PDA

View Full Version : দেশে কেন ব্যবহূত জাপানি গাড়ি জনপ্রিয়?



BDFOREX TRADER
2021-08-29, 02:34 PM
জাপানের ক্ল্যাসিক গাড়িগুলো এদেশের মানুষের কাছে সবসময়ই খুব পছন্দের। আমাদের দেশ অর্থনৈতিকভাবে উন্নতি করার সঙ্গে জাপানের পুরনো ঐতিহ্যবাহী বা ভিন্টেজ গাড়ি আমদানিও বেড়েছে। মাইনিচির একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাপানি গাড়ি বিক্রির এ দারুণ সাফল্যের পেছনে লুকিয়ে আছে একটি অনাকাঙ্ক্ষিত সমস্যা। আর সেই সমস্যা হলো ভাষাগত। সাধারণত জাপানের গাড়িগুলোতে স্বয়ংক্রিয় নির্দেশনা দেয়ার ব্যবস্থা থাকে। আর সেটি দেয়া হয় জাপানি ভাষায়। পুরনো গাড়িগুলো যখন আফ্রিকায় আসে, তখন ওই ব্যবস্থাতেই আসে। ফলে যখন কোনো সমস্যা হয় বা গাড়ির পক্ষ থেকে নির্দেশনা আসে তখন জাপানি ভাষার সে সতর্কবার্তা বা নির্দেশনা বুঝতে পারেন না এই দেশের চালকরা। জাপান থেকে আসে টয়োটা সেডান, ভিটজ, ফিট, মুরানো, র্যাকটিস, অ্যালিয়নসহ সব গাড়ি।
15193