PDA

View Full Version : সব দেশের জন্য পর্যটন ভিসা চালু ইউএইর



FXBD
2021-08-30, 04:57 PM
বিশ্বের সব দেশের পর্যটকদের জন্য পর্যটক ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। প্রতিবেশী দেশ ওমানও ১৮টি দেশের জন্য সীমান্ত খুলে দিচ্ছে। তবে শর্ত একটাই; সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত করোনা ভ্যাকসিন নিতে হবে। খবর অ্যারাবিয়ান বিজনেস। ইউএইর ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) ও দ্য ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) যৌথভাবে এ নীতি কার্যকর করবে। আজ থেকে (৩০ সেপ্টেম্বর) এ নীতি কার্যকর হচ্ছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ওয়ামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আগে নিষিদ্ধ ঘোষিত দেশগুলোসহ সব দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা দেয়া হচ্ছে।
ইউএইর বিমানবন্দরে অবতরণের পর পরই আগত যাত্রীদের বাধ্যতামূলক র্যাপিড পিসিআর টেস্ট করাতে হবে। সম্পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ করা ১৮টি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আরেক উপসাগরীয় দেশ ওমান। অনুমোদিত ১৮টি দেশের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। ১ সেপ্টেম্বর থেকে ওমানে আসতে পারবেন ওই দেশগুলোর নাগরিকরা। এছাড়া স্থলপথে প্রতিবেশী ইউএইর নাগরিকরা ওমানে প্রবেশ করতে পারবেন বলে জানায় মাস্কাট।
ওমানের কভিড-১৯ কমিটি তাদের সর্বশেষ সংবাদ সম্মেলনে জানায়, সাম্প্রতিক দিনগুলোতে করোনা সংক্রমণ কমার পরিপ্রেক্ষিতে ভ্রমণে কঠোর বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ওমান ও ইউএইর মধ্যকার স্থলপথ চালু হবে। সব ভ্রমণকারীর ভ্যাকসিনেশন কার্ড পেশ করতে হবে এবং তাদের ওমান অনুমোদিত ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করতে হবে।
http://forex-bangla.com/customavatars/1293626986.jpg