View Full Version : ফরেক্স মার্কেটে ট্রেড করে সফলতার পরিমাণ?
Mas26
2021-09-02, 07:43 PM
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে তাদের ফরেক্স মার্কেটে সফলতা এবং ব্যর্থতার মাত্রা কত শতাংশ। আসলে আমরা কতটা প্রফিট করতে পেরেছি এবং কতটা এখানে প্রফিট লস করেছি এটা জানার বিষয় না। আসলে এখান থেকে আমরা কতটা সফলতা অর্জন করতে পেরেছি এবং কতটা জ্ঞান অর্জন করতে পেরেছিস সেটাই মূল বিষয়। কিন্তু তারপরও জানতে ইচ্ছে হয় যে কেকি পরিমান প্রফিট করতে পেরেছি ফরেক্স মার্কেটে। আমরা ফরেক্স মার্কেটে সাধারণত অনেক পরিশ্রম করি সে ক্ষেত্রে আমরা এখান থেকে যদি কিছু প্রফিট করতে পারি তাহলে আমাদের অনেক ভালো লাগে। সে ক্ষেত্রে আমি মোটামুটি এখান থেকে সফলতা অর্জন করতে পেরেছি আল্লাহর রহমতে এবং আপনাদের সফলতার পরিমাণ কতটুকু।
Sakib42
2021-09-02, 11:38 PM
এই প্লাটফর্মে অনেকেই রয়েছে যারা খুব কষ্ট করে কাজ করে এবং যারা তেমন একটু গুরুত্ব দিয়ে কাজ করে না। সাধারণত যারা পরিশ্রম করে তাদের লাভের শতাংশ 80 থেকে 90 শতাংশ পর্যন্ত হয়ে থাকে। আপনি যখন কোন কিছু করার জন্য পরিশ্রম করবেন তখন তা থেকে সফলতা পাবার শতাংশ 90 ভাগ এমনি এমনি চলে আসবে। আসলে এটি বেশ গুরুত্বপূর্ণ না যে আপনি কত শতাংশ বা কতবার সফল হতে পারছেন ট্রেড থেকে, মূল বিষয় হচ্ছে আপনার ফোকাস থাকা উচিত এবং 100 পার্সেন্ট দিয়ে চেষ্টা করা উচিত একটি সফল এন্ট্রি থেকে কিছু ভালো পরিমাণে প্রফেট অর্জন করার জন্য। আমি তেমন সফল নয় কিন্তু মোটামুটি ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পেরেছি এবং আমি সন্তুষ্ট। আমাদের মূলত সন্তুষ্ট থাকা উচিত।
Starship
2021-09-03, 12:03 AM
ট্রেড করার পেছনে ফরেক্স মার্কেটের সফলতার সংখ্যা খুব বেশি পরিমাণ নয়। তার মধ্যে নতুন ফরেক্স ট্রেডারের সফলতা সংখ্যা মাত্র ৫ থেকে ১০% সফল বাকি ৯০ থেকে ৯৫% করতে ব্যর্থ। এর মূল কারণ হলো আমাদের মাঝে ধৈর্যের অভাব। ধৈর্য পরিশ্রম এবং অধ্যাবসায় কারণে পড়েছে আমরা টিকে থাকতে পারিনা খুব সহজেই ঝরে পড়ি এবং ব্যর্থ ট্রেডারের সংখ্যা বৃদ্ধি করি। ফরেক্সে টিকে থাকার জন্য প্রয়োজন পর্যাপ্ত ইচ্ছাশক্তি অনুশীলন এবং দক্ষতা বৃদ্ধি করা। তাহলে সফলতা সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে উব ফরেক্স থেকে আয় করে আর্থিকভাবে স্বচ্ছতা ফিরে পেতে পারেন।
samun
2021-10-29, 08:35 AM
বিগত দুই বছর যাবত ফরেক্স মার্কেটে টোটাল আমি প্রায় 700 ডলার পর্যন্ত আয় করতে সক্ষম হয়েছে এটা কি আসলে সফলতা বলে না সরাসরি টিকে থাকার জন্য নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যালেন্স এবং মানি ম্যানেজমেন্ট এর উপর নির্ভর করে যে সুন্দরভাবে পরিচালনা করতে পারে তাকেই সফল ট্রেডার বলে
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.