PDA

View Full Version : গোল্ডে ট্রেড করার পরামর্শ চাই?



Mas26
2021-09-02, 07:58 PM
ফরেক্স মার্কেটে সাধারণত যারা গোল্ডে ট্রেড করে থাকেন তাদের গোল্ডে ট্রেড করার অভিজ্ঞতাটা অনেক ভালো। আমি ইদানিং গোল্ডে ট্রেড করার জন্য প্রিপারেশন নিচ্ছে এবং gold এ ট্রেড করলে প্রফিট অনেক দ্রুত হয় তাই আমি চিন্তা করেছি যে গোলডে ট্রেড করব। কিন্তু গোল্ডে আমি কিভাবে ট্রেড নিব এটা বুঝতে পারছি না। বাই নিব না সেল বুঝতে পারছি না। আসলে মার্কেট আপ করবেনা ডাউন করবে এটা আমি সঠিকভাবে জানতে চাই। যদি কারো এ সম্পর্কে কোন নিউজ যানা থাকে তাহলে আমাকে জানাতে পারেন সে ক্ষেত্রে আমি একটি ট্রেড নিতে পারিতাম।
এবং গোল্ডে নিউজ ট্রেড করার জন্য কোন নিউজ টা ফলো করা সবচেয়ে ভালো সেটাও কারো জানা থাকলে জানাবেন

EmonFX
2021-09-02, 10:56 PM
গোল্ড মেটালে ট্রেডিং করা সবথেকে মজার যদি আমরা সঠিকভাবে এনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট করে এসএল টিপি ইউজ করে ট্রেড করতে পারি। নিঃসন্দেহে গোল্ড মেটালে ট্রেড করা সবথেকে ঝুঁকিপূর্ণ। গোল্ডে যেভাবে দ্রুততম সময়ে প্রফিট করা সম্ভব তেমনি দ্রুত সময়ে লস করে ব্যালেন্স হারানোও সম্ভব। আমি আমার ফরেক্স জীবনের প্রথম ট্রেডটি ওপেন করেছিলাম গোল্ড মেটালে, তাও আবার ছিল ০.০৫ লটে। এবং ওই ট্রেড থেকে আমি ৫০+ ডলার প্রফিট করেছিলাম। তখন থেকেই গোল্ডে ট্রেড করার প্রতি একটা আকর্ষণ তৈরী হয়ে গিয়েছিল। *এবং শুরুর দিকে অনেক ভালো প্রফিট করেছি। তবে অতি আত্মবিশ্বাসের কারণেই আমি এই গোল্ড ট্রেড করে কয়েকবার ব্যালেন্স জিরো করেছি। এরপরে নিজেকে ভালোভাবে তৈরি করে নিয়ে আবারো সফলভাবে গোল্ড ট্রেডিং করে যাচ্ছি। গতকাল আর আজ মিলিয়ে শুধুমাত্র গোল্ডে ট্রেড করে ৫০ ডলার প্রফিট করেছি।

গোল্ড মেটালে ট্রেড করতে হলে অবশ্যই ফান্ডামেন্টাল নিউজ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখতে হবে। বিশেষ করে ইউএস ডলার রিলেটেড নিউজগুলো সর্বাধিক গুরুত্বের সাথে দেখতে হবে। ইউ এস ডলার এর সাথে সব সময় বিপরীতমুখী সম্পর্ক থাকে। অর্থাৎ ইউএস ডলার প্রাইস বৃদ্ধি পেলে গোল্ড প্রাইস কম থাকে আবার ইউ এস ডলার প্রাইস রাস পেলে গোল্ড প্রাইস কম থাকে। এছাড়াও গোল্ডের সাপ্লাই ডিমান্ড সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখতে হয়। গোল্ড ট্রেডিং এর ক্ষেত্রে বিশেষ করে FOMC news, NFP news, PMI Service, ISM Service, Fed Chair Bailey Speech, Unemployment rate ইত্যাদি নিউজগুলো অনেক বেশি প্রভাবিত করে। তাই এসব নিউজগুলো প্রকাশের সময় অনেক বেশি সতর্ক ও সচেতন থাকতে হবে।
15252

Starship
2021-09-02, 11:35 PM
গোল্ডেন ট্রেড করার পূর্বে আপনাকে প্রথমে ডেমো একাউন্টে গোল্ড পেয়ার সম্পর্কে অ্যাডভান্স লেভেলের জ্ঞান রাখতে হবে। কেননা গোল্ড হলো একটি রিস্ক পেয়ার। এখানে যেমন প্রফিট করার সুযোগও থাকে তেমনি পর্যাপ্ত লস করার সম্ভাবনা থাকে। যার কারণে এখানে অভিজ্ঞতার ভিত্তিতে ট্রেড করে যেমন প্রফিট করা সম্ভব হয় না। আমি নিজেও গোল্ড পেয়ারে ট্রেড করে থাকি। তবে অবশ্যই স্টপ লস সেট করার মাধ্যমে ট্রেড করি কেননা স্টপ লস না সেট করলে আমার ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে

samun
2021-10-29, 08:36 AM
গোল্ড রেট মূলত আমাদের মত নতুন ট্রেডারদের জন্য নয় কারণ গোল্ডের মুভমেন্ট এতই বেশি যে নতুন ট্রেডার না বুঝে বা এনালাইসিস না করে যদি গোল্ডেন ট্রেড করে থাকে তাহলে গোল্ডের টিকে থাকা খুব একটা সহজ ব্যাপার নয় তাই আমি মনে করি আপনি অন্য সকল কারেন্সি দিয়ে আগে আগে ট্রেডিং পারপাস দক্ষতা অর্জন করুন তারপর গোল্ড এ আসেন