PDA

View Full Version : একাধিক পেয়ার নাকি নির্দিষ্ট কোন পেয়ার?



Sakib42
2021-08-24, 10:48 PM
ফরেক্স ট্রেডিং করার জন্য আমরা অনেক কারেন্সি পেয়ারঃ পেয়ে থাকি। কেউ কেউ নির্দিষ্ট পেয়ারে ট্রেডিং করে আবার কেউ কেউ একাধিক পেয়ারে ট্রেডিং করে থাকে। আপনি কি নির্দিষ্ট কোন পেয়ারে ট্রেডিং করেন নাকি একাধিক পেয়ারে ট্রেডিং করেন?

Sakib42
2021-08-24, 10:53 PM
যদি আপনার কাছে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি একাধিক পেয়ারে ট্রেডিং করতে পারেন। আবার অনেক অভিজ্ঞ ব্যক্তি রয়েছে যারা একটি পেয়ারের উপরে নিজেকে দক্ষ করে তুলেছে, মূলত যারা নতুন অবস্থায় ফরেক্সে আসে তাদের উচিত একটি পেয়ার নিয়ে ট্রেডিং করা। এবং যখন সে দক্ষ হয়ে যাবে তখন সে চাইলে বিভিন্ন পেয়ারে ট্রেডিং করে অর্থ উপার্জন করতে পারে। আমি নির্দিষ্ট কোন পেয়ারে ট্রেডিং করিনা। আমি সর্বদা মেটালে ট্রেডিং করে থাকি।

Starship
2021-08-25, 01:11 AM
আমার মতে প্রথম অবস্থায় নতুন কোন ট্রেডারের ট্রেড করার ক্ষেত্রে খুব বেশি পেয়ার না নিয়ে হাতে গোনা একটি বা দুটি পেয়ার নিয়ে ট্রেড করা উচিত। কেননা একাধিক পেয়ারে ট্রেড করার ফলে সঠিকভাবে ট্রেড সিদ্ধান্ত নিতে পারবেন না। এতে করে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই প্রথম অবস্থায় ডেমো অ্যাকাউন্ট এ সর্বোচ্চ দুটি পেয়ারে অনুশীলন করতে পারেন ট্রেড করার ক্ষেত্রে একটি পেয়ার সিলেক্ট করতে পারেন। কেননা এখানে একাধিক পেয়ারে ট্রেড করলেই প্রফিট হবে না, এর জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং অভিজ্ঞতা।

md mehedi hasan
2021-08-25, 06:23 AM
ফরেক্স মার্কেটে প্রচুর জ্ঞান অর্জন করতে পারলে যে একাধিক পিয়ারে ট্রেড করতে হবে এমন কোন কথা নেই।তবে ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার একাধিক পিয়ারে ট্রেড কম করে।তার তাদের পছন্দমতো একটি বা দুটি পিয়ারে ট্রেড করে থাকে।আর আমাদের মত অদক্ষ ট্রেডাররা একাধিক পিয়ারে ট্রেড করে থাকে।কারন একাধিক পিয়ারে ট্রেড করলে ট্রেড এন্ট্রি নেওয়ার সুযোগ বেশি থাকে।ফলে লস হওয়ার সম্ভবনা বেশি থাকে।তাই একাধিক পিয়ারে ট্রেড না করে একটি বা দুটি পেয়ারে ট্রেড করা ভালো

EmonFX
2021-08-25, 08:49 AM
আসলে আমাদের মতো রিটেইল ট্রেডারদের বড় সমস্যা হলো একই সাথে একাধিক পেয়ার নিয়ে এনালাইসিস ও ট্রেড করে থাকি। একই সাথে অনেকগুলো পেয়ারে এনালাইসিস করলে কোনোটাই সঠিকভাবে এনালাইসিস করা সম্ভব হয়না। এর থেকে আমরা যদি দু-একটি পেয়ার নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে এনালাইসিস করি তাহলে ওই পেয়ারে অনেক বেশি দক্ষ হয়ে ওঠা সম্ভব। প্রফিট করার জন্য অনেকগুলো পেয়ারের দরকার হয় না। প্রফিট করার জন্য একটি পেয়ারই যথেষ্ট। এই বিষয়টি আমরা জানলেও আসলে কাজের বেলায় মেনে চলি খুব সামান্য সংখ্যক ট্রেডার। আমাদের উচিত একটি মেজর কারেন্সি পেয়ার নিয়ে ভালোভাবে এনালাইসিস করা, তাহলে বেশিরভাগ এন্ট্রিতেই প্রফিট করা সম্ভব।