View Full Version : নতুন মাসের নতুন কৌশল নিয়ে ট্রেড করুন
Starship
2021-09-01, 11:53 PM
আমার মতে নতুন মাসে নতুন কৌশল নিয়ে ফরেক্স ট্রেড করার মনস্তের করেছি। বিগত মাসের যে সকল সমস্যা কিংবা ভুল ছিল তা নতুন সাজে নতুন আঙ্গিকে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমার মতে প্রত্যেকটি এ ধরনের কৌশল নিয়ে অগ্রসর হওয়া উচিত। অবশ্যই উক্ত কৌশল ডেমো অ্যাকাউন্ট অবশ্যই যাচাইকৃত হতে হবে। আশা করি সকলে যত যত কৌশল প্রয়োগের মাধ্যমে সফল হতে পারবেন।
EmonFX
2021-09-02, 05:26 AM
হ্যাঁ আমিও চাই বিগত মাসের ভুলগুলো- যার কারণে আমি মাসের শেষ দিকে অনেকটা লস করেছি সেটা থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করে নতুন মাসে নতুন করে শুরু করতে। গতমাসে ট্রেডিংয়ের শুরুর দিকে সন্তোষজনক প্রফিট করার পরে শেষদিকে স্পেসিফিক কিছু ভুলের কারণে আমার মূল ব্যালেন্স থেকে অনেকটা লস করে ফেলেছি। গত মাসে অন্যতম ভুল ছিলো কোনদিন লস করলে সেই লস রিকোভার করতে গিয়ে অনেক বড় পরিমাণে লস করে ফেলা। আমি এটুকু অন্তত বুঝতে পেরেছি লস করলে সেটা রিকভার করার জন্য কোনরকম তাড়াহুড়ো করা ঠিক নয়। তাড়াহুড়ো করে লস রিকোভার করতে গিয়ে ট্রেড নিলে তার ফলাফল কখনোই পজিটিভ আশা করা যায় না। কোনদিন লস হয়ে গেলে বারবার এন্ট্রি না নিয়ে বরং সেদিন ট্রেড থেকে নিজেকে সরিয়ে রাখাই উচিত। বুঝতে হবে এই দিন টা আমার জন্য নয় এবং ধৈর্যের সাথে পরবর্তীতে ভালো এন্ট্রি পয়েন্ট পাওয়া গেলে দেন ট্রেড নেয়া উচিত। সুতরাং, এ মাসে আমার অন্যতম ট্রেডিং কৌশল লস। ট্রেড রিকোভার করতে কোন রকম তাড়াহুড়ো করে ট্রেড নেয়া থেকে নিজেকে বিরত রাখা।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.