View Full Version : ফরেক্স মার্কেটে যারা নতুন প্রথমে তাদের মেজর কারেন্সি তে ট্রেড করা উত্তম।
md mehedi hasan
2021-09-04, 05:17 AM
ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডার কোন পিয়ারে ট্রেড করবে কয়টা পিয়ারে ট্রেড করবে।সে বিষয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেনা।যদিও তারা জানতে পারে যে মেজর কারেন্সি তে ট্রেড করতে হয়।তখন তারা সবগুলো মেজর কারেন্সি ওপেন করে রাখে।আসলে তারা মনেকরে যে বেশি কারেন্সি হলে বেশি ট্রেড করার সুযোগ থাকে।অসলে এই ধারনা সম্পন্ন ভুল।বেশি কারেন্সি মানে বেশি ট্রেড ঠিক আছে।কিন্তু বেশি লস হওয়ার সম্ভবনাও অনেক বেশি থাকে।আর সব মেজর কারেন্সি যে রেগুলেশন ভালো তা কিন্তু নয়।আপনি যে মেজর কারেন্সি গুলো রেগুলেশন ভালো সেগুলোতে ট্রেড করবেন।ফরেক্স মার্কেটে মেজর কারেন্সি এর মধ্যে ইউরোইউএসডি ও জিবিপি ইউএসডি পিয়ার সবচেয়ে ভালো পিয়ার।আপনি চাইলে এই দুটি পিয়ারে ট্রেড করতে পারেন।
EmonFX
2021-09-04, 05:41 AM
হ্যাঁ ভাই, আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ফরেক্স মার্কেটে একাধিক পেয়ারে ট্রেড করার সুযোগ থাকলেও আমি মনে করি বিশেষ করে নতুন ট্রেডারদের একই সাথে দুই-একটির বেশি পেয়ারে ট্রেড করা উচিত নয়। আর সেক্ষেত্রে অবশ্যই মেজর কারেন্সি পেয়ার- eurusd, gbpusd, gbpjpy, usdjpy, audusd ইত্যাদি কারেন্সির মধ্যে থেকে যে কোনো দ'একটি কারেন্সি পেয়ারে ট্রেড করা উচিত। সবথেকে ভালো হয় eurusd, gbpusd কারেন্সি পেয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারলে। একই অনেক বেশি পেয়ার নিয়ে এনালাইসিস করলে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করা যায় না। অনেক সময় একটির সাথে আরেকটি তালগোল পাকিয়ে যায়, ফলে ভুল ট্রেডে এন্ট্রি নিয়ে ফেলেন। বিশেষ করে নতুন ট্রেডাররা এই কাজটি বেশি করে থাকেন। আর কোনো অবস্থাতেই একেক বার একেক পেয়ারে ট্রেড করা উচিত নয়। আমাদের সব সময় পরিচিত বা well-known পেয়ারে ট্রেড করা উচিত। আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ে দক্ষ হন তাহলে আপনি যেকোন পেয়ারেই ট্রেড করে প্রফিট করতে পারবেন, তার জন্য বারবার পেয়ার চেঞ্জ করার কোন দরকার নেই। তাই বলবো ট্রেডিং করার আগে মার্কেটে বেশি বেশি সময় দিয়ে মার্কেট মুভমেন্ট সম্পর্কে দক্ষতা অর্জন করুন এবং মার্কেট এনালাইসিস করুন, যাতে করে আপনি দক্ষ ট্রেডারে পরিণত হতে পারেন।
samun
2021-10-30, 05:30 PM
ফরেক্স মার্কেটের নতুন ট্রেডার অবশ্যই ট্রেডিং এর পূর্বে কারেন্ট নির্বাচনটা খুব বেশী গুরুত্বপূর্ণ আমি আগে সর্বপ্রথম ট্রেডিংয়ের পড়বে কারেন্সি নির্বাচন করেছি কারণ এসকল কারেন্সির মুভমেন্ট সমান না যেগুলো আছে এগুলোতে নতুনদের না করাটাই উত্তম যেমন ইউরো ইউএসডি, ইউএসডি ক্যাড, ইউরো জেপিওয়াই, ইউএসডি সিএইচএফ, ইউরো সিএইচএফ ইত্যাদি বেশ কিছু কারেন্সি রয়েছে যেগুলোতে একজন নতুন ট্রেড করলে তার জন্য ভালো হবে
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.