PDA

View Full Version : ফরেক্স মার্কেটে নিজের এনালাইসিস কে বেশি গুরুত্ব দেবেন।



md mehedi hasan
2021-08-27, 06:43 AM
আমার জীবনে ঘটে যাওয়া বাস্ত ঘটনা আপাদের সামনে তুলে ধরলাম।পোস্ট টি পরলে আপনারা উপকৃত হবেন।গত মঙ্গলবার ঘটনা একজন বিজ্ঞ বড় ভাই তার টেলিগ্রামে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি ফ্রি সিগন্যাল দেয়।আমি মিথ্যা বলবো না সিগন্যাল গুলো ৮০ এর বেশি কাজ করে।আমি ঐ ভাইয়ার সিগন্যাল দেখে ট্রেড ওপেন করি।আমার একটি ট্রেড ওপেন করেছিলাম।যে টা ঐ ভাইয়ার সিগন্যাল এর বিপরীতে।ফলে আমার ট্রেড টি ক্লোজ করে দিয়ে আরও একটি ট্রেড ওপেন করি সিগন্যাল অনুসারে।কিন্তু আমি আমার স্ট্রেজি অনুযায়ী স্টাপলস ব্যবহার করি।ফলে আমি লস করি।আর আমি যে ট্রেডটি একটু লসে ক্লোজ করি সেটা লাভে ছিলো।তবে এখানে আমি কারো দোষ দিবনা কারন দোষ টা আমার।এরপর লস খেয়ে উল্টা অট্রেড করে আবার লস করি।পরে বুঝতে পারলাম আমি যদি কাউকে ফলো না করে আমার স্ট্রেজি অনুযায়ী ট্রেড করতাম তাহলে এসব হতো না।এত লসও হতোনা।যদিও ঐ ভাইয়া অনেক ভালো মানের ট্রেডার তারপর তাকে ফলো করা আমার ঠিক হয় নি।আলহামদুলিল্লা আজকে সকালে একটি ট্রেড ক্লোজ এর মাধ্যমে আমার লস রিকভারির করতে পেরেছি।সেই সাথে শিখতে পেরেছি ফরেক্স মার্কেটে নিজের এনালাইসিস কে বেশি গুরুত্ব দিতে হবে।

EmonFX
2021-08-27, 08:56 AM
প্রবাদ আছে যে, "অউন সাজেশন ইজ দা বেস্ট সাজেশন"। নিজের স্ট্রাটেজিতে ট্রেড করে আপনি লস করলে বা ভুল করলে তার মাধ্যমে শিখতে পারবেন। ফরেক্স মার্কেটে ভুল বা লস না করে কেউ ভালো ট্রেডার হতে পারেনা। অন্যের এনালাইসিস বা সিগন্যালের উপরে নির্ভর না করে নিজেই নিজের প্রতিভাকে বিকশিত করুন এবং নিজের ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করার চেষ্টা করুন তাতে করে দেখা যাবে আপনি নিজেই একসময় ভালো ট্রেডিং সিগনাল তৈরি তৈরি করতে পারছেন যেটা একদিন আপনাকে সফল ট্রেডারে পরিনত করবে।

আপনি যথার্থই বলেছেন। আমাদের নিজের যোগ্যতায় বা নিজের মতামত এবং এনালাইসিস এর উপর ভিত্তি করেই ট্রেডিং করা উচিত। প্রাথমিক পর্যায়ে নিজের এনালাইসিস যদি ভুলও হয় তাও ভালো কারন এর মাধ্যমে আপনি আপনার ভুলগুলো সংশোধন করে নিজেকে দক্ষ ভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। অনেকেই মুখিয়ে থাকেন অন্য কারো সিগন্যাল বা এনালাইসিস এর আশায়, সেটা দিয়ে ট্রেড করে প্রফিট অর্জন করার চেষ্টা করে। আমি মনে করি সেটা নিজের প্রতিভাকে ধ্বংস করারই নামান্তর। আর তাছাড়া ফরেক্স মার্কেটে এমন কোন এনালিস্ট নেই যে শতভাগ নিশ্চিত করে বলতে পারে ভবিষ্যৎ মার্কেট কেমন হতে পারে। ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে হয়তো কিছুটা ধারণা দিতে পারে। তাই বলে অন্ধের মত বিশ্বাস করে ট্রেড আর কোনো মানে হয় না।

Mas26
2021-08-27, 09:31 AM
ফরেক্স মার্কেটে আমরা অধিকাংশ সময় অন্যের এনালাইসিস এর উপরে নির্ভর করে থাকি। যার কারণে আমাদের ফরেক্স মার্কেটে অনেক সময় লস হয়। আসলে নিজে যদি এনালাইসিস করতে পারি তাহলে সেটাই অনেক ভালো হয়। কারণ নিজের মতো করে করা যায় কিন্তু অন্যের উপর নির্ভর করে এনালাইসিস এর মাধ্যমে যদি আপনি ট্রেড করেন তাহলে সেক্ষেত্রে আমানার লস সম্ভাবনা বেশি থাকে। এবং আমি দেখেছি অনেক সময় এর বিপরীতে যায় বেশিরভাগ সময়ে ট্রেড বিপক্ষে থাকে। তাই আমি মনে করি নিজের এনালাইসিস গড়ে তোলা ভালো এবং নিজের এনালাইসিস অনুযায়ী কাজ করা উচিত।

samun
2022-01-18, 03:44 PM
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি আলোচনা করেছেন ফরেক্স মার্কেটে সর্বদাই নিজের মেধাকে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে ফরেক্স মার্কেট এ আপনি উন্নতি সাধন করতে পারবেন কিন্তু যদি আপনি অপরের উপর নির্ভরশীল হন তাহলে ফরেক্স মার্কেট এ আপনি খুব বেশিদিন টিকে থাকতে পারবেন না এজন্য নিজের এনালাইসিস করা শিখুন এবং তাকে নতুন নতুন সৃজনশীলতার মধ্য দিয়ে আরও উজ্জীবিত করুন যাতে করে ফরেক্স মার্কেটে কখনো আপনি কারোর জন্য ঠেকে না জান

Starship
2022-01-18, 03:49 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমাদের এনালাইসিস করো অত্যাবশ্যকীয়। এনালাইসিস করা ছাড়া ট্রেড করলে ভালো ফলাফল করার সম্ভব নয়। এজন্য সম্ভব হলে অপরের ইন্ডিকেট ফলো না করে নিজে এনালাইসিস করে ট্রেড কারুন প্রথম অবস্থায় আপনার এনালাইসিস সঠিক না হলেও পরবর্তীতে ধীরে ধীরে আপনি একজন দক্ষ এনালাইসিস সম্পূর্ণ ট্রেডার হতে পারবেন। আর একজন দক্ষ ট্রেডারের অভিজ্ঞতা ফরেক্স মার্কেটে থেকে সব সময় সুফল বয়ে আনতে পারে।

IFXmehedi
2022-01-19, 11:50 AM
প্রবাদ আছে যে, "অউন সাজেশন ইজ দা বেস্ট সাজেশন"। নিজের স্ট্রাটেজিতে ট্রেড করে আপনি লস করলে বা ভুল করলে তার মাধ্যমে শিখতে পারবেন। ফরেক্স মার্কেটে ভুল বা লস না করে কেউ ভালো ট্রেডার হতে পারেনা। অন্যের এনালাইসিস বা সিগন্যালের উপরে নির্ভর না করে নিজেই নিজের প্রতিভাকে বিকশিত করুন এবং নিজের ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করার চেষ্টা করুন তাতে করে দেখা যাবে আপনি নিজেই একসময় ভালো ট্রেডিং সিগনাল তৈরি তৈরি করতে পারছেন যেটা একদিন আপনাকে সফল ট্রেডারে পরিনত করবে।

আপনি যথার্থই বলেছেন। আমাদের নিজের যোগ্যতায় বা নিজের মতামত এবং এনালাইসিস এর উপর ভিত্তি করেই ট্রেডিং করা উচিত। প্রাথমিক পর্যায়ে নিজের এনালাইসিস যদি ভুলও হয় তাও ভালো কারন এর মাধ্যমে আপনি আপনার ভুলগুলো সংশোধন করে নিজেকে দক্ষ ভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। অনেকেই মুখিয়ে থাকেন অন্য কারো সিগন্যাল বা এনালাইসিস এর আশায়, সেটা দিয়ে ট্রেড করে প্রফিট অর্জন করার চেষ্টা করে। আমি মনে করি সেটা নিজের প্রতিভাকে ধ্বংস করারই নামান্তর। আর তাছাড়া ফরেক্স মার্কেটে এমন কোন এনালিস্ট নেই যে শতভাগ নিশ্চিত করে বলতে পারে ভবিষ্যৎ মার্কেট কেমন হতে পারে। ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে হয়তো কিছুটা ধারণা দিতে পারে। তাই বলে অন্ধের মত বিশ্বাস করে ট্রেড আর কোনো মানে হয় না।

মার্কেট এনালাইসিস ফরেক্স মার্কেটের ক্ষেত্রে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা একজন সফল ট্রেডার ই জানে । আমরা যারা ফরেক্স মার্কেটে নিয়মিত কাজ করে থাকি তারা সবাই কমবেশি মার্কেট এনালাইসিস সম্পর্কে জানতে পেরেছি এবং এটাও জানতে পেরেছি যে বিভিন্ন ধরনের এনালাইসিস রয়েছে । একেকজন ট্রেডারের ক্ষেত্রে একেক ধরনের এনালাইসিস পছন্দের । তবে যে কোন ট্রেড ওপেন করার আগে প্রত্যেক ট্রেডারের উচিৎ সঠিকভাবে মার্কেট এনালাইসিস করা । কারণ এটা ছাড়া ট্রেডিং করে লাভ করা সম্ভব না অনেকাংশে কমে যায় । আজ পর্যন্ত যে সকল ট্রেডার সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে এবং মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করতে পেরেছে তারাই ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হিসেবে বিবেচিত হয়েছে বলে আমি মনে করি ।