PDA

View Full Version : আইফোন ১৩ নিয়ে হতাশার খবর দিল অ্যাপল



EmonFX
2021-09-03, 03:25 PM
15255
আইফোনের নতুন সংস্করণে চমক নিয়ে আনছে অ্যাপল। একইসঙ্গে একটি হতাশার খবরও দিয়েছে সংস্থাটি। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে বাজারে যে আইফোন ১৩ আসতে চলেছে সেটির মূল্য বাড়ানো হয়েছে। কারণ হিসেবে আইফোন ১৩ উৎপাদনে বেশি ব্যয়ের কথা বলা হয়েছে। আইফোনের নতুন এ পরিবর্তন প্রতিটি মডেলের ক্ষেত্রেই রূপান্তরযোগ্য।

এবারের পরিবর্তনে অ্যাপল আনছে দ্রুতগতির এ ১৫ চিপ, ছোট নচ, এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা সেটাপ। এবারও আইফোন ১২-এর মতো চারটি মডেলের লাইনআপে আসছে আইফোন ১৩।
নতুন আইফোনের এই চারটি মডেল হলো আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৩ মিনি। এর মধ্যে আইফোন ১৩ প্রো-তে ১ টেরাবাইট মেমোরি থাকার সম্ভাবনা আছে। এছাড়া সর্বোচ্চ ১২০ মেগাহার্টজ পর্যন্ত স্ক্রিনের রিফ্রেশ রেট থাকতে পারে।
আইফোন ১৩ দেখতে অনেকটা এর আগের মডেলের মতোই হবে বলে জানা গেছে।

ব্যবহারকারীদের বহুদিনের দাবি পূরণ হচ্ছে আইফোন ১৩ তে। তা হচ্ছে এর নচ। আইফোন ১২ সিরিজের নচ বড় এ কথা অনেককেই বলতে শোনা গেছে। তবে আইফোন ১৩ তে এসে অ্যাপল তাদের ফোনের নচের সাইজ কমিয়েছে। এ ছোট নচ ভিডিও দেখার সময় বাড়তি সুবিধা দেবে বলে ধারণা করছেন টেক গবেষকরা।
ম্যাগসেফ চার্জিংয়ের ক্ষেত্রেও আসছে পরিবর্তন। নতুন আইফোন ম্যাগসেফ চার্জিংয়ের ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। ম্যাগসেফ ওয়ালেটের সঙ্গে ব্যবহারেও পাওয়া যাবে বাড়তি সুবিধা।

EmonFX
2021-09-12, 04:12 PM
স্মার্টওয়াচেও অ্যাপলকে টেক্কা দিল শাওমি
15349
অ্যাপল স্মার্টওয়াচ বাজারে ছাড়ার পর এই টেক জায়ান্টকে টেক্কা দিয়ে অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান বাজারে এনেছে স্মার্টওয়াচ। কিন্তু বাজারে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে শাওমির ব্যান্ড। প্রযুক্তি বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের পরিসংখ্যান বলছে, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে সর্বাধিক বিক্রিত স্মার্টওয়াচ হলো শাওমির। অ্যাপলের বাজারের অবস্থান দখল করে নিয়েছে শাওমির এমআই ব্যান্ড। এপ্রিল থেকে জুন মাসে শাওমি ৮০ লাখ ইউনিট এম আই ব্যান্ড শিপমেন্ট করেছে। যেখানে অ্যাপল শিপমেন্ট করেছে ৭৯ লাখ ইউনিট। আর হুয়া্উয়ের স্মার্টওয়াচের শিপমেন্ট হয়েছে মাত্র ৩৭ লাখ ইউনিট।

এম আই ব্যান্ড সিক্স বাজারে এসেই সবার নজর কেড়েছে। অন্যান্য ব্যান্ডের চেয়ে এই ব্যান্ড সাড়া ফেলেছে বেশি। ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে সারাবিশ্বে ব্যান্ড শিপমেন্ট হয়েছে ৪ কোটি ইউনিট। যেটা ২০২০ সালের চেয়ে সাড়ে ৫ শতাংশ বেশি। স্মার্টওয়াচের বিক্রিতে বাজারের ১৯ দশমিক ৬ শতাংশ দখলে আছে শাওমির, ১৯ দশমিক ৩ শতাংশ দখলে আছে অ্যাপলের। বাজারে চতুর্থ অবস্থানে আছে ফিটবিট আর পঞ্চম অবস্থানে আছে স্যামসা। রিস্টওয়াচের বাজারে এতদিন সবচেয়ে শক্তিশালী অবস্থানে ছিল অ্যাপল। কিন্তু শাওমির ‘এম আই স্মার্টব্যান্ড সিক্স’ বাজারে আসার পর বাজার চলে গেছে শাওমির দখলে। স্মার্টওয়াচ আর ঘড়ির শিপমেন্ট বেড়ে ২ হাজার ৫০০ কোটিতে পৌঁছেছে। যেখানে রিস্টওয়াচের বাজারের ৬২ শতাংশ দখল করেছে ব্যান্ড।

সম্প্রতি এমআই স্মার্ট ব্যান্ড ৬ লঞ্চ হয়েছে ভারতে। গত বছর লঞ্চ হয়েছিল এমআই স্মার্ট ব্যান্ড ৫। নতুন স্মার্ট ব্যান্ডে আছে একটি বড় সাইজের অ্যামোলেড টাচ ডিসপ্লে। আগের মডেলের তুলনায় এই স্ক্রিন সাইজ বড়। এমআই স্মার্ট ব্যান্ড ৬- এ আছে অনেক হেলথ মনিটরিং ফিচার। এ তালিকায় হার্ট রেট মনিটর,স্লিপ ট্র্যাকিং ফিচার। এমআই স্মার্ট ব্যান্ড ৬- এর দাম ভারতে ৩৪৯৯ টাকা। অ্যামাজন আর এমআই স্টোর থেকে কেনা যাবে এই স্মার্ট ব্যান্ড। শাওমি বলছে, একবার চার্জ দিলে এমআই স্মার্ট ব্যান্ড ৬- এ ১৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে।

EmonFX
2021-09-25, 09:14 PM
বেইজিংয়ে প্রদর্শিত হলো জনপ্রিয় আইফোন-১৩
15474
উন্মোচন করা হলো বহুল প্রত্যাশিত আইফোন-১৩। বেইজিংয়ে ফ্ল্যাগশিপ স্টোরে এ সময়ের জনপ্রিয় মুঠোফোন আইফোনটি প্রদর্শন করা হয়। এদিন গ্রাহকদের বেশিরভাগই ছিলেন তরুণ ও যুবক। এবারের ভার্সনে পিঙ্ক, ব্লু, মিডনাইট স্টারলেট ছাড়াও এসেছে রেড রঙের আইফোন-১৩। নতুন এ মডেলের ফোনটির পেছনে থাকছে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ভিডিও কনটেন্ট তৈরিতেও নতুন আইফোন বেশ সুবিধা নিয়ে এসেছে। ক্যামেরায় দেওয়া হয়েছে সিনেম্যাটিক মুড।

তরুণ গ্রাহকদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হাই রেজুলেশনের ক্যামেরা সমৃদ্ধ মুঠোফোন। আর নতুন সিরিজের আইফোনটির রয়েছে ক্যামেরায় বিশেষ সুবিধা। এজন্য ফ্ল্যাগশিপ স্টোরে আসা গ্রাহকরা নতুন মডেলের ক্যামেরার জন্য ‘সিনেমাটিক মুড’ দেখে বেশ মুগ্ধ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেইজিংয়ের ফ্ল্যাগশিপে আসা এক গ্রাহক বলেন, আমি মনে করি হুয়াওয়ে এবং অ্যাপলের মধ্যে প্রতিযোগিতা আছে। এটি সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সংমিশ্রণ। কিন্তু অ্যাপলের সফটওয়্যারের কারণে আমি অন্য ব্র্যান্ডে পরিবর্তন করব না। এর নিজস্ব সিস্টেম এবং প্ল্যাটফর্ম, সেইসাথে গোপনীয়তা সুরক্ষায় অনেক বেশি বিশ্বস্ত।

ব্যাটারি ও কার্যকারিতা পারফরম্যান্স বিচারে পুরনো মডেলগুলোর চেয়ে বেশ উন্নত আইফোন-১৩। পুরনো সিরিজের থেকে কমপক্ষে আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে এ ফোনটি। একইভাবে আইফোন-১৩ মিনি আগের চেয়ে এক থেকে দেড় ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে। নতুন আইফোনগুলো চলবে অ্যাপলের তৈরি এ ১৫ বায়োনিক প্রসেসরে।
আইফোন-১৩ এর দাম নির্ধারণ করা হয়েছে ৭৯৯ মার্কিন ডলার, আইফোন-১৩ মিনি ৬৯৯ ডলার, আইফোন-১৩ প্রোর দাম ৯৯৯ ডলার। আর আইফোন-১৩ প্রো ম্যাক্সের দাম পড়বে ১ হাজার ৯৯ ডলার।