PDA

View Full Version : প্রোগ্রামিং জানা ছাড়া কিভাবে ফরেক্স রোবট বা এক্সপার্ট এডাইজর তৈরি করবেন?



habibi
2021-08-29, 02:10 PM
আমরা অনেকে প্রোগ্রামিং জানিনা তাই নিজেদের মত করে মত রোবট বা এক্সপার্ট এডাইজর তৈরি পারি না । তবে আমরা সবাই চাই যে নিজের কাস্টমাইজ রোবট বা এক্সপার্ট এডাইজর ব্যবহার করতে। আজ আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়ার এর কথা বলব যেটা দিয়ে আপনি প্রোগ্রামিং জানা ছাড়া নিজের মত করে রোবট বা এক্সপার্ট এডাইজর তৈরি করতে পারবেন। সফটওয়্যারটির নাম হচ্ছে Etasoft Forex Generator যদি এটি ফ্রী না তবে আপনি ট্রায়াল ভার্সন দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। যদি ভাল লাগে তখন কিনে নিতে পারেন। বা বিভিন্ন সোর্স থেকে ক্র্যাক ভার্সন খুজে নিতে পারেন। এছাড়াও আরো অনেক ডেক্সটপ বা অনলাইন সফটওয়্যার রয়েছে।


Etasoft Forex Generator এর কিছু বৈশিষ্ট্য আপনাদের সাথে শেয়ার করছি-

সফটওয়্যারটি সম্পূর্ণ গ্রাফিকাল ইউজার ইন্টারফেস। প্রতিটি ব্লকে পরিবর্তনযোগ্য ইনপুট প্যারামিটার রয়েছে।
আপনি .mq4, .ex4, .mq5 বা .ex5 সহ অনেক ধরেনের ফাইল আউটপুট দিতে পারবেন।
মেটাট্রেডার ৪ এবং মেটাট্রেডার ৫ এর সাথে সামঞ্জস্যপূর্ণ।
মানি ম্যানেজমেন্ট: রিস্ক%, নির্দিষ্ট লট সাইজ, মার্টিঙ্গেল, হেজ, রিভার্স অর্ডার ব্যবহার করতে পারবেন
ব্রেকভেন, ট্রেলিং স্টপ অর্ডার, লুকানো এসএল এবং টিপি অর্ডার ব্যবহার পারবেন
ট্রেডিং ঘন্টা ফিল্টার, সপ্তাহের দিন ফিল্টার, স্প্রেড এবং স্লিপেজ ফিল্টার ইত্যাদি

Etasoft Forex Generator ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (https://forexgenerator.com/wp-content/uploads/woocommerce_uploads/2021/05/fxgsetup7.5.1-ppuutf.zip)-

15190