ছে কামি গ্রিফিথস, যিনি ২০১৬ সাল থেকে স্যামসাং গ্যালাক্সির একটি থ্রিজি ফোন ব্যবহার করে আসছেন। কমিউনিটি টেক নেটওয়ার্ক নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক তিনি। কয়েকশ ডলার ব্যয় করে তিনি হয়তো নতুন ফাইভজি ফোন ক্রয় করতে পারবেন কিন্তু তিনি তার গ্রাহকদের নিয়ে উদ্বিগ্ন। সানফ্রান্সিসকোর নিম্ন আয়ের মানুষের মধ্যে ডিজিটাল লিটারেসির বিকাশে কাজ করছে কমিউনিটি টেক নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটির বয়স্ক কিংবা নিম্ন আয়ের জনগোষ্ঠীর পক্ষে নতুন ফোন কেনা এবং ফাইভজি ফোন ব্যবহার করা কঠিন ঠেকতে পারে বলে আশঙ্কা করছেন গ্রিফিথস।

তিনি বলেন, আমাদের সদস্যদের জন্য ফোন পরিবর্তন করা খুবই কঠিন। থ্রিজি ফোন বাতিলের সিদ্ধান্তে তারা খুশি হওয়ার কথা নয়। বয়স্ক জনগোষ্ঠীর পক্ষে নতুন ফোনে অভ্যস্ত হওয়া কষ্টকর ঠেকে। কোনো ফোন যদি ঠিকমতো কাজ করে, তাহলে তারা সেটা পরিবর্তনে আগ্রহী নয়।

যুক্তরাষ্ট্রে প্রায় দুই দশক ধরে সচল থ্রিজি প্রযুক্তি। ২০০২ সালে যুক্তরাষ্ট্রে থ্রিজি সেবা চালু করেছিল ভেরাইজন। ২০১০ সালে তারা ফোরজি চালু করে। ২০১৯ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ফাইভজি নেটওয়ার্কে প্রবেশ শুরু করে। ফাইভজি নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বৃদ্ধি এবং পুরনো নেটওয়ার্ক ব্যবস্থাপনায় অর্থ ব্যয় কমানোর নীতি গ্রহণ করেছে তারা। এ ধারাবাহিকতায় থ্রিজি সেবা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ মোবাইল নেটওয়ার্কগুলো।

বণিক বার্তা

kohit
2021-10-10, 03:59 PM
যৌথ চিপ কারখানা স্থাপনে আগ্রহী টিএসএমসি ও সনি


জাপানে একটি চিপ নির্মাণ কারখানা স্থাপনে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে টিএসএমসি ও সনি গ্রুপ। এমনকি ৮০ হাজার কোটি ইয়েন বা ৭১৫ কোটি ডলারের বৃহৎ বিনিয়োগ প্রকল্পে সহায়তার আশ্বাস দিয়েছে জাপান সরকার। খবর নিক্কেই এশিয়া।

জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামাতোতে কারখানাটি স্থাপনের পরিকল্পনা চলছে। সেখানে গাড়ির জন্য সেমিকন্ডাক্টর, ক্যামেরা ইমেজ সেন্সর ও অন্যান্য পণ্য তৈরির কথা রয়েছে। গত বছর থেকে শুরু করোনা মহামারীতে বৈশ্বিক চিপ সংকট তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে গাড়ি শিল্প, স্মার্টফোন, ইলেকট্রনিকস সামগ্রী থেকে শুরু করে পুরো শিল্প খাতে। মহামারীর তিক্ত অভিজ্ঞতা হজম করে বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলো চিপ নির্মাণে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে। কেবল তাইওয়ান বা দক্ষিণ কোরিয়ানির্ভরতা কমিয়ে অনেক দেশই নিজ নিজ দেশে সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে।

চিপ নির্মাণ সামগ্রী তৈরিতে জাপানের অংশগ্রহণ থাকলেও বৈশ্বিক চিপ সরবরাহে তাইওয়ানভিত্তিক টিএসএমসি কিংবা দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাংয়ের কাছে নেতৃত্ব হারিয়েছে। অটো চিপ স্বল্পতায় বিশ্বের অন্যান্য দেশের গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর মতো জাপানের গাড়ি নির্মাতা কোম্পানিগুলোও ধুঁকছে। টিএসএমসির সঙ্গে অংশীদারিত্ব তাদের প্রধান এ শিল্প খাতের জন্য উপকার হবে। ২০২৪ সালের মধ্যেই নতুন চিপ কারখানাটিতে উৎপাদন কাজ চালু করতে চায় জোটটি।

এ বিষয়ে সনি ও টিএসএমসির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। অবশ্য গত জুলাইয়ে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছিল, তারা জাপানে একটি চিপ কারখানা স্থাপনের পরিকল্পনা পুনর্মূল্যায়ন করে দেখছে।

বণিক বার্তা

kohit
2021-10-14, 05:04 PM
আইফোন ১৩ উৎপাদন কমাচ্ছে অ্যাপল

বিশ্বজুড়ে চলমান চিপ সংকটের কারণে যেসব প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছিল, তাদের মধ্যে অ্যাপল অন্যতম। চলতি বছরের বাকি দিনগুলোতে নয় কোটি ইউনিট আইফোন ১৩ উৎপাদন লক্ষ্যমাত্রা হাতে নিয়েছিল ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তি প্রযুক্তি জায়ান্টটি। কিন্তু বিষয় সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, চলমান সেমিকন্ডাক্টর-স্বল্পতায় লক্ষ্যমাত্রার চেয়ে এক কোটি ইউনিট কম উৎপাদন করবে অ্যাপল। খবর টেক টাইমস।

যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শেষ নাগাদ প্রতিষ্ঠানটি আইফোন ১৩-এর নয় কোটি ইউনিট ডিভাইস উৎপাদন করবে বলে ধারণা করা হয়েছিল। তবে চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান ব্রডকম ও টেক্সাস ইনস্ট্রুমেন্টের মতো প্রতিষ্ঠান যথাসময়ে যন্ত্রাংশ সরবরাহে ব্যর্থ হওয়ায় অ্যাপল তাদের ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন কমে যাওয়ার বিষয়ে সতর্ক করেছিল।

জুলাইয়ে অ্যাপল তাদের আয় হ্রাসের বিষয়ে পূর্বাভাস দিয়েছিল। পাশাপাশি চিপ সংকটের কারণে ম্যাকবুক, আইপ্যাডের পাশাপাশি আইফোনের উৎপাদনেও বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। সে মাসে টেক্সাস ইনস্ট্রুমেন্টসও আয় হ্রাসের বিষয়ে জানিয়েছিল। পাশাপাশি বছরের বাকি সময় চিপ সংকট থাকার বিষয়েও পূর্বাভাস দিয়েছিল।

বণিক বার্তা

kohit
2021-10-18, 01:22 PM
২০২১ সালের প্রথমার্ধে হ্যাকারদের ৫৯ কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র


২০২১ সালের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে সাইবার অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় র*্যানসমওয়্যারের মাধ্যমে আদায়ের পরিমাণও বেড়েছে। এ সময়ের মধ্যে হ্যাকারদের ৫৯ কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে দেখা গেছে, পুরো ২০২০ সালের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে র*্যানসমওয়্যার লেনদেন বেড়েছে ৪২ শতাংশ। গত ১২ বছরের হিসাবে এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে, চলতি বছর এর পরিমাণ শতকোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

ট্রেজারি বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক জানায়, বর্তমানে যে ধারা অব্যাহত রয়েছে, সেটি যদি চলমান থাকে, তাহলে ২০২১ সালে র*্যানসমওয়্যার লেনদেনের পরিমাণ গত ১০ বছরের সব রেকর্ড ছাপিয়ে যাবে। সাইবার হামলায় আক্রমণকারীরা কোম্পানি বা ইনস্টিটিউটের নিরাপত্তা বা কম্পিউটার ব্যবস্থায় অনুপ্রবেশের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়। এরপর সেই তথ্য বা সামগ্রিক ব্যবস্থা পুনরায় চালু করার জন্য নির্ধারিত অর্থ দাবি করে থাকে। এক্ষেত্রে ডিজিটাল কির প্রয়োজন হয়। ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে হ্যাকাররা এ মুক্তিপণ আদায় করে থাকে।

সাইবার হামলার এ তীব্রতা দমনে পদক্ষেপ গ্রহণ করেছে ওয়াশিংটন। এর মধ্যে অনলাইনে অর্থের জন্য ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ব্যবসায় নিষেধাজ্ঞা জারি করেছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল সরবরাহকারী, মাংস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও মাইক্রোসফটের এক্সচেঞ্জ সার্ভারে সাইবার হামলা যুক্তরাষ্ট্রের অনলাইন অবকাঠামোর দুর্বল দিকগুলোকে হ্যাকারদের কাছে উন্মুক্ত করে দিয়েছে। ফলে হামলাকারীরা মুক্তিপণ হিসেবে বিপুল অর্থ আদায়ের সুযোগ পাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, তদন্তকারীরা ক্রিপ্টোকারেন্সি জন্য অনলাইনে ১৫০টির বেশি ওয়ালেটের সন্ধান পেয়েছে। সেগুলোতে অনুসন্ধানের মাধ্যমে ৫২০ কোটি ডলারের বেশি লেনদেনের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এ বিপুল লেনদেন র*্যানসমওয়্যার পেমেন্টের সঙ্গে যুক্ত।

বণিক বার্তা

kohit
2021-10-24, 04:43 PM
হারমনি ওএসের গ্রাহক ১৫ কোটি ছাড়িয়েছে

হুয়াওয়ের অপারেটিং সিস্টেম হারমনি ওএস সংবলিত ডিভাইসের সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে। সম্প্রতি শুরু হওয়া হুয়াওয়ে ডেভেলপার কনফারেন্স ২০২১-এ এ তথ্য নিশ্চিত করেন চীনা প্রযুক্তি জায়ান্টটির নির্বাহী পরিচালক রিচার্ড ইয়ু। খবর গিজমোচায়না।

চলতি ডেভেলপার কনফারেন্সে হুয়াওয়ে তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম হারমনি ওএস ৩ উন্মোচন করেছে। নতুন সফটওয়্যারটি ডেভেলপাররা পরীক্ষা করে দেখতে পারবেন। ২২ অক্টোবর শুরু হওয়া সম্মেলনটি ২৪ অক্টোবর শেষ হবে। এতে হারমনি ওএসের পাশাপাশি স্মার্ট হোম, স্মার্ট অফিস, এইচএমএমএস কোর ও অন্যান্য প্রযুক্তি উন্মোচন করছে হুয়াওয়ে।

বর্তমানে যে ১৫ কোটি ডিভাইসে হারমনি ওএস ব্যবহূত হয়েছে তার মধ্যে রয়েছে মোবাইল ফোন, ট্যাবলেট, স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ ও ইন্টারনেট অব থিংস (আইওটি)। বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ ও সহযোগিতার কথা মাথায় নিয়ে এ অপারেটিং সিস্টেমটি ডিজাইন করা হয়েছে। রিচার্ড ইয়ু জানান, চলতি বছরের শেষ নাগাদ ২০ কোটি ডিভাইসে হারমনি ওএস ব্যবহূত হবে।


মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে নিজস্ব অপারেটিং সিস্টেমের প্রতি জোর দেয় হুয়াওয়ে। চীনা প্রযুক্তি জায়ান্টটির স্মার্টফোন খাত বিপর্যয়ের মুখে পড়লেও বিভিন্ন সফটওয়্যার প্লাটফর্মের মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে তারা।

বণিক বার্তা

kohit
2021-11-03, 04:03 PM
১ হাজার কোটি ডলার আয় কমেছে সোস্যাল মিডিয়া কোম্পানির

চলতি বছর বিতর্কিত একটি প্রাইভেসি নীতি গ্রহণ করেছে অ্যাপল। অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি (এটিটি) নামে অ্যাপ স্টোরের এ ফিচারে বিজ্ঞাপন ব্যবসায় ঝুঁকিতে পড়েছে সোস্যাল মিডিয়া কোম্পানিগুলো। অ্যাপল ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের এ পলিসি গ্রহণের ফলে ২০২১ সালের দ্বিতীয়ার্ধে ১ হাজার কোটি ডলার খোয়াচ্ছে ফেসবুক, টুইটার, স্ন্যাপ ও ইউটিউবের মতো কোম্পানি। খবর টেক টাইমস।

গ্রাহকের ডাটা সংগ্রহের প্রশ্নে অ্যাপল নতুন নীতিমালার প্রচলন করেছে চলতি বছর, যার ফলে ডাটা সংগ্রহ করার আগে ব্যবহারকারীর অনুমতি নিতে হচ্ছে অ্যাপগুলোকে। অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি (এটিটি) নীতিমালা আনার ঘোষণা ২০২০ সালে দিলেও চলতি বছরের এপ্রিলে এসে কার্যকর করেছে অ্যাপল । ফাইন্যান্সিয়াল টাইমসের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, অ্যাপলের নতুন নীতিমালা কার্যকর হওয়ার পর স্ন্যাপচ্যাট, ফেসবুক, টুইটার ও ইউটিউবের মতো বহুল ব্যবহূত সামাজিক মাধ্যমগুলোর আয় কমেছে ৯৮৫ কোটি ডলার।

এটিটির ফলে আইফোন ব্যবহারকারী গ্রাহকদের কাছে নিজেদের আন্ডারওয়্যার পৌঁছানো কত কঠিন হয়েছে এ নিয়ে লোটামি সিওও মাইক উসলি জানান, আমরা যদি ১ হাজার পুরুষের কাছে আন্ডারওয়্যার বিক্রি করতে চাই, আমাদের অন্তত দুই হাজার জনকে তো দেখাতে হবে। আবার এটাও জানতে হবে আমাদের বিজ্ঞাপন পুরুষের কাছে পৌঁছেছে নাকি নারীদের কাছে। এটিটির ফলে যা বেশ কঠিন ঠেকেছে।

বণিক বার্তা

kohit
2021-11-14, 02:00 PM
৩৩ কোটি ৪০ লাখ স্মার্টফোন বিক্রির পরিকল্পনা স্যামসাংয়ের


আগামী বছর ৩৩ কোটি ৪০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রির পরিকল্পনা করছে স্যামসাং। কোম্পানির তথ্যসূত্রের বরাতে দি ইলেক নামে দক্ষিণ কোরিয়াভিত্তিক একটি গবেষণা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

স্যামসাংয়ের পরিকল্পনায় বলা হয়, মোট স্মার্টফোনের ২৮ কোটি ৫০ লাখ ইউনিট নিজস্ব কারখানায় এবং বাকি ৪ কোটি ৯০ লাখ ইউনিট অন্য ম্যানুফ্যাকচারার ের সঙ্গে যৌথভাবে তৈরি করবে তারা। ২০২২ সালে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস সিরিজ নির্মাণ করবে ৫ কোটি ৪০ লাখ ইউনিট। এছাড়া নিজেদের ফোল্ডিং ফোন তৈরি হবে ১ কোটি ৩০ লাখ ইউনিট, যা ২০২১ সালের ৭০ লাখ ইউনিট লক্ষ্যমাত্রার দ্বিগুণ। দি ইলেকের প্রতিবেদনে আরো বলা হয়, স্যামসাংয়ের সাশ্রয়ী এন্ট্রি লেভেলের ফোন বিক্রির লক্ষ্যমাত্রা ১৭ কোটি ৬০ লাখ। মাঝারি পর্যায়ের ৯ কোটি ১০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করতে চাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।

বণিক বার্তা

kohit
2021-11-21, 08:48 PM
তৃতীয় প্রান্তিকে ভারতে পিসি বিক্রি হয়েছে ৪৫ লাখ ইউনিট

বিশ্বব্যাপী চলমান সরবরাহ চেইন সংকট ও লজিস্টিকস সমস্যা থাকা সত্ত্বেও ভারতে ব্যক্তিগত কম্পিউটার বিক্রি বেড়েছে। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভারতে ৪৫ লাখ পিসি বিক্রি হয়েছে। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বিক্রি বেড়েছে ৩০ শতাংশ। এ নিয়ে টানা পাঁচ প্রান্তিকে প্রবৃদ্ধি দেখল ভারতের পিসি বাজার।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ডেস্কটপ, নোটবুক ও ওয়ার্কস্টেশনসহ অন্যান্য পিসি বিক্রির রেকর্ড গড়েছে ভারত। ৮০ শতাংশ বাজার শেয়ারের মাধ্যমে শীর্ষে ছিল নোটবুক। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের থেকে চাহিদা বৃদ্ধিতে গত প্রান্তিকে ভারতে নোটবুকের বিক্রি ৩০ লাখ ইউনিট ছাড়িয়েছে। ধীরে ধীরে অফিস-আদালত চালু হওয়ায় ডেস্কটপ পিসি বিক্রি হয়েছে ৩০ দশমিক ৫ শতাংশ।

ভারতের বাজারে নোটবুকের চাহিদা এখনো বেশ চাঙ্গা। তবে পর্যাপ্ত জোগান না থাকায় বিদ্যমান চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে বিক্রেতারা। তৃতীয় প্রান্তিকে ভারতের বাজারে সর্বোচ্চ পিসি বিক্রি করেছে এইচপি। এ নিয়ে টানা তৃতীয় প্রান্তিকের মতো ভারতের বাজারে শীর্ষস্থান ধরে রাখল মার্কিন এ প্রযুক্তি জায়ান্টটি। বাণিজ্যিক ও ভোক্তা সেগমেন্টে ২৮ দশমিক ৫ শতাংশ বাজার শেয়ার ছিল এইচপির। বাণিজ্যিক সেগমেন্টে ৩০ শতাংশ বাজার শেয়ারের মাধ্যমে নিরঙ্কুশ অবস্থান তাদের। তবে ভোক্তা সেগমেন্টে এইচপির বাজার শেয়ার কিছুটা কমে ২৫ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে।

সার্বিক পিসির বাজারে ২৩ দশমিক ৮ শতাংশ বাজার শেয়ার নিয়ে দ্বিতীয় স্থান ডেল টেকনোলজিসের। প্রথমবারের মতো ভারতে ডেলের পিসি বিক্রি ১০ লাখ ইউনিট ছাড়িয়েছে। ভোক্তা সেগমেন্টে ১৯ দশমিক ২ শতাংশ বাজার শেয়ারের মাধ্যমে লেনোভোকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্ িক কোম্পানিটি।

বণিক বার্তা

kohit
2021-11-28, 06:46 PM
আইফোন ছাড়াই কাজ করবে অ্যাপলের হেডসেট

আগামী বছরের কোনো এক সময় অগমেন্টেড রিয়েলিটি (এআর) বা ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট উন্মোচন করবে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। নতুন প্রকাশিত তথ্যানুযায়ী হেডসেটটি ম্যাকের মতো শক্তিশালী হবে। এমনকি আইফোন ছাড়াও ব্যবহার করা যাবে। খবর গিজমোচায়না।

৯টুম্যাকে প্রকাশিত অ্যাপলের গবেষক মিং চি কুর সর্বশেষ ইনভেস্টরস নোট সূত্রে এ তথ্য জানা গেছে। কু বলেন, কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি ম্যাকের সমান কম্পিউটিং সক্ষমতা দিয়ে হেডসেটটি বাজারে আনবে। এতে যে চিপ ব্যবহার করা হবে, তা বাজারে থাকা অন্যান্য এআর হেডসেটের চেয়ে ব্যতিক্রম। গবেষকের তথ্যানুযায়ী, আগামী ১০ বছরের মধ্যে অ্যাপল আইফোনের জায়গায় অগমেন্টেড রিয়েলিটিকে (এআর) স্থলাভিষিক্ত করার পরিকল্পনা নিয়েছে, যার প্রথম ধাপ হচ্ছে এ হেডসেট।

২০২২ সালে অ্যাপল পণ্য বাজারজাতে যে সময় নির্ধারণ করেছে সেটি মিং চি কুর চতুর্থ প্রান্তিকের পূর্বাভাসের সঙ্গে মিলে গেছে। তিনি বলেন, ম্যাকবুকে যে এমওয়ান প্রসেসর ব্যবহার করা হয়েছে ফ্ল্যাগশিপ প্রসেসরগুলোতে এর সমপরিমাণ কম্পিউটিং সক্ষমতা থাকবে। অন্যদিকে কমদামি প্রসেসরে সাধারণ কম্পিউটিং সক্ষমতা থাকবে। অ্যাপলের এআর হেডসেটে সনির দুটি ফোরকে মাইক্রো ওলেড ডিসপ্লে প্যানেলের পাশাপাশি ভিআর ব্যবহারের ফিচারও থাকতে পারে বলে আশা প্রকাশ করেছেন মিং চি।

বণিক বার্তা

kohit
2021-12-01, 05:26 PM
স্মার্ট হোম ডিভাইসে ঝুঁকছে প্রযুক্তি জায়ান্টরা

ঘরের আলো জ্বালানো থেকে শুরু করে দরজা তালা দেয়ার ক্ষেত্রে বাসাবাড়ি ও শোবার ঘরে ঢুকেছে বিভিন্ন স্মার্ট হোম ডিভাইস। করোনাকালে বাসা থেকে কাজ বৃদ্ধিতে ওয়ার্ক ফ্রম হোম টুলস হিসেবেও জায়গা করে নিচ্ছে তারা। বাজারের চাহিদার দিকে তাকিয়ে অ্যামাজন, মেটা ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্টরা ঝুঁকছে বিভিন্ন স্মার্ট হোম অ্যাপ্লিকেশন তৈরিতে। খবর ওয়াশিংটন পোস্ট।

পারিবারিক ও কর্মজীবনের মধ্যে ফারাক ঘুচিয়ে দিয়েছে করোনা মহামারী। ঘরে থেকে বা অফিসের বাইরে থেকে কাজ আগে যেখানে ছিল অল্প কতকের, সেখানে কভিডকালে প্রায় প্রত্যেকেই তাতে অভ্যস্ত হয়ে উঠেছে। এতে বিভিন্ন স্মার্ট হোম ডিভাইসের ওপর নির্ভরশীলতা আরো বেড়েছে। এখন হয়তো কোনো জরুরি ভার্চুয়াল মিটিং কিংবা ব্যস্ত শিডিউল ঠিক রাখার জন্য অনেকে নির্ভর করছে অ্যালেক্সা কিংবা গুগল অ্যাসিস্ট্যান্টে ওপর। বিভিন্ন প্রযুক্তি যেমন মানুষকে কিছুটা আয়েস দিচ্ছে তেমনি বাড়িয়ে দিচ্ছে উদ্বেগও। স্মার্ট হোম ডিভাইসগুলো হয়তো অনেকের উৎপাদনশীলতা বাড়িয়ে দিয়েছে, কায়িক পরিশ্রম কমিয়ে দিয়েছে, কিন্তু তাতে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা হুমকিতে পড়ারও ঝুঁকি রয়েছে, যা ব্যক্তির সঙ্গে সঙ্গে বিপদে ফেলতে পারে কোম্পানি বা প্রতিষ্ঠানকেও। এজন্য বিভিন্ন স্মার্ট হোম ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার আহ্বান রাখেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

বণিক বার্তা

kohit
2021-12-29, 02:41 PM
ফেসবুক-টিকটকে ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে অসন্তুষ্ট মার্কিনরা


ব্যক্তিগত ডাটার সুরক্ষা নিয়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতি আস্থা নেই সংখ্যাগরিষ্ঠ আমেরিকানের। কিন্তু এসব সেবা গ্রহণ ছাড়া তাদের কাছে কোনো বিকল্প নেই। ওয়াশিংটন পোস্ট ও স্কার স্কুলের নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর ডেইলি ডট।

গত নভেম্বরে প্রাপ্তবয়স্ক ১ হাজার ১১২ জন আমেরিকানের ওপর জরিপটি চালানো হয়েছে। তারা বলছেন, প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর বেশকিছু ইস্যুতে আস্থার ঘাটতি রয়েছে। কীভাবে তাদের অনলাইন তত্পরতা নজরদারির আওতায় যাচ্ছে কিংবা মনিটাইজ হচ্ছে, সে ব্যাপারে ব্যবহারকারীদের সীমিত নিয়ন্ত্রণের বিষয়টি তাদের জন্য উদ্বেগের।

ওয়াশিংটন পোস্ট ও স্কার স্কুলের জরিপে দেখা গেছে, ফেসবুক ও টিকটকের সেবা নিয়ে অধিকাংশ আমেরিকানের আস্থার সংকট রয়েছে। কিন্তু বর্তমানে আন্তঃসম্পর্কিত বিশ্বে তাদের এড়িয়ে চলা প্রায় অসম্ভব বলে মনে করছেন তারা। এর সমাধান হিসেবে ৬৪ শতাংশের দাবি ক্রমবর্ধমান সরকারি নীতিমালা।

সব প্রযুক্তি কোম্পানিকে অবশ্য সমান চোখে দেখছেন না মার্কিনরা। নয়টি শীর্ষ কোম্পানিতে ব্যক্তিগত তথ্য ও ডাটার সুরক্ষা নিয়ে তাদের আস্থা কতটুকু—এমন প্রশ্নের জবাবে ৭২ শতাংশ জানান, ফেসবুকে তাদের তেমন আস্থা নেই কিংবা একেবারেই আস্থা নেই।

বণিক বার্তা

kohit
2022-01-02, 06:00 PM
নিষেধাজ্ঞার ধাক্কায় হুয়াওয়ের আয় কমেছে ২৯%


সদ্য বিদায়ী ২০২১ সালে হুয়াওয়ের আয় আগের বছরের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কমেছে। মার্কিন নিষেধাজ্ঞায় চীনা প্রযুক্তি জায়ান্টটির স্মার্টফোন বিক্রি তলানিতে গিয়ে ঠেকায় তাদের আয়ে বড় ধরনের এই পতন হলো। খবর দ্য গার্ডিয়ান।

বছরের শেষ দিন কর্মীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে হুয়াওয়ের চেয়ারম্যান গিয়ু পিং জানান, ২০২১ সালে কোম্পানির আয় আগের বছরের তুলনায় ২৯ শতাংশ কমে দাঁড়ায় ৬৩ হাজার ৪০০ কোটি ইউয়ান বা ৯ হাজার ৯৫০ কোটি ডলারে।

ব্যবসায় এ টানাটানি নিয়েই ২০২২ সাল শুরু করতে যাচ্ছে হুয়াওয়ে। সেখান থেকে উত্তরণের পথ কী হতে পারে, সেটাও কর্মীদের লিখেছেন গিয়ু।

নতুন বছরের বার্তায় গিয়ু জানান, সব মিলিয়ে কোম্পানির কার্যক্রমে তিনি সন্তুষ্ট। তবে নতুন বছরেও যে নানা চ্যালেঞ্জ থাকবে, সে বিষয়ে তার সন্দেহ নেই। ব্যবসার অনিশ্চিত পরিবেশ, প্রযুক্তির রাজনীতিকরণ ও ক্রমবর্ধমান বিশ্বায়নবিমুখ আন্দোলন বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে।

বণিক বার্তা

kohit
2022-01-19, 02:07 PM
চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রি ৫ শতাংশ কমেছে


গত বছরের শেষ প্রান্তিকে বিশ্বব্যাপী ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি কমেছে ৫ শতাংশ। করোনা মহামারীর কারণে কয়েক প্রান্তিকে বেশ চাঙ্গা বিক্রির পর পিসি বিক্রিতে শ্লথগতি দেখা যাচ্ছে। গবেষণা সংস্থা গার্টনারের নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য ন্যাশনাল।

গার্টনার জানায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বিশ্বব্যাপী পিসি বিক্রি ৮ কোটি ৮৩ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। ২০২০ সালের একই প্রান্তিকের চেয়ে যা ৪৬ লাখ ইউনিট কম।

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটভিত্তি গবেষণা সংস্থাটির গবেষণা পরিচালক মিকাকো কিতাগাওয়া জানান, যুক্তরাষ্ট্রের বাজারে পিসি বিক্রি কমার কারণ হচ্ছে চলমান সরবরাহ চেইন সংকট এবং ক্রোমবুকের চাহিদা হ্রাস। মহামারীর কারণে পিসি বিক্রিতে যে চাঙ্গা ভাব দেখা দিয়েছিল তা সর্বোচ্চ চূড়ায় পৌঁছার পর কমতে শুরু করেছে।

টানা ছয় প্রান্তিকে প্রবৃদ্ধির পর চতুর্থ প্রান্তিকে প্রথমবারের মতো কমল পিসি বিক্রি। অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান বাসা থেকে কাজ ও ক্লাসনির্ভর হয়ে পড়লে পিসি বিক্রি বেড়েছিল।

গত প্রান্তিকে পিসি বিক্রি কমলেও বছরওয়ারি বিক্রি রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে। গার্টনার বলছে, গত বছর পিসি বিক্রি ছিল ২০১৩ সালপরবর্তী সর্বোচ্চ। গত বছর বৈশ্বিক পিসি বিক্রি ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি ৯৮ লাখ ইউনিট।

কিতাগাওয়া বলেন, গত বছর পিসির গড় মূল্য বৃদ্ধিতে নির্মাতা কোম্পানিগুলোর আয় বেড়েছে। আরো দু-তিন বছর অন্তত পিসি বিক্রি মহামারী-পূর্ব সময়ের জায়গায় যাচ্ছে না।

বণিক বার্তা

kohit
2022-02-02, 03:00 PM
২০২১ সালে ইউরোপের স্মার্টফোন বাজার ৮% সম্প্রসারণ, রেকর্ড বিক্রি ভারতের

২০২০ সালে করোনার অভিঘাতে স্মার্টফোন বাজার বেশ ধাক্কা খেলেও ২০২১ সালে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। সরবরাহ চেইন সংকট ও চিপস্বল্পতার মধ্যেও গত বছর ৮ শতাংশ সম্প্রসারণ হয়েছে ইউরোপের স্মার্টফোন বাজার। এদিকে ভারতে স্মার্টফোন বিক্রি ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৯০ লাখ ইউনিট। কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বছর ইউরোপের স্মার্টফোন বাজারে শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্যে লড়াই তীব্রতর হয়েছে। শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডগুলোয় বেশ কয়েকবার রদবদল হয়েছে। প্রথম ফাইভজি আইফোন উন্মোচনের মাধ্যমে ৩৪ শতাংশ বাজার হিস্যা নিয়ে ২০২১ শুরু করেছিল অ্যাপল। গত ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এস২১ সিরিজ উন্মোচনের ফলে ওই মাসে স্যামসাংয়ের বিক্রি বাড়ে ২৪ শতাংশ। এতে ইউরোপের বাজারে শীর্ষ ব্র্যান্ড হিসেবে অবস্থান পুনরুদ্ধার করে তারা। কিন্তু মে মাসে ভিয়েতনাম কারখানায় কয়েক সপ্তাহ কার্যক্রম বন্ধ থাকায় অবস্থান হারায় তারা। এতে জুনে প্রথমবারের মতো ইউরোপের বাজারে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড হয়ে দাঁড়ায় শাওমি।

চীনা ব্র্যান্ডটির চমকের পেছনে বড় ভূমিকা রেখেছে রাশিয়া, স্পেন ও ইতালির মতো বাজারে রেকর্ড স্মার্টফোন বিক্রি। ইউরোপের বাজারে শীর্ষস্থানে অবস্থান অবশ্য মাত্র এক মাসের ছিল শাওমির। জুলাইয়ে এ সিরিজের ফোনের মাধ্যমে শীর্ষস্থান পুনরুদ্ধার করে স্যামসাং। গ্যালাক্সি জি ফোল্ড ৩ ও ফ্লিপ ৩ ফোনের মাধ্যমে পরবর্তী কয়েক মাস শীর্ষস্থান ধরে রাখে দক্ষিণ কোরীয় স্মার্টফোন জায়ান্টটি। অ্যাপলের আইফোন ১৩ উন্মোচনের পর ২০২১ সালের শেষ তিন মাসে শীর্ষস্থান ধরে রাখে অ্যাপল।

বণিক বার্তা