View Full Version : আপনি কি মনে করেন ফরেক্স মার্কেটে নিজের আইডিয়া গুলো অন্যের সাথে শেয়ার করা উচিত।
md mehedi hasan
2021-08-28, 06:16 AM
ফরেক্স মার্কেটে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অন্য জন যেমন উপকৃত হবে সেই সাথেও আপনিও উপকৃত হবেন।আপনি যদি আপনার আইডিয়া গুলো অন্যের সাথে শেয়ার করেন তাহলে আপনার আইডিয়া গুলোতে ছোট খাট সমস্যা থাকলে আপনি তা ঠিককরে নিতে পারবেন।আর সেই সাথে একজন বিগেনার ট্রেডার আপনার আইডিয়া দিয়ে ট্রেড করে উপকৃত হতে পারবে।কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমরা ফরেক্স মার্কেটে কেউ কাউকে তেমন সহযোগিতা করতে চাইনা।আমরা নিজেকে অনেক বড় ট্রেডার মনে করি তো তাই বারবার একাউন্ট জিরো করি।
samun
2021-08-28, 09:43 AM
যদি আমরা শুধুমাত্র নিজেদের উন্নয়ন নিয়ে ভাবি তাহলে নিজের জ্ঞানকে নিজের ভিতর রাখার সর্বোত্তম কিন্তু যদি আমরা দেশের এবং দেশের জন্য কাজ করতে চাই তাহলে নিজের জ্ঞানকে কখনো নিজের ভিতর রাখা উচিত নয় বরং সকলের সাথে শেয়ার করে কাজ করা সর্বোত্তম কারণ আপনার চিন্তা ভাবনার উপর 10 জন 10 রকম আইডিয়া দিতে পারবে যা আপনার অনেক সময় ছোট ছোট ভুল গুলো খুব সহজেই শুধরে নিতে পারবেন তাই আমি মনে করি ফরেক্স এর যাবতীয় কথাবাত্রা এবং আইডিয়া গুলো ফোরামে একে অপরের মাঝে শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ
EmonFX
2021-08-28, 03:11 PM
আমরা যদি অভিজ্ঞতার আলো একে অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারি তাহলে সেটা আমাদের প্রত্যেকের জন্যই কল্যাণকর। ফরেক্স ট্রেডিং সম্পর্কে পূর্ণ দক্ষতা অর্জন করার পরিধি ব্যাপক ও বিশাল। একজনের পক্ষে স্বল্প সময়ে এই দক্ষতা অর্জন করা অনেকটাই অসম্ভব। কিন্তু সবাই মিলে সেই দক্ষতা অর্জন করা অনেকটাই সম্ভব। তাই আমরা যদি পরস্পর শেয়ারিং এবং কেয়ারিং এর মাধ্যমে একে অন্যের উপকারে আসতে পারি সেটা আমাদের জন্য বরং উপকারী বটে। তাই আসুন আমরা সবাই প্রত্যেকের অভিজ্ঞতা এবং এনালাইসিস সবার মাঝে শেয়ার করে একটি কমিউনিটি গড়ে তুলি। তাতে করে সবাই মিলে ভালো কিছু করা এবং ভালো থাকা সম্ভব।
mashiurrahman
2021-08-28, 04:06 PM
i believed that forex is very big place to gather knowledge for world economical situation . so every person should be share his knowledge that's help to learn new forex trader . so it is very good place to learn of forex market and world economic situation.
samun
2023-11-02, 10:15 AM
ভাই সত্য কথা বলতে একটি দেশ এবং একটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন ব্যক্তি কখনোই তা করতে পারে না অবশ্যই সঙ্ঘবদ্ধভাবে একত্রিত হয়ে যদি আমরা একের অধিক মানুষ কাজ করতে পারি তবে সেই কাজে যেমন সফলতা আসে তেমনি তা সহজে হয় বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বেকারত্বের সংখ্যা অনেক বেশি ফলে যদি আমরা ফরেক্সকে প্রাধান্য দিয়ে বেকারত্ব দূর করতে চাই তবে আমরা যদি আমাদের জ্ঞানকে প্রচার ও প্রচার করতে পারি তবে বিভিন্ন ধরনের মতামতের ভিত্তিতে আমরা আমাদের জ্ঞানকে আরো বেশি বৃদ্ধি করতে পারব পাশাপাশি এই প্রচারের মাধ্যমে অন্যরা উদ্বুদ্ধ হবে এবং জ্ঞান অর্জন করে দেশ ও জাতিকে সমৃদ্ধশালী করতে পারবে তাই আমি মনে করি ফরেস্ট মার্কেটে নিজেদের জ্ঞানকে প্রচার ও প্রচার করা অবশ্যই গুরুত্বপূর্ণ
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.