PDA

View Full Version : ফরেক্স মার্কেটে লস আমাদের চিরসঙ্গী হয়েছে।



md mehedi hasan
2021-08-28, 06:25 AM
ফরেক্স মার্কেটে লস করার জন্য আমরা নিজেরাই দায়ী।আর এই লস যেন আমাদের পিছন ছাড়ছেনা।লস আমাদের চিরসঙ্গী হয়েছে।এত কিছু হওয়ার পরও আমাদের হুস হয় না।বারবার ফরেক্স মার্কেটে লস করার জন্য যা প্রয়োজন তাই আমরা করছি।আর নিয়মিতভাবে লস করছি।আমরা জানি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জ্ঞান না থাকলে লস করতে হয়।তারপর ফরেক্স মার্কেটে রিয়েল একাউন্টে ট্রেড করি।আমরা জনি ফরেক্স মার্কেটে মানিমেনেজমেন্ট লোভ ও ধৈর্য্য হীনতা ও অভার ট্রেড এর একটি নিয়ম আছে তারপরও আমরা মানিনা।আমরা যেন ফরেক্স মার্কেটে দিন দিন লসের স্ট্রেজি তৈরি করছি।আর লস করছি।সচেতন হন।নিজেকে বারবার ব্যর্থ হতে দিবেন না।ফরেক্স মার্কেট কে সম্মান করুন।ফরেক্স মার্কেটেও আপনাকে সম্মান করবে।

samun
2021-08-28, 09:41 AM
ফরেক্স মার্কেটে গত তিন বছরে আমি যতটা না লাভ করেছি তার থেকে বেশি লস করেছে আমিতো একজন নতুন ট্রেডার কিন্তু অনেক ভালো অভিজ্ঞতা ট্রেডার রয়েছেন যারা এখনও ফরেক্স মার্কেটের লস করে থাকেন ফরেক্স মার্কেটের লস করা খুব কঠিন কোন বিষয় নয় এখানে খুবই ছোট এবং সামান্য ভুলের কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাই এটি নিয়ে চিন্তা না করে ফরেক্সের দক্ষতার উপর জোর দিয়ে যদি ফরেক্স মার্কেটে কেউ কাজ করে তবে সে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবে

EmonFX
2021-08-29, 11:50 AM
আমরা যদি ট্রেডিং সম্পর্কে ভালো জ্ঞান অর্জন ব্যতিরেখে এই মার্কেটে ট্রেড করি তাহলে লস কখনোই আমাদের পিছু ছাড়বে না বরং চিরসঙ্গী হয়ে থাকবে। আমরা বারবার ভুল করেও সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে বারংবার আবারও সেই ভুল করে যাচ্ছি। এটা আমাদের অজ্ঞতা ও অধৈর্যতার একটি চিত্ররূপ। লস থেকে বের হতে হলে আমাদের প্রচুর পরিমাণে মার্কেট স্টাডি, এনালাইসিস ও প্রপার মানি ম্যানেজমেন্ট করে ধৈর্যের সাথে লোভ নিয়ন্ত্রণ করে ট্রেডিং করতে হবে। আমাদের মত রিটেল ট্রেডারদের লস করার অন্যতম কারণ হলো লোভ নিয়ন্ত্রণ করতে না পারা এবং ধৈর্যহীনতা। আমরা অনেক সময় লস করলে ভাগ্যের দোহাই দিয়ে অলস বসে থাকি। ভাগ্যের দোহাই দিয়ে বসে না থেকে বরং ব্যাকটেস্টের মাধ্যমে লসের কারণ আইডেন্টিফাই করে সেই অনুযায়ী নিজের স্ট্রাটেজি সংশোধন করা উচিত। আসলেই এই ব্যাপারটি আমরা বারবার মুখে বললেও বাস্তব ক্ষেত্রে এটি প্র্যাকটিস করি না বিধায় লসের বৃত্ত থেকেও বের হতে পারি না। সুতরাং, একথা নির্দ্বিধায় বলা যায় যে আমাদের ভুলের জন্যই লস আমাদের চিরসঙ্গী হয়েছে।

Starship
2021-08-29, 03:59 PM
ফরেক্স মার্কেটে একটি অন্যতম অংশ হলো লস। এই লসের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। লস হওয়ার কারণ খুজে বের করার যোগ্যতা থাকতে হবে। লসের একটি অন্যতম কারন হলো অনভিজ্ঞতা। অনভিজ্ঞার কারণে অনেক ফরেক্স ট্রেডার লস করেন ও ফরেক্স থেকে ছিটকে পড়েন। লস থেকে লাভ করার জন্য লসের কারণ খুজে বের করে তা সলভ করে পরবর্তীতে ট্রেড করতে হবে। প্রতিনিয়ত ডেমো একাউন্টে সিরিয়াস ভাবে ট্রেড অনুশীলন করতে হবে। তাহলেই আমরা এক সময় লস থেকে প্রফিটের দেখা পাব।