PDA

View Full Version : টেসলা বট: মানবসদৃশ রোবট টেসলা আনবে ২০২২ সালে



DhakaFX
2021-08-22, 04:51 PM
এবার রোবট নির্মাণের ঘোষণা দিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। ২০২২ সালেই মানবসদৃশ ‘টেসলা বট’-এর প্রোটোটাইপ উন্মোচন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। ইলন মাস্ক নতুন রোবট নির্মাণের খবর জানিয়েছেন ১৯ অগাস্ট, টেসলার ‘এআই ডে’ অনুষ্ঠানে । বিপজ্জনক অথবা বিরক্তিকর যে কাজগুলো মানবকর্মীরা সাধারণত করতে চান না, টেসলার পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার নতুন রোবট সেই কাজগুলোই করবে বলে জানিয়েছেন মাস্ক। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, টেসলার রোবট “অর্থনীতির উপর বড় প্রভাব ফেলবে” বলে মন্তব্য করেছেন মাস্ক। নিজের প্রতিষ্ঠানের রোবটগুলোকে শ্রমবাজারে কর্মী সংকটের সমাধান হিসেবে উপস্থাপন করেছেন তিনি। রোবটগুলোর নির্মাণ যেন ব্যয়বহুল না হয়, সে বিষয়টি আলাদা গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন মাস্ক।
http://forex-bangla.com/customavatars/1039281401.jpg