PDA

View Full Version : পাঁচ বছরেরও ফরেক্স মার্কেটে থেকে নিজেকে পরিবর্তন করতে পারিননি।



md mehedi hasan
2021-09-04, 05:47 AM
আমরা ফরেক্স মার্কেটে বেসিক কিছু শিখে মনে করি যে আমাদের আর কোন কিছু শিখার দরকার নেই।আর ফরেক্স মার্কেটে একটি অন্যর দেওয়া একটি স্ট্রেজি দিয়ে আমরা ট্রেড করতে থাকি।আমরা মনেকরি যত ট্রেড করবো ততো ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা বারবে।আর এই জন্য আমরা নতুন কোন স্ট্রেজি দেখতে চাইনা বা ফরেক্স মার্কেটে প্রয়োগ করতে চাই না।ফলে আমরা দিনের পর দিন লস খাচ্ছি।আর ভাবছি একটু সময় এর প্রয়োজন এই স্ট্রেজি এর সাথে খাপ খাওয়াতে।এভাবে দিন চলে যায় মাস চলে যায় এমন কি কয়েকটা বছর চলে যায়।কিন্তু সফলতার মুখ দেখতে পারেনা।আমার দেখা এই ফোরামে কয়েক জন ভাই আছে দশ বছর এর বেশি সময় ধরে ফরেক্স মার্কেটে আছেন তেমন কোন সাফল্য অর্জন করতে পারিনি।এই পাচ বছর ধরে ফরেক্স মার্কেটে আছেন কিন্তু দক্ষতা অর্জন করতে পারেন নি।এদের সংখ্যা হাতে গুনে শেষ করতে পারবেন না।ফরেক্স মার্কেটে লাভ করার জন্য স্ট্রেজি পরিবর্তন করুন।আরযদি পরিবর্তন করতে মনে না চায়।তাহল নতুন কিছু যোগ করুন।ট্রেডিং স্ট্রেজি ও আপনার কিছু নিয়ম কানুন মেনে ট্রেড করুন।আর খালি ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা থেকে বিরত থাকুন।পাশাপাশি অন্য সোর্স থেকে ফরেক্স বিষয়ে পড়ালেখা টিউটোরিয়াল দখুন।দেখবেন পাচ বছর না এক দুই বছরের মধ্যে সফলতা লাভ করতে পারবেন।

Starship
2021-09-04, 09:46 PM
প্রকৃতপক্ষে ফরেক্স থেকে জানা এবং শেখার জন্য পাঁচ বছর খুব দীর্ঘ সময় নয়। এজন্য আপনাকে আরো ধৈর্যের সঙ্গে লেগে থাকতে হবে। দীর্ঘ সময় আপনি পড়েছে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করছেন আশা করি একসময় আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং পোস্টে একজন সফল ট্রেডার হতে পারবেন। ট্রেডিং বিষয়ে অনেক কিছু জানা রয়েছে যা আমরা প্রতিনিয়ত ট্রেড করে লস করে থাকি তার একটা অন্যতম দৃষ্টান্তমূলক উদাহরণ। মার্কেট এনালাইসিস এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের লস এর মূল কারণ। তাই আমাদের এখনো অনেক কিছু জানার এবং শেখার বাকি রয়েছে। এক্ষেত্রে ইচ্ছাশক্তি টা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আপনি ফরেক্স শেখার জন্য দীর্ঘ সময় ব্যয় করেছেন সেহেতু সফলতা পাবেন একসময়।

EmonFX
2021-09-05, 09:50 AM
ফরেক্স ট্রেডিং সম্পর্কে জ্ঞান অর্জনের পরিধি ব্যাপক ও বিশাল। স্বল্প সময়ে এটি অর্জন করা সম্ভব নয়। আমরা অনেকেই আছি যে ট্রেডিং সম্পর্কে সামান্যতম জ্ঞান অর্জন করে মনে করি যে ট্রেডিং সম্পর্কে অনেক কিছু শিখে ফেলেছি। আর সেই সামান্যতম জ্ঞান নিয়ে ঝাঁপিয়ে পড়ি ফরেক্স নামক এই বিশাল ও সুগভীর মার্কেটে। যেত আমাদের ব্যর্থতার একটি অন্যতম কারণ। অবশ্যই ফরেক্স ট্রেডিং করার জন্য ভালো একটি স্ট্রাটেজি দরকার রয়েছে। অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে একটি ভালো স্ট্র্যাটেজি আপনাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। এলোমেলো ভাবে ট্রেড না করে আপনি যদি একটি সুনির্দিষ্ট স্ট্রাটেজি ডেভলপ করে সেই অনুযায়ী ট্রেডিং করেন তাহলে আপনি একটু দেরিতে হলেও সফল হবেন এটা নিশ্চিত করে বলা যায়। তবে আমাদের সর্বদা উচিত নিজের স্ট্র্যাটেজি ডেভলপ করে সেই অনুযায়ী ট্রেডিং করা। আমি সর্বদা নিজের স্ট্রাটেজি অনুযায়ী ট্রেডিং করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমি ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিসের পাশাপাশি প্রাইজ একশন ট্রেডিংকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। অন্যের স্ট্রাটেজি নির্ভর এবং সিগন্যাল নির্ভর ট্রেডিং আমি কখনোই সমর্থন করিনা। অন্যের প্রতি নির্ভর ট্রেডিং করে আপনি সাময়িকের জন্য উপকৃত হলেও দীর্ঘ সময়ের জন্য এটা আপনার জন্য ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে। অন্যের স্ট্রাটেজি দ্বারা ট্রেডিং মানে নিজের প্রতিভাকে ধ্বংস করা। স্ট্র্যাটেজি যাচাইয়ের সবথেকে ভালো উপায় হলো ডেমো ট্রেডিং। আমরা আমাদের তৈরীকৃত স্ট্রাটেজি ডেমো প্লাটফর্মে যাচাই করে সফল হতে পারলে তার পরেই কেবল রিয়েল মার্কেটে করা যেতে পারে।