Log in

View Full Version : গত মাসের বোনাস এত তারাতাড়ি পাব ভাবতে পারি নাই



Starship
2021-09-02, 08:43 PM
আজ হঠাৎ করেই বিশমিত হয়ে গেলাম কেননা আগস্ট মাসের বোনাস সেপ্টেম্বর মাসে দুই তারিখে পেয়ে গেলাম। আমার এ ফরেক্স পেশায় এত দ্রুত বোনাস ইতিপূর্বে পায়নি। এজন্য ইন্সটাফরেক্সকে অসংখ্য ধন্যবাদ আমাদের এমন সারপ্রাইজ দেওয়ার জন্য। আমাদের সকলের উচিত ফোরামকে আরো অর্থবহ হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।

EmonFX
2021-09-02, 10:41 PM
আসলেই আজকের বোনাস প্রদানের ব্যাপারটি আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিলো। কোনো ফোরাম সদস্যই এটা প্রত্যাশা করেনি যে আগস্ট মাসের বোনাস সেপ্টেম্বর মাসের 2 তারিখের মধ্যে দিয়ে দিতে পারে। এই ফোরামে যতদিন ধরে আছি এরমধ্যে সর্বোনিম্ন 15 তারিখের মধ্যে বোনাস পেয়েছিলাম। আসলে আমরা যে পরিমাণ বোনাস পাই সেটা পরবর্তী বোনাস প্রদান পর্যন্ত ধরে রাখা অনেকটাই কষ্টকর। পরপর দু'মাসের বোনাস কাছাকাছি সময়ের মধ্যে প্রদান করার কারণে অনেকে দুটি বোনাস একত্রিত করতে পেরেছেন। যেটা সবাইকে ভালোভাবে ট্রেডিং করতে অনেক বেশি সহযোগিতা করবে। যাই হোক এমন উদ্যোগ নেয়ার জন্য ফোরাম অথরিটি এবং সম্মানিত মডারেটরদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করব পরবর্তীতেও প্রতি মাসের বোনাস যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে আপডেট করে দিবেন।

Sakib42
2021-09-02, 11:15 PM
ব্যাপারটা আসলেই একদম অন্য রকম লাগলো। আমি সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছি যে এত তাড়াতাড়ি বাংলাদেশ ফরেক্স ফোরাম কি বোনাস দেওয়া সম্ভব। প্রথমে কিছুটা কনফিউজড ছিলাম পরে যখন ব্যালেন্স এড হলো তখন ব্যাপারটা খুবই আনন্দের লাগলো। আমি প্রায় দেড় বছর ধরে বাংলাদেশ ফরেক্স ফোরাম এর সাথে সংযুক্ত রয়েছে এবং আজ পর্যন্ত কোন মাসে 10/ 12 তারিখের মধ্যে বোনাস পাইনি সেখানে আজকে দুই তারিখের মধ্যেই বোনাস প্রদান করা হয়েছে ব্যাপারটা আসলেই খুবই খুবই আনন্দের। যদি নিয়মিত সময় করে এরকম বোনাস প্রদান করা হয় তাহলে আরো অনেক মানুষ আগ্রহ হবে ফোরামে কাজ করতে। এবং সঠিক সময়ে বোনাস প্রদান করলে আমরাও অনেকটা ভালোমতো উৎসাহের সহিত কাজ করতে পারি ফরেক্সে। আমি কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন করি যেন প্রতি মাসের 5 তারিখের মধ্যে আমাদের বোনাস গুলো দিয়ে দেওয়া হয় ।