View Full Version : অল্প টার্গেট রাখেন কিন্তু বেশি দিন টেকার চেষ্টা করুন।
md mehedi hasan
2021-08-27, 06:16 AM
আমরা ফরেক্স মার্কেটে একেরপর এক একাউন্ট লস করে চলছি।প্রতি মাসে বোনাস নিচ্ছি আর একাউন্ট্ ফাকা করছি।এর একটাই কারন অতিরিক্ত লাভের আশা করা।বেশি প্রফিট করবো বেশি উত্তোলন করতে পারবো।এই সব ব্যাকডেটেট চিন্তা মাথা থেকে দূর করুন।চিন্তা করুন বেশি না দুই পারসেন্ট ইনকাম করলেই যথেষ্ট।এভাবেই অল্প অল্প করে এগিয়ে যান।দেখবেন আপনি ফরেক্স মার্কেটে অনেক দিন টিকে আছেন।আর এই টিকে থাকার চেষ্টা প্রতিনিয়ত করে যাওয়াই উচিত।
samun
2022-01-18, 03:50 PM
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আলোচনা করেছেন আসলে আমাদের ট্রেডারগন সাধারণত আকাশছোঁয়া লোভ করেই ফরেক্স মার্কেটে পদার্পণ করে যার কারনে শুরু হওয়ার পূর্বেই সবকিছু শেষ হয়ে যায় কিন্তু ফরেক্স মার্কেটে শুরু করতে হলেও যেন দীর্ঘ এক বছরের মতো প্রয়োজন হয় তাই সর্বপ্রথম মার্কেটে ধৈর্য ধারণ করতে হয় বেশি বেশি জ্ঞান অর্জন করে দক্ষতা বৃদ্ধি করে এবং অভিজ্ঞ হয়ে ফরেক্স মার্কেটে নিজের সর্বস্ব দক্ষতার পরিচয় দিয়ে টিকে থাকতে হয়
IFXmehedi
2022-01-19, 12:08 PM
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আলোচনা করেছেন আসলে আমাদের ট্রেডারগন সাধারণত আকাশছোঁয়া লোভ করেই ফরেক্স মার্কেটে পদার্পণ করে যার কারনে শুরু হওয়ার পূর্বেই সবকিছু শেষ হয়ে যায় কিন্তু ফরেক্স মার্কেটে শুরু করতে হলেও যেন দীর্ঘ এক বছরের মতো প্রয়োজন হয় তাই সর্বপ্রথম মার্কেটে ধৈর্য ধারণ করতে হয় বেশি বেশি জ্ঞান অর্জন করে দক্ষতা বৃদ্ধি করে এবং অভিজ্ঞ হয়ে ফরেক্স মার্কেটে নিজের সর্বস্ব দক্ষতার পরিচয় দিয়ে টিকে থাকতে হয়
হ্যাঁ ভাই আমিও আপনার সাথে একদম সহমত পোষণ করি । কারণ ফরেক্স মার্কেট কাজ করতে পারাটা এমন একটি সিস্টেম যেটা কখনোই হুটহাট করে বা তাড়াহুড়া করে সফল করতে পারা যায় না । এ ক্ষেত্রে দীর্ঘদিন সময় দিয়ে ধৈর্য সহকারে ফরেক্স এ কাজ করতে পারলে তবেই এখানে বেশিদিন টিকে থাকতে পারা যায় । আপনি যদি অভার ট্রেডিং করেন লোভের বশবর্তী হয়ে বা সঠিকভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে খুব সহজেই অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে । এজন্য লোভ না করে অল্প অল্প করে অর্থোপার্জনের চেষ্টা করুন ।
Starship
2022-01-19, 03:58 PM
ফরেক্স মার্কেটে প্রথম অবস্থায় প্রফিট করা তো দূরের কথা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। আমি সবসময় চেষ্টা করি খুব অল্প টার্গেট নিয়ে ফরেক্স মার্কেটে গিয়ে যেতে। কেননা প্রথম অবস্থায় যদি আমি বেশি প্রফিটের আশা করি তাহলে তুমি খুব শীঘ্রই মার্জিন কল খেয়ে ফরেক্স থেকে ছিটকে যাবেন। সবচাইতে বড় বিষয় হলো ফরেক্স মার্কেটে নিজের ধৈর্য পরীক্ষায় অতিক্রম করতে হবে। ধৈর্য ছাড়া আপনি কখনো ফরেক্স মার্কেটের সফলতা পাবেন না।
EmonFX
2022-01-19, 06:23 PM
আমাদেরকে অবশ্যই প্রতিদিন, প্রতিমাস এবং প্রতিমাসের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেই অনুযায়ী পরিকল্পনামাফিক ট্রেডিং করা উচিৎ। আমরা অনেকেই প্রফিট করি কিন্তু প্রফিট ধরে রাখতে পারিনা। এর মূল কারণ হলো আমরা প্রফিটে থাকা ট্রেডটি অল্প কিছু প্রফিট নিয়েই ক্লোজ করে দেই। কিন্তু আমরা লসে থাকা ট্রেডটি দীর্ঘ সময়ে হোল্ড করে থাকি, মার্কেট ফিরে আসবে এই আশায়। যখন মার্কেট ফিরে না আসে তখন বড় ধরনের লস নিয়েই ট্রেডটি ক্লোজ করে দেই। যার কারণে অনেকগুলো ট্রেডে ছোট ছোট প্রফিট করলেও সেটা একটি ট্রেডে লস হয়ে যায়। ফলাফল দাঁড়ালো লসের পরিমাণ বেশি। এটা একটা সাইকোলজিকাল প্রস্পেক্ট। আমাদের এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। প্রফিটে থাকা ট্রেডটি ক্লোজ না করে বরং break-even লেভেলে এস এল টেনে দিন এবং প্রতিটি ট্রেডে অবশ্যই এস এল অর্ডার ব্যবহার করুন, প্রতিটি ট্রেডে ২০/৩০ পিপস স্টপ লস অর্ডার ব্যবহার করুন। আসলে আমরা লস নিতে চাই না বলে স্টপ লস অর্ডার ব্যবহার করিনা কিন্তু যার খেসারত দিতে হয় অনেক বড় লস এর মধ্য দিয়ে। এ অবস্থা থেকে যতদিন না আমরা বের হতে পারবো ততোদিনে প্রফিটের মুখ দেখা সম্ভব নয়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.