PDA

View Full Version : বারবার মার্কেট চেক করলে মানুষিক চাপ বাড়বে ও আপনি লস খাবেন।



md mehedi hasan
2021-08-28, 06:09 AM
ফরেক্স মার্কেটে আমাদের মত ট্রেডারদের একটা কঠিন বদ অভ্যাস আছে।আমরা যদি ট্রেড ওপেন করি তা বারবার চেক করি।যা আমাদের জন্য একান্ত কাম্য নয়।আপনি যদি বারবারই মার্কেট চেক করেন আর যদি দেখেন আপনার লাভ ট্রেড টি লসে যাচ্ছে তখন আপনি কোন কিছু না ভেবেই ট্রেড টি ক্লোজ করে দিবেন পরে দেখবেন ট্রেড টি আবার লাভে গেছে।তখন আপনি মানষিক ভাবে আফসেট হয়ে পরবেন।আবার অনেক সময় দেখবেন আপনার ট্রেড টি অনেক লসে যাচ্ছে আপনি আর লস নিতে চাইবেন না আর তাই ট্রেড টি ক্লোজ করে দিবেন।পরে দেখবেন আপনার ঐ ট্রেডটি অনেক লাভ হয়েছে।অতএব আমরা বারবার মার্কেট চেক করার বদ অভ্যাস গুলো ত্যাগ করবো।

samun
2021-08-28, 12:13 PM
নিজের কথা দিয়ে বুঝাতে গেলে ফরেক্স মার্কেটে আমি ট্রাই করার পর টিপি এবং এ সেল ব্যবহার করে আমি আর মার্কেটে সেদিন খুব একটা ঢুকি না তার কারণ আমি যদি প্রতিটা মুহূর্ত মার্কেট দেখি তাহলে আমার নিজের মেধার খুব কম কাজ করে এবং একটু লস হয়ে গেলে কেন যেন মনে হয় এই শেষ হয়ে যাবে কিন্তু পরবর্তীতে ফিরে আসার সেই অপেক্ষারত সময় আমার আর থাকে না এজন্য আমি মনে করি আমাদের উচিত ফরেক্স মার্কেটে ট্রেড নেওয়ার পর অবশ্যই টিভি এবং এ সেল ব্যবহার করে বের হয়ে যাওয়া এতে করে মানসিক চাপ কিছুটা কম থাকে কারণ চোখের সামনে দেখলে অনেক কষ্ট হয়

EmonFX
2021-08-28, 02:44 PM
সারাদিন চার্টের সামনে বসে থেকে মার্কেট চেক করার কোনো প্রয়োজন নেই। তাতে করে সময়ের অপচয় আর মানসিক চাপ বাড়ানো ছাড়া আর কিছুই হয় না। এর থেকে উচিত ভালো স্ট্রাটেজি নির্ধারণ করা যেটা আপনার জন্য কাজ করবে, যা আপনার জন্য মানানসই। এটা ব্যাপার না যে আপনি একজন [টেকনিক্যাল ট্রেডার], নাকি [ফান্ডামেন্টাল ট্রেডার], নাকি দুটি মিলিয়ে একটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এমন স্ট্রাটেজি থাকা যারজন্য সারাদিন এবং রাত কাজ করার প্রয়োজন হয় না। সেই স্ট্রাটেজির কোন মানে হয় যা দিয়ে আপনি অনেক অর্থ অর্জন করছেন কিন্তু আপনাকে সারাদিন চার্টের সামনে বসে থাকতে হবে? এটা নিশ্চিত করবেন যে আপনি এমন কিছু খুঁজে বের করছেন যা আপনার কাজে আসে, যা আপনার স্টাইল এবং মানুষ ও ট্রেডার হিসেবে আপনার জন্য মানানসই।

সারাদিনব্যাপী মার্কেটকে মনিটর করার মতো সময় আপনার কাছে যদি না থেকে থাকে, তাহলে আপনি নিজস্ব ঝুঁকি পরিচালনা করতে পারেন এবং সম্ভাব্য লাভ সংরক্ষন করতে পারেন স্টপ লস এবং টেক প্রফিট অর্ডারের মাধ্যমে, যা আপনাকে আপনার নির্ধারিত প্রাইসে মার্কেট থেকে বের করে দেবে। ট্রেইলিং স্টপ বিশেষভাবে অনেক সহায়ক কারন সেটা মার্কেট মুভমেন্টের সাথেসাথে নির্দিষ্ট দূরত্বে আপনার পজিশনকে ট্রাক করবে, যা আপনাকে নিজের লাভ বাঁচাতে সাহায্য করবে যদি মার্কেট আপনার বিপরীতেও চলে যায়।

mashiurrahman
2021-08-28, 04:20 PM
i have trade 3years on forex trading market . but i have analysis forex market is currency market is emotion control is very important . when you will be check market all time it is very harmful to control emotion so forex is very high risky business that's why need to avoid more time check market .

Mas26
2021-08-28, 07:53 PM
এটা আসলেই সত্যি কথা বারবার মার্কেট রিভিউ করলে আসলে মানসিক চাপ বাড়ে কিন্তু না করে উপায় নেই কারণ অনেক সময় অনেক ট্রেড নেয়া থাকেন এবং চিন্তা ভাবনা থাকে যে এই পর্যায়ে আসলে প্রফিট করতে পারলে আমি ট্রেড ক্লোজ করে দেবো। সে ক্ষেত্রে অনেক সময় বারবার মার্কেট রিভিউ না করলে হয় না।যার কারণে বারবার মার্কেট রিভিউ করতে হয় এবং এতে কিছুটা হলেও মানসিক চাপ নিতে হয়। আসলে ব্যবসাটা এমনই ব্যবসার মধ্যে মানসিক চাপ থাকবে এটাই স্বাভাবিক এই চাপটা ধরে রাখতে পারলে ছয় দফা সফল হওয়া সম্ভব। ফরেক্স মার্কেটে ইনশাল্লাহ আল্লার রহমতে হয় মানুষিক চাপ নেওয়ার মানুষিকতা তৈরি করতে হবে।

Sakib42
2021-08-29, 11:11 PM
আসলে মানসিক চাপ থেকে আমরা মূলত বারবার ফরেক্স মার্কেট ওয়াচ করে থাকি। আমাদের যখন কোন ট্রেড চালু থাকে তখন প্রতিটা মুহূর্ত আমাদের কাছে সংকটে কাটে কেননা আমাদের মধ্যে প্রফিট অর্জন করার কিংবা ক্ষতির সম্মুখীন হওয়ার একটু টেনশন কাজ করে। আর এই মানসিক চাপ থেকেই আমরা সারাদিন মার্কেট ওয়াচ করে থাকি এবং এই সারাদিন মার্কেট ওয়াজ করার কারণে আমাদের মানসিক চাপ আরো বেশি বৃদ্ধি পায় যেটি কখনোই ঠিক না কেননা এটি যেকোন সময় আমাদের শরীরের উপর যে কোনো প্রভাব ফেলতে পারে। ট্রেডিং করার সময় সব সময় চেষ্টা করতে হবে মানসিক চাপ থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আপনাকে অনেক আত্মবিশ্বাসী থাকতে হবে মানসিক চাপ থেকে দূরে থাকার জন্য আপনি যখন ভালোমতো মার্কেট এনালাইসিস করতে পারবেন তখন এমনি আপনার মধ্যে এমন একটি প্রেশার তৈরি হবে না সুতরাং মানসিক চাপ থেকে দূরে থাকার জন্য অবশ্যই ভালো মার্কেট এনালাইসিস জরুরি।